সংগঠন-সংস্থা সংবাদ : জামেয়া ময়দানে ২৫তম সালানা ওরস মাহফিলে বক্তারা- আল্লামা তৈয়্যব শাহ্ রাহমাতুল্লাহি আলায়হি’র ধর্মীয় সংস্কার মুসলিম সমাজকে আলোর পথ দেখাবে

0

ভারতীয় উপমহাদেশে ইসলামী শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতি বিকাশে যে সকল মনীষী নিজেদের জীবন উৎসর্গ করে ভাস্বর হয়ে আছেন তন্মধ্যে মহান সংস্কারক আওলাদে রসূল, হযরাতুল আল্লামা হাফেয কারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রাহমাতুল্লাহি আলায়হি সবিশেষ উল্লেখযোগ্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আক্বিদার প্রচার প্রসারের মাধ্যমে মুসলমানদের পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন। তাঁর ধর্মীয় সংস্কারসমূহ মুসলিম সমাজকে যুগ যুগ ধরে আলোর পথ দেখাবে। আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি তা‘আলা আলায়হির সালানা ওরশ মোবারকে বক্তারা এ বক্তব্য রাখেন। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে দিনব্যাপী যথাযথ মর্যাদায় বিশাল মাহফিলে সভাপতিত্ব করেন আনজুমান ট্রাস্ট‘র ফাইন্যান্স সেক্রেটারী আলহাজ¦ মুহাম্মদ সিরাজুল হক। আল্লামা মুহাম্মদ বখতেয়ার উদ্দিন‘র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আনজুমান ট্রাস্ট‘র সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন- এ দেশে ইসলামের নামে ভ্রান্তমতবাদ প্রতিষ্ঠার বিরুদ্ধে হুযুর ক্বেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রহমাতুল্লাহি তা‘আলা আলায়হির গৃহীত পদক্ষেপসমূহ ছিল সময়োপযোগী ও সুদূরপ্রসারী। তিনি আমাদেরকে যে সব দ্বীনি প্রতিষ্ঠান দিয়ে গেছেন এগুলোর সঠিক পরিচর্যা এবং যেসব মূল্যবান পথনির্দেশনা দিয়েছেন সেগুলো মেনে চললে আমরা অবশ্যই নিজ জীবনকে ধন্য করতে পারব। আমাদের মহান মুর্শিদের নীতি আদর্শে অবিচল থেকে নিষ্ঠার সাথে যেন হুজুরের মিশনকে এগিয়ে নিতে পারি আজকের ওরস মাহফিলে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। এতে শুভেচছা বক্তব্য রাখেন- গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ¦ পেয়ার মুহাম্মদ।
বক্তারা আরো বলেন-দেশের প্রতিটি জেলায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে ক্বোরআন সুন্নাহর মর্মবাণী স্থায়ীভাবে প্রচার-প্রসারে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ রাহমাতুল্লাহি আলায়হি বিশাল খেদমত আনজাম দিয়ে গেছেন। ‘শরিয়ত ও তরিকত চর্চার সাধারণ মুসলমানদেরকে একজন সঠিক ও চরিত্রবান ব্যক্তি হিসেবে গঠনের ব্যাপারে তাঁর অবদান ছিল অপরিসীম। পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপনের পিছনে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ রাহমাতুল্লাহি আলায়হি‘র উদ্দেশ্য ছিল সুন্নিয়তের বৃহৎ ঐক্য গড়ে তোলা।’ বক্তারা আরো বলেন-হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলায়হি পবিত্র রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের বেলাদত শরীফ স্মরণে জশনে জুলুসকে এদেশের মানুষের সাথে পরিচয় করিয়ে দেন, তা ক্রমান্বয়ে বাংলাদেশসহ বিশ্বে ব্যাপ্তি লাভ করে এবং এটা বর্তমানে ইসলামী সংস্কৃতির অংশ হিসেবে সংযোজিত হয়েছে। আলোচকবৃন্দ আরো বলেন- হুজুর কেবলা রহমাতুল্লাহি আলায়হি শরীয়ত ও তরীকত শিক্ষার সমন্বয়ে ঈমান-আক্বিদাকে সুদৃঢ় রেখে নবীজীর সুন্নাত জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলনের যে শিক্ষা দিয়ে গেছেন, তা যথার্থ অনুসরণের মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি সম্ভব।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন মুহাদ্দিস আল্লামা মুফতি ওসমান গণি সালেহী। তাকরির করেন শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী, জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব চৌধুরী, আল্লামা আব্দুল মালেক নুরী, আল্লামা মুহাম্মদ জসীম উদ্দিন আলকাদেরী।
মাহফিলে রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্মূলে পরিকল্পিত গণহত্যা, ঘরবাড়িতে অগ্নি সংযোগ ও নারী নির্যাতনের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, মিয়ানমার সরকারের নির্যাতনের শিকার হয়ে আসা লাখ লাখ রোহিঙ্গার কারণে বাংলাদেশও অর্থনৈতিক ও সামাজিক সমস্যার মুখোমুখি। তাদের থাকা ও খাওয়া নিশ্চিত করতে আর্থিক ও অন্যান্য সহযোগিতা নিয়ে ওআইসি ও আসিয়ানভুক্ত মুসলিম দেশগুলোকে এগিয়ে আসতে হবে। সাথে সাথে রোহিঙ্গা নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। মাহফিলে বক্তারা রোহিঙ্গাদের প্রতি অমানবিক নির্যাতনের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার এবং জাতি সংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমার সরকারের গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উত্থাপনের আহ্বান জানান।
এতে উপস্থিত ছিলেন-আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এডিশনাল জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ সামশুদ্দিন, অ্যাসিসটেন্ট সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন সাকের, প্রেস অ্যান্ড পাবলিকেশন্স সেক্রেটারি অধ্যাপক কাজী সামশুর রহমান। জামেয়ার চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ দিদারুল ইসলাম, সদস্য আলহাজ¦ মুহাম্মদ কামালউদ্দিন চৌধুরী, আলহাজ্ব তৈয়বুর রহমান, আলহাজ¦ মোহাম্মদ নূরুল আমিন, আলহাজ্ব শেখ নাসির উদ্দিন আহমদ, আলহাজ্ব আবদুস সাত্তার, আলহাজ্ব আবদুল মুনাফ সিকদার, প্রফেসর জসিমুদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ আলী, আলহাজ্ব আবুল কাশেম, আবদুল হাই মাসুম। কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আনোয়ারুল হক, আলহাজ্ব মুহাম্মদ আবদুল হামিদ, কেন্দ্রীয় সচিব আলহাজ¦ মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, যুগ্ন সচিব এডভোকেট মোছাহেব উদ্দ্নি বখতিয়ার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এস.এম.মাহাবুব এলাহী সিকদার, আলহাজ্ব মাহবুবুল হক খান, গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্রগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব আবুল মনছুর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাদেক হোসেন পাপ্পু, উত্তর জেলার সভাপতি আলহাজ্ব আবদুশ শুক্কুর, সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলার সম্পাদক মুহাম্মদ হাবিবুল্ল¬াহ। এছাড়াও উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াসহ বিভিন্ন মাদ্রাসার ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, সরকারী-বেসরকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ওরস মোবারক উপলক্ষে আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় বাদ-এ নামাজে ফজর খতমে গাউসিয়া শরীফ ও মিলাদ শরীফ, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রসূল, খতমে কোরআন ও খতমে বোখারী শরীফ সম্পন্ন হয়। শেষে দেশ ও মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও উন্ন¬¬তি কামনায় মুনাজাত পরিচালনা করেন জামেয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা হাফেজ সোলায়মান আনসারী। বা‘দ এশা তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
