মরহুম আল্হাজ্ব মোহাম্মদ ওয়াজের আলী সওদাগর আল কাদেরী (রঃ)

0

জন্ম: ২০শে ডিসেম্বর ১৯১৫ ইংরেজী, পিতা: মরহুম আশরাফ আলী মিয়া, মাতা:  মরহুমা আবু জান বিবি

স্ত্রী:মরহুমা আলহাজ্বাহ্ ছাদিয়া বেগম, দাদা:  মরহুম আকরামউদ্দিন ভূইয়াঁ, নানা: মরহুম ফজল আলী

 ভাই-বোন:

১। আলহাজ্ব¡ রাজা মিঞা সওদাগর ২। মরহুম আলহাজ্ব মোহাম্মদ ওয়াজের আলী সওদাগর  (৫ ভাই)তালুয়া চানপুর, নোয়াখালী।মিয়াখাঁন নগর, দক্ষিণ বাকলিয়া, চট্টগ্রাম। ৩। মরহুম আলহাজ্ব নাজির আলী সওদাগর ৪। মরহুম আলহাজ্ব নজির আহাম্মদ সওদাগর  ষ্টেশন রোড, চট্টগ্রাম। মিয়াখাঁন নগর, দক্ষিণ বাকলিয়া, চট্টগ্রাম। ৫। আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক সওদাগর মিয়াখাঁন নগর, দক্ষিণ বাকলিয়া, চট্টগ্রাম। (ফাইন্যান্স সেক্রেটারী, আন্জুমান-এ-রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট)

 জন্মস্থান ও পারিবারিক জীবণ

তালুয়া চানপুর, থানা – বেগমগঞ্জ, নোয়াখালী। দ্বিতীয় মহাযুদ্ধের পর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সস্তান-সন্ততি ১। আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন৫। আলহাজ্ব মাহাম্মদ সেলিম (খোকন) ( ৭ পুত্র ও ৩ কন্যা)  ২। আলহাজ্ব মোহাম্মদ সামশুদ্দিন  ৬। মোহাম্মদ আজিম উদ্দিন  (এডিশনাল সেক্রেটারী জেনারেল,  ৭। মোছাম্মৎ শাহেনা আক্তার (শানু) আন্জুমান-এ-রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট) ৮। মোহাম্মদ কাসেম  ৩। আলহাজ্ব মাহাম্মদ ছিদ্দিক  ৯। মোহাম্মদ আরিফ  ৪। আলহাজ্ব রেজিয়া বেগম (বুলি) ১০। মোছাম্মৎ নাছিমা আক্তার (নাছু)

বায়আত গ্রহণ

১৯৫০ সালে রাহ্নুমায়ে শরীয়ত ও ত্বরীকত হযরতুল আল্লামা আলহাজ্ব হাফেজ ক্বারী সৈয়্যদ আহ্মদ শাহ্ ছিরিকোটি             রহমাতুল্লাহি আলাইহি এর হাতে।

খেলাফত প্রাপ্তি         

মহান আল্লাহর নৈকট্য লাভের আকাংখা, ক্রমাগত সিলসিলায়ে কাদেরিয়ার খেদমতের স্বীকৃতি স্বরূপ ১৯৭৬ সালে রাহ্নুমায়ে শরীয়ত ও ত্বরীকত হযরতুল আল্লামা আলহাজ্ব হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ রহমাতুল্লাহি  আলাইহি কতৃক দূর্লভ খেলাফত প্রাপ্ত হন।

হজ্জ্বব্রত পালন ও ভ্রমণ

সর্বপ্রথম ১৯৫২ সালে, তিনি জীবনে মোট আটবার হজব্রত পালন করেন, তিনি বার্মা (মায়ানমার), ভারত, পাকিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্দান সহ বহুবার বিভিন্ন দেশ ভ্রমন করেছেন।

 পেশা

নিজ জেলার শিক্ষা গ্রহনের পর ১৯৩০ সালে তিনি চট্টগ্রাম আগমন করেন। প্রথম পর্যায়ে আছদগঞ্জ সোবাহানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুস সোবাহান সওদাগর (প্রকাশ রাজা মিয়া) এর অধীনে চাকুরী করেন। পরবর্তীতে চট্টগ্রাম ষ্টেশন রোডস্থ মেসার্স মোহাম্মদ ওয়াজের আলী সওদাগর এন্ড ব্রাদার্স প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসায়িক জীবনের সুচনা করেন। পরে তীক্ষè মেধা ও প্রবল অধ্যবসায়ের মাধ্যমে ক্রমে ক্রমে প্রতিষ্ঠা করেন তিন পোলের পশ্চিমে অবস্থিত মোহাম্মদীয়া বোর্ডিং, খাতুনগঞ্জে  অবস্থিত মোহাম্মদীয়া ষ্টোরস্, ষ্টেশন রোডস্থ মেসার্স এস.এস.কর্পোরেশন। ব্যবসা বাণিজ্যে তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সকলের সহযোগী ব্যক্তি।

ধর্মীয় ও সামাজিকতা

ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মরহুমের অনুরাগ ছিল আবল্য সমগ্র জীবনে তিনি অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে গেছেন। তিনি আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সদস্য ও দ্বিতীয় এবং আমরণ ফাইন্যান্স সেক্রেটারী ছিলেন। আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় প্রতিণ্ঠান,এই প্রতিষ্ঠানের অধীনে সারাদেশে বহু   মাদ্রাসা পরিচালিত হচ্ছে। তিনি ছিলেন রেয়াজউদ্দিন বাজারস্থ তিন পুল জামে মসজিদের আমরণ সহ-সভাপতি।  মরহুমের ধর্ম পরায়নতার অন্যতম নিদর্শন নিজ গ্রামে স্বনামে প্রতিষ্ঠিত মোহাম্মদীয়া তৈয়্যবীয়া ওয়াজেরিয়া মাদ্রাসা ও বর্তমান বাসস্থানের সামনে নিজ জায়গায় আলহাজ্ব ওয়াজের আলী সওদাগর এবাদতখানা প্রতিষ্ঠা করেন। তাছাড়া  কর্মময় জীবনে তিনি জমিয়াতুল ফালাহ্ ও চট্টগ্রাম কো-অপারেটিভ হাউজিং সোসাইটি সহ ঢাকা, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি আনজুমানে খাদেমুল হজ্ব কমিটি প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরণ হাজী ভাই বোনদের একনিষ্ঠ ভাবে খেদমত  করে গেছেন।

ইন্তেকাল ও দাফন

১৬ই মার্চ ১৯৮০ ইংরেজী, ২রা চৈত্র ১৩৮৬ বাংলা, ২৮শে রবিউস সানি ১৪০০ হিজরী, রোজ রবিবার, ভোর ০৪:৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন )। তার ১ম নামাজে জানাজা লালদীঘি ময়দানে,  বাদে আসর, রাহ্নুমায়ে শরীয়ত ও ত্বরীকত হযরতুল আল্লামা আলহাজ্ব হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ রহমাতুল্লাহি আলাইহি এর ইমামতিতে ও ২য় নামাজে জানাজা জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে জামেয়ার অধ্যক্ষ আলহাজ্ব জালালউদ্দীন আল কাদেরী এর ইমামতিতে অনুষ্ঠিত হয়। ২য় জানাজা শেষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

শেয়ার
  •  
  •  
  •  
  •