শতাব্দীর শ্রেষ্টতম মুজাদ্দিদ রাহনুমায়ের শরীয়ত ও তরিকত মুর্শিদে বরহক কুতুব-উল-আউলিয়া আলহাজ্ব হাফেজ ক্বারী আল্লামা ছৈয়দ আহমদ শাহ ছিরিকোটি কদ্দ ছিবরুহুল আজিজ যখন এ দেশে রছুল করিম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নির্দেশিত পথ ও মত প্রচার প্রসারের জন্যে হক্কানী আলেম তৈরী করার মানসে একটি অনন্যধর্মী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার রূপরেখা প্রকাশ করেন তখন মুর্শিদে কামেলের সে রূপরেখা যথাযত ভাবে বাস্তবায়নের জন্য যে কম্বজন নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ষোলশহর নাজির পাড়া নিবাসী আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগর (মরহুম মাগফুর)।
আলহাজ্ব মরহুম মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগর ছিলেন তৎকালীন চট্টগ্রামের প্রধান বিপনী কেন্দ্র রেয়াজউদ্দিন বাজারের প্রসিদ্ধ নোবেল ক্লথ ষ্টোরের স্বত্বাধিকারী। কুতুব-উল-আউলিয়া আল্লামা ছৈয়দ আহমদ শাহ ছিরিকোটি (রঃ) চট্টগ্রাম আগমনের প্রাথমিক দিকেই তিনি এ যুগ শ্রেষ্ঠ মুর্শিদে বরহকের মোবারক হাতে বাইআত গ্রহণ করেন এবং ছিলছিলার খেদমতে আত্মনিয়োগ করেন।
১৯৫৩ ইংরেজী সনের শেষ ভাগে কুতুব-উল-আউলিয়া আল্লামা ছৈয়দ আহমদ শাহ কদ্দ ছিররুহুল আজিজ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন স্থান পরিদর্শনের সময় জনাব মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগর ছাহেব ও হুজুর কেবলার সাথে ছিলেন। কিন্তু কোন স্থানই হুজুর কিবলার পছন্দ হলোনা। একদিন হুজুর কিবলা (রঃ) বললেন-“মাদ্রাসা এমন একটি স্থানে হওয়া উচিত যা শহরও নয় আবার অজপাঁড়া গাঁ ও নয়। মাদ্রাসার সাথে একটি মসজিদ এবং পুকুর থাকলে ভালো হয়।
মুর্শিদে বরহকের মনোবাসনা জেনে জনাব নুরুল ইসলাম সওদাগর চিন্তা করলেন হুজুর কিবলার মনোমত একটি স্থান তার বাড়ীর পাশেই রয়েছে। তিনি তার প্রতিবেশী ধর্মানুরাগী নাজির পাড়া ঐতিহাসিক দায়েম নাজির মসজিদের মোতোয়াল্লী মরহুম হযরত উদ্দিন ছাবের (বর্তমান কমিশনার কামাল উদ্দিন সাহেবের পিতা)-এর সাথে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করলেন। জনাব হযরত উদ্দিন ছাবের নিজেও কুতুব-উল-আউলিয়া আল্লামা ছৈয়দ আহমদ ছিরিকোটি (রঃ)-এর মুরীদ ছিলেন। জনাব মরহুম হযরত উদ্দিন ছাবের সানন্দাচিত্তে মসজিদ এবং পুকুর সংলগ্ন এক খন্ড জমি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য হস্তন্তর করতে রাজী হলে জনাব নুরুল ইসলাম সওদাগর ছাহেব এ ব্যপারে হুজুর কিবলাকে অবহিত করেন। স্থানটি পরিদর্শন করে হুজুর কিবলার মনপুতঃ হল। এবং এখানেই ১৯৫৪ সনে দক্ষিণ পূর্ব এশিয়ার অনন্যধর্মী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার ভিত্তি স্থাপন করলেন কুতুব-উল-আউলিয়া আল্লামা ছৈয়দ আহমদ শাহ ছিরিকোটি (রঃ)।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার প্রতিষ্ঠা লগ্ন হতেই জনাব আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগর চাহেব এ দ্বিনী প্রতিষ্ঠান সমুহের উন্নয়ন কর্মকান্ডের সাথে আজীবন সম্পৃক্ত ছিলেন। তিনি হুজুর কিবরা (রঃ) মাদ্রাসা এবং আঞ্জুমানের খেদমত করার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত তার উত্তরষূরীদের জন্য রেখে গেছেন।
১৯৮২ সনের ২৩শে নভেস্বর ছোবেহ ছাদেকের অল্প আগে এ মহানুবব ব্যক্তিত্ব এ নশ্বর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। তাঁকে জামেয়া মসজিদ সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।