কেন্দ্রীয় গাউসিয়া কমিটির স্মারক আলোচনায় বক্তারা
আল্লামা তৈয়্যব শাহ (রা.) ছিলেন শতাব্দির মুজাদ্দিদ
গাউসিয়া কমিটি বাংলাদেশ আয়োজিত “মহান সংস্কারক আল্লামা তৈয়্যব শাহ রা.” স্মারক আলোচনায় বক্তারা বলেন, “আল্লামা তৈয়্যব শাহ রা. ছিলেন চলতি পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ।” তাঁর বহুমুখী সংস্কারের প্রভাবে ইসলামের মূলধারা তথা সুন্নিয়তের জাগরণ ঘটেছে এবং মানুষ প্রকৃত ইসলামের স্বাদ পাওয়ায় আজ দেশে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ পরিত্যাজ্য হচ্ছে। তিনি দ্বীনের হেফাজতে যে ঘোষণা দিয়েছেন তা আজ ইসলামের মূলধারা প্রচার ও প্রসারে বেশ জোরালো ভূমিকা রাখছে। তিনি বলেছিলেন, “কাম করো, দ্বীন কো বাচাও, সাচ্চা আলেম তৈয়ার করো।” তিনি এ দেশে নির্মল ইসলামি সংস্কৃতি বিশ্ব মুসলিম ঐক্যের স্মারক জশনে জুলুছ উপহার দিয়েছেন।
গত ১৬ সেপ্টেম্বর সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনারের সভাপতিত্বে এবং যুগ্ন মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ারের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত স্মারক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারি অধ্যাপক কাজী সামশুর রহমান। অতিথি আলোচক ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা এম এ মান্নান, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী, অধ্যক্ষ মওলানা বদিউল আলম রেজভী, অধ্যাপক ড. মাসুম চৌধুরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুফাস্সির মওলানা মুহাম্মদ বখতিয়ার উদ্দীন, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়্যদ মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন আল-আযহারি। এ ছাড়াও বক্তব্যে অংশগ্রহণ করেন আলহাজ্ব আনোয়ারুল হক, আব্দুল হামিদ, মাহবুবুল হক খান, মাহবুব এলাহি সিকদার, মাওলানা মাজহারুল ইসলাম নিজামী, মাওলানা মোজাম্মেল হক,আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মুহাম্মদ সাদেক হোসেন পাপ্পু, এরশাদ খতিবী প্রমুখ। বক্তারা বর্তমান মায়ানমারের যালেম সরকার কর্তৃক নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের প্রতি সমবেদনা জানান এবং অনতিবিলম্বে এ সমস্যার সমাধান করার আহ্বান জানান এবং বিশ্বে সন্ত্রাসবাদের যে বীজ গজাচ্ছে তা থেকে পরিত্রাণের জন্য হুজুর কেবলা গাউসে জামান আল্লামা তৈয়্যব শাহ রা. এর সমাজ সংস্কার ও সূফীবাদী দর্শন কে সমাজের রাস্ট্রের সর্বস্তরে পৌছানোর জন্য সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান।
বলুয়ারদীঘির পাড় খানকা শরীফ
বলুয়ার দীঘিরপাড়স্থ খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ার ব্যবস্থাপনায় আওলাদে রসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ রহমাতুল্লাহি আলায়হির সালানা ওরস মোবারক অনুষ্ঠিত হয়। খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি আহমদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী। আলোচনায় অংশ নেন আনজুমান ট্রাস্টের প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারি অধ্যাপক কাজী সামশুর রহমান, গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মাওলানা জসিম উদ্দিন আলকাদেরী, মাওলানা আব্দুল গফুর রেজভী প্রমুখ।
ওরস মাহফিল উপলক্ষে বাদে ফজর হতে খতমে ক্বোরআন, মাজমুয়ায়ে সালাওয়াতে রসূল, বাদে আসর খতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হয়।
গাউসিয়া কমিটি রংপুর জেলা
গাউসিয়া কমিটি বাংলাদেশ রংপুর জেলা শাখার উদ্যোগে আওলাদে রাসূল হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) এর পবিত্র উরস মোবারক বিভিন্ন কর্মসূচীর মাধ্যম গত ৭ সেপ্টেম্বর পালিত হয়। মুহাম্মদ রিদওয়ান আশরাফীর সভাপতিত্বে নগরীর নিউ সেনপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সকল কর্মসূচীর মধ্যে ছিল জিকির আজকার, আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
আলোচনা সভায় বক্তব্য বলেন, আব্দুল মান্নান শরিফ (বাবলু), ওয়াজেদ আলি দুলু, মাওলানা আবুল কাশেম, মাওলানা আমিরুল মোমেনিন, হাজি মজিবর রহমান প্রমুখ।
মদীনা মনোয়ারা গাউসিয়া কমিটি
গাউসিয়া কমিটি বাংলাদেশ মদিনা মনোয়ারা শাখার উদ্যোগে গাউসে জামান আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)’র সালানা ওরস মোবারক গত ১১ সেপ্টেম্বর শাখার সভাপতি মাওলানা ইলিয়াছ উদ্দিন তৈয়্যবীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ওরস মোবারকে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রধান ফকিহ্ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী সরকারী কলেজের অধ্যাপক মাওলানা আবদুন নুর, মাওলানা হাফেজ ওসমান গণি, গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, অধ্যাপক মাওলানা মুহাম্মদ মোরশেদুল হক, মাওলানা ইকবাল হোছাইন আলকাদেরী, বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ওবাইদুল হক হক্কানী, মাওলানা ফকরুজ্জামান খান, মাওলানা করিম উদ্দিন নুরী, মাওলানা সিরাজুল ইসলাম, মুহাম্মদ হাবিবুল ইসলাম ভুঁইয়া, মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ চৌধুরী, মুহাম্মদ আজগর আলী, মুহাম্মদ কাউছার খাঁন, মাওলানা ওয়ালী উল্লাহ্ জেহাদী, মুহাম্মদ ইলিয়াছ চৌধুরী, মহিউদ্দিন খোকন, মুহাম্মদ জহির উদ্দিন বাবর, মুহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ।
সৈয়্যদপুর গাউসিয়া কমিটি
