মরহুম আলহাজ্ব জালাল আহমদ ১৯৩৩ সনের ২৩শে অক্টোবর কোতোয়ালী থানার পাথরঘাটা নজু মিয়া লেইনস্থ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
আলহাজ্ব জালাল আহমদ একজন বিশিষ্ট সমাজ সেবক ও অনুপম ধর্মীয় চেতনার অধিকারী ছিলেন। তিনি পাথরঘাটা মহল্লা কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার সাথে জড়িত ছিলেন। তিন হযরতুল আল্লামা আলহাজ্ব হাফজ ক্বারী শাহসুফী সৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (রঃ)- এর সক্রিয় মুরীদ ছিলেন। তিনি আঞ্জুমানের নির্বহী কমিটির একজন কার্যকরী সদস্য ছিলেন। তাঁর আর্থিক সহায়তায় ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান গম্বুজ নির্মাণের যাবতীয় কাজ সম্পন্ন করেন। তাঁর আর্থিক সহায়তায় মধ্যম হালিশহরের মাইলের মাথায় মসজিদ-এ রহমানিয়া প্রতিষ্ঠিত হয়। তিনি জমিয়তুল ফালাহ মসজিদ ও কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির একজন আজীবন সদস্য ছিলেন।
আলহাজ্ব জালাল আহমদ ১৯৯০ সনের ১৮ই জানুয়ারী রোজ বৃহস্পতিবার সকাল ৭ টায় ইন্তেকাল করেন।