আলহাজ্ব শেখ আফতাবউদ্দিন (রঃ)

0

জন্ম ঃ ১৯ মার্চ, ১৯১৭ ইং, মৃত্যু ঃ ২১শে মার্চ, ১৯৬৮ইং, রাত ১.২৫ মি.
কুতুব-উল-আউলিয়া আল্লামা আলহাজ্ব সৈয়্যদ আহমদ শাহ ছিরিকোটি কদ্দ ছিররুহুল আজিজ এর মুরিদানদের মধ্যে আলহাজ্ব শেখ আফতাবউদ্দিন ছিলেন এক অনন্য বৈশিষ্টের অধিকারী ব্যক্তিত্ব। দীর্ঘ অবয়ব, সুদর্শন, আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী মরহুম শেখ আফতাবউদ্দিন ছিলেন চট্টগ্রামের তৎকালীন সুপ্রসিদ্ধ বিপণী কেন্দ্র রিয়াজউদ্দিন বাজারের একজন লব্দ প্রতিষ্ঠ ব্যবসায়ী।
৫০- এর দশকে তিনি মুর্শিদে বরহক কুতুব উল আউলিয়া হযরত আল্লামা আলহাজ্ব্ সৈয়্যদ আহমদ ছিরিকোটি কদ্দ চিররুহুল আজিজ এর সংস্পর্শে আসেন এবং তাঁর মোবারক হাতে বায়আত গ্রহন করেন। প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়ার প্রতিষ্ঠালগ্ন হতেই তিনি প্রতিষ্ঠানটির খেদমতে আত্মনিয়োগ কৃত ছিলেন। তিনি ১৯৬৩ সাল হতে আমরণ আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার সাধারণ সম্পাদকের দ্বায়িত্বও নিষ্ঠার সাথে পালন করেছিলেন।
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর কার্যকরী সদস্য আলহাজ্ব শেখ নাছির উদ্দীন আহম্মদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ ১৯নং ওয়ার্ড শাখার উপদেষ্টা এস.এম. ফারুকউদ্দীন, নিউমার্কেট গাউসিয়া কমিটি বাংলাদেশের সদস্য শেখ রফিউদ্দীন আহমদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ ওয়াজের আলী রোড শাখার উপদেষ্টা শেখ মহিউদ্দীন আহমদ ও শেখ দিদার উদ্দীন আহমদ উনার সুযোগ্য সন্তানগণ।
মরহুম শেখ আফতাবউদ্দিন ১৯০৭ খৃষ্টাব্দের ১৯শে মার্চ বোয়ালখালী থানার ছৈয়দপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৬৮ সনের ২১শে মার্চ, বুধবার দিবাগত রাত ১.২৫ মিনিটে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে ওফাত প্রাপ্ত হন।

শেয়ার
  •  
  •  
  •  
  •