গাউসিয়া কমিটি বাংলাদেশ সৈয়্যদপুর উপজেলা উদ্যোগে নব নির্মিতব্য কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদরাসায় উপমহাদেশের প্রখ্যাত সাধক হযরত সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)’র ওরস মোবারক উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গত ৬ সেপ্টেম্বর পালিত হয়। এ সকল কর্মসূচীর মধ্যে ছিল কোরআন খানি, খতমে মজমুয়া সালাওয়াতে রসুল পাঠ, জিকির- আজকার, আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
প্রফেসর আব্দুর রউফের সভাপতিত্ব মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাওলানা মইনুল ইসলাম, মওলানা রিজওয়ান আল কাদরি, মাওলানা খুরশিদ আলম মানিক, মওলানা কলিমউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মদ শাহিদ আলি আল কাদরি।
হবিগঞ্জ জেলা গাউসিয়া কমিটি
গাউছিয়া কমিটি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রাহ.) এর ২৫ তম পবিত্র সালানা ওরস মোবারক গত ১৫ জিলহজ্ব বাদ মাগরিব গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ডাঃ এম.এ ওয়াহেদ এর সভাপতিত্বে ও অধ্যক্ষ গোলাম সারওয়ার আলমের সঞ্চালনায় হুজুর ক্বিবলার জীবন ও কারামত প্রসঙ্গে সারগর্ব বক্তব্য রাখেন- আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জের সভাপতি আলহাজ্ব মাওলানা শাহ জালাল উদ্দিন আহমদ আকঞ্জি, কেন্দ্রীয় ঈদগায়ের প্রধান খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, হবিগঞ্জ আলিয়া মাদ্রাসার মুহাদ্দীস মাওলানা মুফতি আব্দুল আলী, গাউছিয়া জামে মসজিদের খতিব মুফতি আবু সাফওয়ান আশরাফুল ওয়াদুদ, কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুর রহমান, কাজী মাওলানা সাইফুল মোস্তফা, কাজী মুফতি ফজলুল হক, মাওলানা খায়ের উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, হাফিজ মাওলানা কামরুল হুদা প্রমূখ। বক্তাগণ বলেন- আলে রাসুল সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রাহ.)। “কাম করো দ্বীন কো বাঁচাও, সাচ্চা আলেম তৈয়্যার কর”- এই যুগান্তকারী ঘোষনার ফলে আনজুমান ও গাউসিয়া কমিটির মাধ্যমে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে আজ শত-সহ¯্র প্রতিষ্ঠান খান্কা শরীফ স্থাপন হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শফিউল আলম চৌধুরী, মোহাম্মদ লুৎফুর রহমান, এড. আঞ্জব আলী, এড. আবদুর রউফ, এড. আফতাব উদ্দিন, মোহাম্মদ হারুনুর রশিদ সাহিদ, শেখ মোহাম্মদ আইয়ুব আলী, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল আজিজ, মাওলানা আবু তাহের গণি, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ হামিদুল হক চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।
চন্দ্রঘোনা তৈয়বিয়া মাদ্রাসা
মোর্শেদে বরহক রাহনুমায়ে শরীয়াত ও তরিক্বত আল্øামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) এর হাতে বায়আত গ্রহণ করে অসংখ্য মানুষ সঠিক পথের সন্ধান পেয়েছে। একজন সংস্কারক হিসেবে হুজুর কেবলার অবদানে মানুষের প্রভূত কল্যাণ সাধিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর চন্দ্রঘোনাস্থ মাদ্রাসা এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়ার ব্যবস্থাপনায় খানকাহ শরীফে অনুষ্ঠিত ওরস মোবারক মাহ্ফিলে বক্তারা উপরোক্ত কথা বলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে মাদ্রাসার প্রভাষক মাওলানা আশরাফুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসেন, প্রধান বক্তা ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা আবু তৈয়ব চৌধুরী, বক্তব্য রাখেন মাওলানা আ.র.ম. মোজাম্মেল হক, মাওলানা মুজিবুর রহমান নেজামী, মাওলানা আবদুল মন্নান রিজভী, মাওলানা আশরাফুজ্জামান, মাওলানা ইলিয়াছ আহমদ, মাওলানা রমজান আলী, মাওলানা বদরুল হাসান আলকাদেরী প্রমুখ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরী মোনাজাত করেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী।

গাউসিয়া কমিটি হাটহাজারী (পূর্ব) থানা
গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী (পূর্ব) থানা শাখার উদ্যোগে রাহনুমায়ে শরীয়ত ও তরিকত গাউসে জমান আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)’র বার্ষিক ওরস শরীফ গত ৮ সেপ্টেম্বর মধ্য মাদার্শাস্থ খানকায়ে কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া কমপ্লেক্স মিলনায়তনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচীর মধ্যে পবিত্র খতমে ক্বোরআন, খতমে গাউসিয়া শরীফ, হুজুর কেবলার জীবনী আলোচনা, মিলাদ-কিয়াম ও তবরুক বিতরন। কমিটির সহ সভাপতি ফরিদুল আলম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আলোচনায় অংশ নেন শাহ্ মুহাম্মদ নাছির উদ্দিন মোস্তফা, হাজী মুহাম্মদ শফি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ মিয়া, মাস্টার সেকান্দর হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আবছার, ইলিয়াছ সওদাগর, শাহেদ চৌধুরী, আরশাদ চৌধুরী, মাওলানা জুবাইর আবেদীন, মুহাম্মদ তারেক, জাহেদুল আলম, ইঞ্জিনিয়ার শফিউল আলম, আবুল হোসেন কোম্পানী, মুহাম্মদ ওসমান, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ মোরশেদ, মুহাম্মদ জাবের।

মাদার্শা খানকায়ে কাদেরিয়া
তৈয়বিয়া তাহেরিয়া কমপ্লেক্স
হাটহাজারী মধ্য মাদার্শাস্থ খানকায়ে কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া কমপ্লেক্সের উদ্যোগে মাসিক গেয়ারভী শরীফ ও গাউসে জমান আল্লামা তৈয়ব শাহ্ রহমাতুল্লাহি আলায়হির ওরস মোবারক গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। খানকাহ শরীফ পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির অধ্যাপক আল্লামা সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দীন আযহারী, কেন্দ্রীয় দাওয়াতে খায়র মোয়াল্লিম মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক আলকাদেরী, গাজী মুহাম্মদ লোকমান, ব্যাংকার মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, ফরিদুল আলম মিঠু, সেকান্দর হোসেন মাস্টার, সৈয়দ মুহাম্মদ মিয়া, মাওলানা ইব্রাহীম, ইলিয়াছ সওদাগর, মুহাম্মদ তারেক, নুরুল আবছার, মাওলানা সৈয়দ পেয়ার মোহাম্মদ, এমদাদুল ইসলাম, আরশাদ চৌধুরী, নাছির উদ্দিন মোস্তফা, আজাদুর রহমান আজাদ।
গাউসিয়া কমিটি সীতাকুন্ড উপজেলা
গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুন্ড উপজেলা শাখার ব্যবস্থাপনায় রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)’র সালানা ওরস মোবারক অধ্যক্ষ মাওলানা আবদুল আউয়াল আলকাদেরীর সভাপতিত্বে কদমরসুল কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা মুফতি আবদুল ওয়াজেদ আলকাদেরী, প্রধান বক্তা ছিলেন আল্লামা কামাল উদ্দীন আযহারী, মাওলানা মুহাম্মদ আলী সিদ্দীকির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাওলানা সালামত উল্লাহ্ নিজামী, মাওলানা আবদুর রহিম আনছারী, মাওলানা মুজিব উদ্দিন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম, মাওলানা আশরাফ হোসাইন, মাওলানা আতিক উল্লাহ্, মাওলানা মুনির আহমদ, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা গাউসুল ফারুক, মাওলানা মোছাদ্দেক হোসেন প্রমুখ।
গাউসিয়া কমিটি ধর্মপুর ইউনিয়ন শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ সাতকানিয়া উপজেলার আওতাধীন ধর্মপুর ইউনিয়ন শাখার অভিষেক ও আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)র সালানা ওরস মোবারক ইউনিয়নের সভাপতি মাওলানা মুহাম্মদ ওসমান গণি রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কমিটির সহ সভাপতি মুহাম্মদ সামশুল হক, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব এস.এম. ইলিয়াছ, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন কাদেরী, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ ইফতেখারুল ইসলাম কাদেরী, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হারুনুর রশিদ হোসাইনী, ধর্মপুর ইউনিয়ন কমিটির উপদেষ্টা সাবেক চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী, জহুর আহমদ চৌধুরী, মুহাম্মদ আবদুস ছফুর মেম্বার। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফোরকান আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল আলম, মুহাম্মদ জামাল উদ্দিন, প্রবাসী মুহাম্মদ ফরিদুল আলম চৌধুরী প্রমুখ।
আলোচনায় অংশ নেন মাওলানা মুহাম্মদ আবু নাঈম, মাওলানা মুহাম্মদ ছৈয়দুল আলম, মাওলানা মুহাম্মদ আজিজুল হক, মাওলানা মুহাম্মদ হেফাজতুল ইসলাম। শেষে মোনাজাত করেন মাওলানা নুর মুহাম্মদ ছিদ্দিকী।
চন্দনাইশ মোহাম্মদপুর ওয়ার্ড শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশস্থ জোয়ারা ইউনিয়ন আওতাধীন ৩ নম্বর ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় আওলাদে রসুল, আল্লামা সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটির স্মরণে ফাতেহা শরীফ ও মাসিক সভা হযরত ভুই খাঁজা শাহ্ রহ.র মাজার শরীফে ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ফারুকুল আলম চৌধুরীর সভাপতিত্বে গত ১৮ আগস্ট অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধ হাজী মুসলিম হোসেন, প্রধান আলোচক ছিলেন গাউসিয়া কমিটি জোয়ারা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল রানা, দপ্তর সম্পাদক মুহাম্মদ সাইফুল আলম, মোয়াজ্জেম হোসেন এমরুল, মুহাম্মদ ইব্রাহীম, মুহাম্মদ আলী আলিফ, মহিউদ্দিন আরফিন, শাখাওয়াত হোসেন মাসুম, আরমান হোসেন, তাইফুল ইসলাম আজাদ, রুহান উদ্দিন, নাসির আহমদ, আশরাফুল আলম রায়হান, মুহাম্মদ ইমতিয়াজ ও হৃদয় ইসলাম প্রমুখ।

মাতারবাড়ী তৈয়বিয়া সুন্নিয়া (বালিকা) মাদরাসা
কক্সবাজার জেলার মহেশখালী থানার মাতারবাড়ীস্থ আনজুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া বালিকা দাখিল মাদ্রাসায় আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মাদ তৈয়্যব শাহ (রহঃ) এর ২৫ তম বার্ষিক ওরশ মোবারক ও ফাতেহা শরীফ পালন করা হয়।
মাদরাসার সুপার মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি মহেশখালী উপজেলা শাখার সেক্রেটারি এবং কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি ও গাউসিয়া কমিটি বাংলাদেশ মাতারবাড়ী ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মাস্টার মীর কাশেম, সদস্য মোহাম্মাদ হোছাইন, মাদ্রাসার শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মামুনুর রশিদ, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা মফিজুল আলম, মাষ্টার নাছির উদ্দীন, মাষ্টার আব্দুর রহমান, মাস্টার শাহাব উদ্দীন, মাস্টার কাইছার।
আহমদিয়া করিমিয়া মাদ্রাসায়
স্মারক আলোচনা
আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) ছিলেন মুসলিম জাহানের দিশারী ও সত্যিকারের পথ প্রদর্শক। তিনি দ্বীনের খেদমতে সঠিক আলেম তৈরীর লক্ষ্যে নিবেদিত ছিলেন। তাঁর জীবন দর্শন অনুসরণের মাধ্যমে আমাদের জীবন, সমাজ ও রাষ্ট্র আলোকিত হবে। গত ১৭ সেপ্টেম্বর পূর্ব বাকলিয়াস্থ আহমদিয়া করিমিয়া ছুন্নিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা মিলনায়তনে রাহনুমায়ে শরীয়ত ও তরীকত, গাউসে জমান, হযরতুল আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)’র বার্ষিক ওরছ শরীফ উপলক্ষে স্মারক আলোচনায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ খোরশিদ আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন মাদরাসা গভর্নিং বডির সম্মানিত সদস্য জনাব মুহাম্মদ এরশাদ খতিবী, মাসিক তরজুমানের সহ-সম্পাদক আবু নাছের মোহাম্মদ তৈয়ব আলী।
স্মারক বক্তা তার বক্তব্যে বলেন ‘‘সুন্নিয়তের প্রাতিষ্ঠানিক রূপকার গাউসে জমান আল্লামা তৈয়্যব শাহ (রহ.)’র অবদান দিবালোকের ন্যায় স্পষ্ট ও অনস্বীকার্য। যুগে যুগে সুন্নি মুসলমানদের হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন’’। তিনি ছিলেন বিংশ শতকের এক মহান মুসলিম সংস্কারক। যিনি ইসলামের সঠিক মর্মবাণী প্রচার ও ইসলামী শিক্ষা সংস্কৃতির বিকাশে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। যার সাধনা ও কর্মস্পৃহা বর্তমান বিভ্রান্ত মুসলিম মিল্লাতের জন্য অনুকরণীয় আদর্শ।
আলোচনায় অংশগ্রহণ করেন উপাধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিন খতিবী, সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইলিয়াছ, আরবী প্রভাষক মাওলানা মোহাম্মদ অলি উল্লাহ, ইসলামের ইতিহাস প্রভাষক মুহাম্মদ জাবেরুল হক হোছাইনী, আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদেরী, সহকারী মাওলানা কাজী মুহাম্মদ আবদুন নূর জোহাদী, মাওলানা মুহাম্মদ মামুনুর রশিদ ফারুকী, জনাব মুহাম্মদ ইফতেখার উদ্দিন খান, মাওলানা মুহাম্মদ ইদ্রিচ চৌধুরী, মুহাম্মদ শরীফুল আলম, মাওলানা সোলাইমান ও অভিভাবক এস.এম. জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক এস.এম. শাহ আলম ও আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন কাদেরী।
