আলহাজ্ব ডাঃ টি. হোসেন (রঃ)

0

বন্দর নগরী চট্টগ্রামের তৎকালীন একজন লব্দ প্রতিষ্ঠিত স্বনামধন্য চিকিৎসক মরহুম ডাঃ টি. হোসেন ছিলেন তৎকালীন শহরের একজন অতি সু-পরিচিত সমাজ হিতৈষী ব্যক্তিত্ব। ৪০-এর দশকেই তিনি কুতুব-উল-আউলিয়া মুর্শিদে বরহক আল্লামা আলহাজ্ব ছৈয়দ আহমদ শাহ ছিরিকোটি রহমতুল্লাহে আলাইহের মোবারক হাতে বায়আত গ্রহণ করেন। এবং পুরস্কার স্বরূপ তিনি রাহনুমায়ে শরিয়ত ও তরিক্বত হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়্যদ আহমদ ছিরিকোটি (রঃ) এর দুর্লভ খেলাফত লাভে সক্ষম হন। সৌম দর্শন লোকহিতৈষী এ চিকিৎসক বিজ্ঞানী তরিক্বত, আঞ্জুমান ও ছিলছিলার কাজে ছিলেন আত্মনিবেদিত। প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়ার প্রতিষ্ঠালগ্ন হতেই তিনি এ দ্বীনি প্রতিষ্ঠানের খেদমতে ছিলেন আত্মোৎসর্গকৃত। মরহুম আলহাজ্ব ডাঃ টি. হোসেন ১৯০৮ সালে হাটহাজারী থানার ধলইগ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৬৮ সনের ২৯শে ডিসেম্বর তিনি ওফাত প্রাপ্ত হন।

শেয়ার
  •  
  •  
  •  
  •