অনুদান

আহ্বান… জামেয়ার দান বাক্স দোকানে-ঘরে রাখুন, নেক মকসুদ পূরণ করুন

উপমহাদেশের প্রখ্যাত মহান সাধক, গাউসিয়াতের অভাবনীয় শক্তির অধিকারী, কুতবুল আউলিয়া, আলে রসূল, শাহেনশাহে সিরিকোট, হযরত সৈয়্যদ আহমদ শাহ্ (রহ.) বাংলার আনাচে-কানাচে আজ শুধু পরিচিতিই নয় বরং আত্মার আত্মীয় ও পরম নির্ভরতার প্রতীক। এ মহান অলিয়ে কামেল এদেশের দুর্দশাগ্রস্ত মানুষের জন্য দিয়েছেন অপার্থিব এক মুক্তির ঠিকানা-চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, যাকে তিনি ‘কিশতিয়ে নূহ’ ‘জান্নাত নিসান’ বলে আখ্যায়িত করেছেন। যাবতীয় সঙ্কট থেকে মুক্তির প্রতীক এ ‘নুহের কিশতি’ শাহেনশাহে সিরিকোট (রহ.) নির্দেশিত আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টর ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে শরীয়ত ও ত্বরীকতের এমনি অনেক প্রতিষ্ঠান। যা আমাদের আশে পাশে দুনিয়া-আখিরাতের যাবতীয় সঙ্কট থেকে মুক্তির সহায়তা দিতে পরম আত্মীয়ের মতোই অতন্দ্র প্রহরী হয়ে অপেক্ষমান।
প্রিয় মুর্শিদ তাই এ প্রতিষ্ঠানসমূহকে ‘ফয়ুজাতের নহর’ বা অনুগ্রহের শ্রোতাস্মিনী’ নামে অভিহিত করেছেন।
মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি দান-সদকার মাধ্যমে বালা-মুসিবত দূর হয়। তাই যে কোন দুঃসময়ে জামেয়া ও হুজুর কেবলার অন্য প্রতিষ্ঠানসমূহে দান-খয়রাত ও মান্নতে নিঃসন্দেহে বিপদ-আপদ দূর হয় এবং জায়েয (মাকসূদ) উদ্দেশ্য পূর্ণ হয়। এ জন্য দোকানে, অফিসে, চেম্বার ও নিজ বাসভবনে রাখুন আনজুমান ট্রাস্টের দান বাক্স। যে কোন রোগ-শোক, বালা-মুসিবত ও সর্ববিধ সমস্যা থেকে পরিত্রাণের জন্য মান্নত করুন। মান্নতপূর্ণ হলেই আপনার মান্নতের টাকা অবিলম্বে বাক্সে রাখুন। পৃথিবীতে এমন নগদ প্রতিদান বাস্তবিকই বিরল।

আনজুমানের মিসকিন ফাণ্ড একাউন্ট নং ১৪৫৩০-২০০০১৩২৫ চলতি হিসাব, রূপালী ব্যাংক লি. ৩২১ দিদার মার্কেট, দেওয়ান বাজার শাখা, চট্টগ্রাম, বাংলাদেশ।

ACCOUNT NAME     : ANJUMAN-E- RAHMANIA AHMADIA SUNNIA

Bank Name             : Rupali Bank Limited, 321, Dewan Bazar, Chttagong.

ACCOUNT NUMBER : 14530-20001325

Bank Name             : Southeast Bank Ltd. CDA Avenue, Asian Highway, Ctg.

ACCOUNT NUMBER : 002813100001860

শেয়ার
  •  
  •  
  •  
  •