গাউসিয়া কমিটি দক্ষিণ চান্দগাঁও শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ, দক্ষিণ চান্দগাঁও শাখা কর্তৃক চান্দগাঁও খাজারোড বাদামতল মুন্সিবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহঃ)’র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ নুরুল হক বীর প্রতীক এর সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ’র সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, প্রধান বক্তা ছিলেন খাজা গরীব উল্লাহ শাহ্ (রহঃ) মাজার জামে মসজিদ এর খতিব ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার সুযোগ্য আরবী প্রভাষক হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী, বিশেষ বক্তা ছিলেন আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য আরবী প্রভাষক মুহাম্মদ জাবেরুল হক হোসাইনী, মাওলানা মুহাম্মদ ইমরান হাসান আলকাদেরী, মাওলানা মোহাম্মদ হোসাইন খোকন, মাওলানা মুহাম্মদ ইদ্রিস, মাওলানা মুহাম্মদ মহসিন, হাফেজ মোঃ বারেক, মাওলানা মুহাম্মদ নঈম উদ্দীন, হাফেজ মোঃ হামিদ শাহ রজভী, এছাড়াও কমিটির সেক্রেটারী চৌধুরী মোঃ হাসান খোকন, হাজী বাবুল আলম, আলহাজ্ব মোঃ নাছির, নুর মোহাম্মদ, মোঃ নুরুল ইসলাম বাবু, মোঃ জাহেদুল ইসলাম মামুন, মোঃ মোস্তাফিজুর রহমান শহীদ, মোঃ আবদুল্লাহ, মোঃ জাহাঙ্গীর, মোঃ জালাল উদ্দিন মানিক, মোঃ আবদুন নবী, মোঃ আবদুর রহমান, মোঃ আবু তাহের, মোঃ হারুন সহ গাউসিয়া কমিটি বাংলাদেশ, মহানগর, থানা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের নের্তৃবৃন্দ।
বোয়ালখালী কেন্দ্রীয় খানক্বাহ্ শরীফ
গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখা ও খানক্বায়ে কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরীয়া (বোয়ালখালী কেন্দ্রীয় খানকাহ্ শরীফ)’র যৌথ উদ্যোগে আল্লামা সৈয়দ আহম্মদ শাহ্ সিরিকোটি (র.) ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (র.) এর বার্ষিক ওরস মুবারক গত ১৫ সেপ্টেম্বর উপজেলা সদর মীরপাড়াস্থ কেন্দ্রীয় খানকাহ্ শরীফে উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও খানকাহ্ শরীফের আহবায়ক মুহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে ও এস. এম. মমতাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ চেয়ারম্যান আলহাজ¦ পেয়ার মোহাম্মদ কমিশনার, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাষ্টার, বিশেষ অতিথি ছিলেন-গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি আলহাজ্ব নেজাবত আলী বাবুল, যুগ্ম সম্পাদক আলহাজ্ব শেখ মুহাম্মদ সালাহ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আবুল মনসুর সওদাগর, বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত চাতুয়া শাখার সভাপতি আলহাজ¦ শেখ জামাল উদ্দীন জসিম, আরো বক্তব্য রাখেন মাওলানা জয়নাল আবেদীন আলকাদেরী, মাওলানা মহিউদ্দীন আলকাদেরী, মাওলানা সাহেদুল ইসলাম আলকাদেরী, এস.এম. ফখরুদ্দীন, মাওলানা মোঃ আবু নাছের জিলানী।
এতে আরো উপস্থিত ছিলেন রফিক আহম্মদ মাস্টার, আলহাজ¦ জহির আহমদ মিয়াজী, অধ্যাপক আবুল মনছুর দৌলতী, আলহাজ¦ শফিউল আযম শেফু, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব আলম চৌধুরী, মুহাম্মদ শওকত ওসমান, মুহাম্মদ নজরুল ইসলাম সওদাগর, মুহাম্মদ ইসমাইল সিকদার, আমিনুল ইসলাম, এস. এম. ফজলুল কবির, আলহাজ্ব ইসকান্দর আলম দিদার, মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা কাজী এম.এ. জলিল, মুহাম্মদ ইব্রাহীম, আলহাজ¦ মোহাম্মদ আলী, মোঃ সাহাদাত আলী, জফুর আলম, আহমদ নবী সওদাগর, জামাল উদ্দীন, মুহাম্মদ ইদ্রিস সওদাগর, আবু সাহেদ কাদেরী, মাওলানা ফোরকান কাদেরী, মাওলানা নুরুল ইসলাম রহিমী, আলহাজ¦ আহমদ সলিম চৌধুরী, আলহাজ¦ ছালে আহমদ সওদাগর, আলহাজ¦ খায়ের আহমদ সওদাগর, জহিরুল ইসলাম তৈয়্যবী, মুহাম্মদ শাহ্ আলম প্রমূখ।
খানক্াহ্ কমিটির সচিব আলহাজ¦ মাওলানা জয়নুল আবেদীন আলকাদেরী, মিলাদ কেয়াম, মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।
বিভিন্নস্থানে হযরত সিরিকোটি (রহ.)’র ওরস মোবারক উদ্যাপন
আহমদিয়া করিমিয়া মাদরাসা
কুতুবুল আউলিয়া হযরতুল আল্লামা হাফেজ সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.)’র সালানা ওরছ মোবারক ও স্মারক আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জঙ্গিবাদের বিপরীতে ইসলামের সুফিবাদী দর্শনালোকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কুতুবুল আউলিয়া সিরিকোটি (রহ.) জীবন উৎসর্গ করেছেন। আজ পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে নিষ্কলুষ ইসলাম চর্চার যে ধারা অব্যাহত রয়েছে তার মূলে হযরত সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) প্রতিষ্ঠিত আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত জামেয়াসহ দেশের সুন্নি মাদ্রাসাগুলো অগ্রণী ভূমিকা রাখছে।
গত ২২ আগস্ট নগরীর পূর্ব বাকলিয়াস্থ আহমদিয়া করিমিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত ‘প্রকৃত দ্বীনি শিক্ষা বিস্তারে কুতুবুল আউলিয়া সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.)’র আবদান’ শীর্ষক স্মারক আলোচনা মাদ্রাসা গভর্নিং বডি সভাপতি ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার শাইখুল হাদিস শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, প্রধান আলোচক ছিলেন আল্লামা এম এ মান্নান, বিশেষ আলোচক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার বিশিষ্ট লেখক, সংগঠক কাজী মুহাম্মদ আবদুল ওহাব, গাউছিয়া কমিটির যুগ্ম-মহাসচিব আলহাজ্ব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। মাদ্রাসা গর্ভনিং বডির সদস্য মুহাম্মদ এরশাদ খতিবীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ খোরশিদ আলম ও সদস্য আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইব্রাহীম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাঙ্গুনিয়া নুরুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও অত্র মাদ্রাসার প্রাক্তন প্রভাষক মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিন তৈয়বী, রাবেয়া বশর জনকল্যাণ ট্রাস্ট’র চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সহ-প্রচার সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হোসেন খোকন প্রমুখ।
