আলহাজ্ব ছুফি আবদুল গফুর (রঃ)

0

ফানা ফিস শায়ক আলহাজ্ব ছুফি আবদুল গফুর রহমতুল্লাহে আলাইহে বার্মার রেঙ্গুন শহরে মুর্শিদে বরহক কুতুব-উল-আউলিয়া আলহাজ্ব হাফেজ ক্বারী আল্লামা ছৈয়দ আহমদ শাহ ছিরিকোটি (রঃ) এর সংস্পর্শে আসেন এবং তথায় বাইআত গ্রহণ করেন। তিনি বার্মায় তৎকালীন বৃটিশ সরকারের অধীনে জেনারেল পোষ্ট অফিসে কর্মরত একজন সরকারী কর্মকর্তা ছিলেন। স্বীয় মুর্শিদের প্রতি একাগ্রচিত্ততা, কঠিন রিয়াজত এবং মুশহেদার মাধ্যমে তিনি পরহেজগারীর উচ্চতম মার্গে আরোহন করেছিলেন এবং বার্মায় অবস্থান কালেই স্বীয় মুর্শিদ কর্র্তৃক খেলাফতের শিরোবরণে ভূষিত হন।
১৯৪৩ সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বার্মায় জাপানী আক্রমণের তীব্রতা বৃদ্ধি পেলে জনাব আবদুল গফুর ছাহেব বার্মা হতে স্ব-পরিবারে চট্টগ্রামে ফিরে আসেন। ১৯৪৮ সনে শাহেন-শা-এ ছিরিকোটের দোয়া নিয়ে তৎকালীন বিওসি (বার্মা অয়েল কোম্পানীতে) চাকুরী গ্রহণ করেন। এ সময় হতেই তিনি চট্টগ্রামে স্বীয় মুরশিদের বরহক ছিলছিলাহ চালু করার কাজে নিজেকে সমর্পিত করেন।
১৯৫৪ সনে ষোলশহর শাহেন শাহ ছিরিকোট কর্তৃক জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার ভিত্তি স্থাপিত হলে ভবন নির্মাণকাজ সার্বক্ষণিক তদারকীর জন্যে একজন দক্ষ লোকের প্রয়োজন দেখা দেয়। এ নিয়ে আলাপ আলোচনা কালে মাহে ছিরিকোট (রঃ) একদিন কথা প্রসঙ্গে মত প্রকাশ করেন লোকটি ছুফি সাহেবের তো হলে ভাল হয়। এ বৈঠকে ছুফি আবদুল গফুর সাহেবও উপস্থিত ছিলেন। স্বীয় মুর্শিদের মনোভাব প্রকাশ পাওয়া মাত্রই এক মুহুর্ত চিন্তা না করেই তিনি একটি কাগজ নিয়ে বিওসি-এর মতো বিদেশী প্রতিষ্ঠানের প্রাচুর্যভরা লোভনীয় চাকুরী হতে ইস্তফা দিয়ে স্বীয় মুর্শিদকে বললেন “হুজুর চাকুরী হতে ইস্তফা দিয়ে দিয়েছি কাল হতে মাদ্রাসার কাজে আত্মনিয়োগ করবো। দোয়া করবেন।
সেদিন হতেই আমৃত্যু তিনি মাদ্রাসার খেদমত করে গেছেন। মরহুম ছুফি আবদুল গফুর ছাহেব (রঃ) ১৯০০ খৃষ্টাব্দে রাউজান থানার বাগোয়ানা ইউনিয়নের গচ্ছিগ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৬৮ সনের ২১শে ডিসেম্বর ৩০শে রমজান ইফতারের পূর্বক্ষণে ওফাত প্রাপ্ত হন। উল্লেখ্য যে তিনি ছিলেন ডাঃ হাসেম সাহেবের বাবা। ঈদ-উল-ফিতরের নামাজের পর রাহনুমায়ে শরীয়ত ও তরিকত গাউছে যামান হযরতুল আল্লামা আলহাজ্ব ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রঃ) এর ইমামতিতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাউজান থানার গচ্ছি গ্রামে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের এ মহান আধ্যাত্মিক সাধকের দরগাহ শরীফ অবস্থিত। আঞ্জুমান প্রয়াত সদস্য মরহুম আলহাজ্ব ডাঃ হাশেম উনার সুযোগ্য সন্তান ও প্রফেসর মরহুম আব্দুর রহিম চৌধুরী উনার জামাতা ছিলেন।

শেয়ার
  •  
  •  
  •  
  •