অনুষ্ঠানের ১ম ও ২য় পর্বে অধ্যাপক এস.এম. শাহ আলম ও মাওলানা কফিল উদ্দিনের সঞ্চালনায় মাদ্রাসার শিক্ষকদের মধ্যে আলোচনায় অংশ নেন-উপাধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিন খতিবী, সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ ইলিয়াছ, মাওলানা অলিউল্লাহ, মাওলানা জাবেরুল হক হোসাইনী, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা মামুনুর রশিদ ফারুকী, মাওলানা আবদুল নুর জোহাদী, মাওলানা মুহাম্মদ সোলায়মান প্রমুখ।
গাউসিয়া কমিটি দক্ষিণ বাকলিয়া
ওয়াজের আলী রোড শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড শাখার আওতাধীন ওয়াজের আলী রোড শাখার উদ্যোগে গত ১১ আগষ্ট আল্হাজ্ব ওয়াজের আলী সওদাগর এবাদতখানায় সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রাহ.)’র ওরস মোবারক অনুষ্ঠিত হয়। ইউনিটের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ নুরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আনজুমান-এ-রাহ্মানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট এর এডিশনাল সেক্রেটারী আল্হাজ্ব মোহাম্মদ সামশুদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক আল্হাজ্ব জয়নুল আবেদীন, ১৯নম্বর ওয়ার্ড শাখার সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রফিক, ইউনিট এর উপদেষ্ঠাবৃন্দ যথাক্রমে আলহাজ্ব মোহাম্মদ ছিদ্দিক, আলহাজ্ব ছাবের আহমদ জাহাঙ্গীর, আলহাজ্ব মোহাম্মদ আজিমউদ্দিন, শেখ মহিউদ্দিন, আলহাজ্ব সৈয়দ আহমদ বাবুল, শেখ রফি উদ্দিন আহমদ মিয়া, আলহাজ্ব মাহমুদুল হক, আলহাজ্ব আলাউদ্দিন বিটু, আলহাজ্ব আবুল মনছুর, আলহাজ্ব জাফর আহমদ, মোহাম্মদ কাসেম, মোহাম্মদ আরিফ, ওয়াজের আলী রোড ইউনিট সহ-সভাপতি, মোহাম্মদ খালেদ সোহেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হামিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল, দাওয়াতে খাইর বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ জসিম, সহ-দাওয়াতে খাইর বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসাইন, প্রকাশনা সম্পাদক তানজির আহমেদ, নির্বাহী সদস্য যথাক্রমে মোহাম্মদ আহমেদ, মোহাম্মদ সাদমান আলী, মোহাম্মদ আজওয়াদ আলী আবীর, মোহাম্মদ ফারুক, মাওলানা মোহাম্মদ কাসেম, মোহাম্মদ হুমাযুন, মোহাম্মদ শহীদ মিয়া প্রমুখ। সিরিকোটি (রাহ.)র জীবনীর উপর সারগর্ভ বক্তব্য রাখেন ওয়াজের আলী সওদাগর এবাদতখানার পেশ ইমাম আল্হাজ্ব মাওলানা মোহাম্মদ সৈয়দ আনছারী ও খাঁন বাহাদুর মিয়াখাঁন মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোজাম্মেল হক হাশেমী।
গাউসিয়া কমিটি লতিফপুর ওয়ার্ড
গাউসিয়া কমিটি বাংলাদেশ ৪নম্বর লতিফপুর ওয়ার্ডের উদ্যোগে ও চৌধুরী মসজিদ ইউনিটের সহযোগিতায় গত ১৮ আগস্ট আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) ওর ওরস মোবারক উপলক্ষে আলোচনা সভা মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে চৌধুরী মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সহ প্রচার সম্পাদক, পাহাড়তলী থানা কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিন, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সদস্য ও লতিফপুর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, আহমদ উল্লাহ্ কাজী বাড়ী ইউনিটের সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদ আজম সাজ্জাদ। বক্তব্য রাখেন মাওলানা মঈন উদ্দিন, মাওলানা আরজু, মাওলানা নুরুল আজিম, মুহাম্মদ গোলাম রব্বানী, মুহাম্মদ ইসমাইর।
গাউসিয়া কমিটি রাঙ্গুনিয়া উপজেলা (উত্তর)
গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উত্তর শাখা ও মির্জা হোসাইন তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার যৌথ উদ্যোগে আওলাদে রসূল, সৈয়দুল আউলিয়া বানিয়ে জামেয়া, সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.)’র ওরস মোবারক গত ১৪ আগস্ট মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়। মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মির্জা ওমরা মিয়ার সভাপতিত্বে গাউসিয়া কমিটির অর্থ সম্পাদক ইলিয়াছ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির অর্থ সম্পাদক আবদুল মোতালেব মাতব্বর। বক্তব্য রাখেন মাওলানা নুরুল আলম হেলালী, মাস্টার আবদুল মালেক, মাস্টার ইউনুচ, শাহ্ আলম জসিম, মাহবুল হক, ইকবাল হোসেন, রবিউল কাদের, জাফর আহমদ, সেকান্দর মেম্বার, নাছির উদ্দিন সামু, আবদুল মোনাফ, মাওলানা নুরুন্নবী, মুহাম্মদ আশেক। উপস্থিত ছিলেন আলহাজ্ব আবু সৈয়দ, মুজিবুর রহমান সওদাগর, কাজী মুহাম্মদ আইয়ুব, ছালেহ আহমদ সওদাগর, ইমাম উদ্দিন কুসুম সওদাগর, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, ওয়াকিল আহমদ, হাফেজ শহিদুল্লাহ্, রবিউল আলম তালুকদার, ডা. সেকান্দর, চান মিয়া প্রমুখ।
বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা (উত্তর) সাধারণ সম্পাদক ও উত্তর জেলার যুগ্ম সম্পাদক, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ মুহাম্মদ আবু মনছুর।

গাউসিয়া কমিটির সাংগঠনিক তৎপরতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল গত ১৯ আগস্ট আলমগীর খানকা শরীফে মুহাম্মদ ইকরামুল হাসানের সঞ্চালনায়, মুহাম্মদ সাইফুল ইসলাম নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আনোয়ারুল হক, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হামিদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মাহবুবুল হক খান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহবুব ইলাহি সিকদার, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু মনছুর প্রমুখ।
কাউন্সিলে হাফেজ নুর মুহাম্মদ (জিকু) কে সভাপতি ও মুহাম্মদ ইকরামুল হাসানকে সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ সালামত রেযা কাদেরীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সাতকানিয়া পৌরসভা শাখা গঠিত
গাউসিয়া কমিটি সাতকানিয়া পৌরসভা পূর্ণাঙ্গ কমিটি গঠনে ৯নং ওয়ার্ড বান্দাপুকুর মসজিদে মাওলানা সৈয়দ মুস্তফা আইয়ুবের সভাপতিত্বে এক মতবিনিময় সভা গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি সাতকানিয়া থানা শাখার সভাপতি সৈয়দ মনসুরুর রহমান। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এস.এম. ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ শামসুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী।
এতে সর্বসম্মতিক্রমে মাওলানা মোহাম্মদ মাহবুবুল হক আলকাদেরী (নুরে বাংলা) কে সভাপতি, আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিচ সওদাগর, মাওলানা দিদারুল হক আলকাদেরী এবং মুজিবুর রহমান চৌধুরীকে সহ-সভাপতি, মোহাম্মদ আবুল কাশেমকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ শাকিল হোসেনকে সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ শহীদুল ইসলামকে অর্থ সম্পাদক, মোহাম্মদ নাসির উদ্দিন দস্তগীরকে প্রচার সম্পাদক, ১১ জন উপদেষ্টা এবং ৪৪ জনকে সদস্য করে মোট ৫৫ জন বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উল্লেখ্য আগামী ০১ মাসের মধ্যে প্রত্যেক ওয়ার্ড কমিটি গঠন করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
হাটহাজারীতে মোয়াল্লিম প্রশিক্ষণ সম্পন্ন
গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী (পূর্ব) থানা কমিটির উদ্যোগে মোয়াল্লিম প্রশিক্ষণ কর্মশালা গত ৩ সেপ্টেম্বর মাদার্শা খানকায়ে কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া কমপ্লেক্সে সম্পন্ন হয়। গাজী মুহাম্মদ লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ জসিম উদ্দিন, প্রশিক্ষণ প্রদান করেন আল্লামা সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আযহারী, দাওয়াতে খায়র কেন্দ্রীয় মোয়াল্লিম মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক আলকাদেরী। প্রশিক্ষণে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জহুরুল আলম, সমাজসেবক মুহাম্মদ রফিক, সংগঠনের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি ফরিদুল আলম মিঠু।
চান্দগাঁও আবাসিক মডেল শাখার কাউন্সিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও আবাসিক মডেল শাখার কাউন্সিল গত ১২ আগস্ট বি ব্লকস্থ হযরত মাওলানা আব্দুল হামিদ শাহ্ (রহ.) গোরছিল্লাহ্ মাজার প্রাঙ্গণে অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আব্দুস সবুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ হুসাইন আলী (পারভেজ)-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও থানা সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ্, বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ জালাল উদ্দিন মানিক, মুহাম্মদ জানে আলম, মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ মুসা, মুহাম্মদ আব্দুল নবী। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর খাঁন, বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর দাওয়াতে খায়র সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইমরান হোসেন আলকাদেরী। আলোচনায় অংশ নেন সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হক, মুহাম্মদ মোজাম্মেল, মাওলানা মুহাম্মদ শফিকুল আলম, মুহাম্মদ আলী, মুহাম্মদ মফিজুর রহমান তানশেদ, মুহাম্মদ মাইনুল ইসলাম প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে নি¤েœাক্ত কমিটি গঠিত হয়। আলহাজ্ব আবুল মনসুর শিকদার সভাপতি, সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন, সহ সভাপতি মুহাম্মদ আব্দুল হক, মুহাম্মদ নুরুল আক্তার, আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর, আলহাজ্ব মুহাম্মদ মোজাফ্ফর, মুহাম্মদ ইমরান চৌধুরী, আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হক শিকদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাদ মুহাম্মদ হুসাইন আলী পারভেজ, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক ইউসুফ নূরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল, সহ সাংগঠনিক মাওলানা মুহাম্মদ শফিকুল আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম (জামী), প্রচার সম্পাদক মুহাম্মদ আলী, সহ প্রচার সম্পাদক মুহাম্মদ গোলাম মোরশেদ চৌধুরী, সহ প্রচার সম্পাদক মুহাম্মদ রিদুয়ান, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা গোলাম মোস্তফা, সহ দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ ইসহাক রেযা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবু বকর চৌধুরী, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আমিন রসূল প্রমুখ।
‘ইসলামের দৃষ্টিতে যবেহ : পদ্ধতি ও উপকরণ’ শীর্ষক সেমিনার
জামেয়া আহ্মদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ফাযিল অনার্স আল্ কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং আল্ হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে গত ২৩ আগস্ট অনার্স ভবনে জামেয়ার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শায়খুল হাদিস আল্লামা হাফিয মুহাম্মদ সোলায়মান আনসারি’র সভাপতিত্বে “ইসলামের দৃষ্টিতে যবেহ : পদ্ধতি ও উপকরণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জামেয়ার প্রধান ফকিহ্ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, বিশেষ অতিথি ছিলেন ফিক্হ বিভাগের অধ্যাপক আল্লামা কাযি মুহাম্মদ আব্দুল ওয়াজেদ। শিক্ষার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন আধুনিক পদ্ধতিতে যবেহ্র বিধান, শিক্ষার্থী হাফিয মোহাম্মদ মুযাম্মিল হুসাইন তা¡হা যবেহ্র সংজ্ঞা ও ঐতিহাসিক প্রেক্ষাপট এবং শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম যবেহ্র রুকন, শর্ত এবং হুক্ম বিষয়ক তথ্য- উপাত্ত সম্বলিত প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রবন্ধের ওপর আলোচনা করেন সেমিনারের দু’ বিচারক ও অতিথি মুফতি আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহামান এবং আল্লামা কাযি মুহাম্মদ আবদুল ওয়াজেদ। প্রধান অতিথি আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান বলেন, কুরআন হাদিসে বর্ণিত বৈধ পশুসমূহের যবেহকালীন আল্লাহ্ তা‘আলার নাম উচ্চারণ করা আবশ্যক। অবশ্য যবেহকারীকেও মুসলমান হতে হবে। বতর্মান যুগের আহলে কিতাব যারা একত্ববাদের পরিপন্থী, মুশরিক এবং অমুসলিম কর্তৃক যবেহ শরি‘আতসম্মত নয়, তাদের যবেহকৃত পশু খাওয়া মুসলিমদের জন্য জায়িয নয়। তিনি আরো বলেন, ইসলামে যবেহ দু’প্রকার। যবেহ ইখ্তিয়ারি, ও যবেহ ইয্তিরারি। যবেহ্ ইখতিয়ারি বলতে স্বাভাবিক যবেহ উদ্দেশ্য; যে পশুকে স্বাভাবিকভাবে শোয়ায়ে যবেহ করতে কোন ধরনের বেগ পেতে হয় না। আর যবেহ্ ইয্তিরারি বলতে অস্বাভাবিক যবেহ; যে পশুকে স্বাভাবিকভাবে যবেহ করা যায় না বরং দৌঁড় বা চলাবস্থায় যবেহ করতে হয়। এ সকল পশুকে গুলি বা তীর দিয়ে যবেহ করতে হয়। গুলি বা তীর নিক্ষেপকারীকে অবশ্য আল্লাহ্ তা‘আলার নাম উচ্চারণ করতে হবে। ইচ্ছাকৃত বিসমিল্লাহ্ ও আল্লাহ্ তা‘আলার নাম বাদ দিলে ঐ পশু খাওয়া জায়িয হবে না। আল্লামা কাযি আব্দুল ওয়াজেদ বলেন, বর্তমান যুগে মেশিনে যবেহ আধুনিক যবেহ্র অন্যতম প্রকার। ফুক্হায়ে কিরাম কিছু শর্তসাপেক্ষে মেশিনে যবেহ বৈধতার ফাত্ওয়া প্রদান করেন। মেশিনে যবেহ আরম্ভ করার সময় ধারাবাহিক যবেহ করা হলে শুরুতে প্রথমবার বিসমিল্লাহ্ উচ্চারণ করলে হবে, প্রত্যেক পশুর জন্য প্রতিবার বিসমিল্লাহ উচ্চারণ করা আবশ্যক নয়। তবে একটি পশুর জন্য একবার মেশিন চাপ দিলে প্রত্যেক চাপের সময় বিসমিল্লাহ্ উচ্চারণ করা আবশ্যক। কোন কোন দেশে পরিলক্ষিত হয়, যবেহ করার পূর্বে মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করে বেহুঁশ অবস্থায় যবেহ করা হয়, এ অবস্থায় পশুর প্রাণ থাকতেই যবেহ করতে হবে, প্রাণ চলে যাওয়ার পর (মৃত্যুর পর) যবেহ করলে ঐ পশু খাওয়া জায়িয হবে না। যতদূর সম্ভব যবেহকালীন পশুকে সহজ পন্থায় যবেহ করা উত্তম।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আল্লামা হাফিয মুহাম্মদ সোলায়মান আন্সারি বলেন, যবেহ করার সময় পশুর চারটি রগের মধ্যে অধিকাংশ তথা তিনটি রগ কর্তন হতে হবে। দু’টি কিংবা একটি রগ কর্তন হলে ঐ পশু খাওয়া বৈধ হবে না। সেমিনার সঞ্চালন করেন আল্ কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মাওলানা মুহাম্মদ জিয়াউল হক রিযভী। সেমিনারে আরো বক্তব্য রাখেন আল্ হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মাওলানা মুহাম্মদ হামেদ রেযা না‘ঈমি, আল্ কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক এমফিল গবেষক মাওলানা মুহাম্মদ রবিউল আলম এবং আল্ হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন আল্ আয্হারি।
অসহায় মুসলমানদের সাহায্যে
এগিয়ে আসার আহ্বান
গাউসিয়া কমিটি বাংলাদেশ মদীনা মুনাওয়ারা শাখার উদ্যোগে গত ১২ সেপ্টেম্বর মদিনা মনোয়ারায় মসজিদে নববী শরীফের ২১ নম্বর গেইটের সামনে শাখা উদ্যোগে আলহাজ্ব মাওলানা ইলিয়াস তৈয়্যবীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রধান ফকিহ্ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী। আলোচনায় অংশ নেন গাউসিয়া কমিটি মদিনা মনোয়ারা শাখার সেক্রেটারি আলহাজ্ব সিরাজুল ইসলাম, আলহাজ্ব সাইফুদ্দিন খালেদ ও চট্টগ্রাম হাটহাজারী কলেজের অধ্যাপক আলহাজ্ব মওলানা আব্দুন নুর প্রমুখ।
বক্তারা মায়ানমার সরকার এবং তাদের জান্তা সামরিক বাহিনী কর্তৃক রোহিঙ্গার অসহায় মুসলিম নর-নারীদের হত্যা এবং বাড়ী-ঘর জালিয়ে নিঃস্ব করে অসংখ্য অসহায় মা-বোনদের ইজ্জত ধ্বংসের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বাংলাদেশ সরকার রোহিঙ্গা অসহায় শরণার্থীদের বাংলাদেশের ভূখন্ডে আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকারের প্রতি মোবারকবাদ জানান। সাথে সাথে পৃথিবীর শক্তিধর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও জাতি সংঘের প্রতি বিশেষত: সৌদি-সরকারের প্রতি মায়ানমারের জালিম সরকারের জুলুম ও হত্যাকান্ড বন্ধে জোরালো পদক্ষেপ গ্রহণ ও চাপ প্রয়োগ করার আহ্বান জানান। নির্যাতিত রোহিঙ্গাদের জীবন রক্ষার্থে সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
মাসিক তরজুমান পাঠক ফোরাম
আনোয়ারা উপজেলার সভা
মাসিক তরজুমান পাঠক ফোরাম আনোয়ারার উদ্যোগে নুরে মদিনা ইন্টারন্যাশনাল অফিসে মুহাম্মদ মোরশেদ আলম মুন্সী’র সভাপতিত্বে এবং মুহাম্মদ জাহেদুল হক এর সঞ্চালনায় সভা গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মাষ্টার মুহাম্মদ নুরুল ইসলাম, কাজী মোহাম্মদ আলী, মুহাম্মদ আবদুল হাফেজ, মুহাম্মদ আবদুস সালাম, মুহাম্মদ শহীদুল ইসলাম, মুহাম্মদ কামাল হোসেন, মহাম্মদ মোরশেদুল হক, মুহাম্মদ মিজানুর রহমান, এস.এম. এনামুল হক, মুহাম্মদ আবু সালাম, মুহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আইয়ুবুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ মফিজ উল্লাহ, কাজী মুহাম্মদ জয়নুল আবেদীন, মুহাম্মদ আবুল ফয়েজ কমান্ডার, এস.এম. সেকান্দর হোসেন, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ জিয়াউদ্দিন বাবু, মুহাম্মদ বাহাদুর মিয়া, মুহাম্মদ ইফতেখার হোছাইন, মুহাম্মদ আইয়ুব আলী, মুহাম্মদ ইউসুফ, মাওলানা জসিম উদ্দিন, মুহাম্মদ আবদুন নুর, মুহাম্মদ ফিরোজ মিয়া (মেম্বার), মুহাম্মদ আতিকুল ইসলাম, মুহাম্মদ শাহাদাত হোসেন মিন্টু, মুহাম্মদ নুরুল হক, মুহাম্মদ তৈয়্যব উদ্দিন শাকিল প্রমূখ। সভায় পাঠক ফোরামের কার্যক্রম আরো গতীশীল করার লক্ষ্যে আগামী মাস থেকে তরজুমান গ্রাহক পাঠক- সংগ্রহ করার কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন।

শোক সংবাদ
সৈয়্যদা বেদুরা বেগম
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক ও আলা হযরত ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক এরশাদ খতিবীর মাতা, বোয়ালখালী কদুরখীলস্থ খানকায়ে কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরিয়ার প্রতিষ্ঠাতা মরহুম অলি আহমদের স্ত্রী সৈয়্যদা বেদুরা বেগম (৭৮) গত ২৬ আগস্ট শনিবার বিকাল ২.৩০ টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না…… রাজেউন)। মৃত্যুকালে তিনি ৯ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ২৬ আগস্ট বাদে মাগরিব ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে প্রথম নামাজে যানাজা এবং বাদে এশা বোয়ালখালী মধ্যম কদুরখীলস্থ নিজ বাড়িতে খানকা শরীফ সংলগ্ন মসজিদ ময়দানে ২য় নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সৈয়্যদা বেদুরা বেগম আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) এর একনিষ্ট মুরিদ ছিলেন। বেদুরা বেগমের ইন্তেকালে আনজুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, ওএসি’র সভাপতি অধ্যক্ষ আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, সাধারণ সম্পাদক কাজী আল্লামা মঈন উদ্দিন আশরাফী, সাংগঠনিক সম্পাদক পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ্, আ’লা হযরত ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রেজভী, সেক্রেটারী আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার
  •  
  •  
  •  
  •