মরহুম আল্হাজ্ব আকরাম আলী খাঁন সওদাগর (রঃ)

0

জন্ম ঃ ১লা ডিসেম্বর ১৯২৩ ইংরেজী, মৃত্যু ঃ ১লা মে ১৯৮৪ ইংরেজী মঙ্গলবার, সকাল ১০টা
সমাজে এমন কিছ খ্যাতিমান মানুষের জন্ম হয় যারা তাদের মেধা , যোগ্যতা, সততা, কর্তব্য নিষ্ঠা ও কল্যাণমূলক কাজে সমাজে নন্দিত হন, তেমনি এক নন্দিত পুরুষ মরহুম আল্হাজ্ব আকরাম আলী খাঁন। একজন অমর ব্যক্তিত্ব হিসাবে যিনি মৃত্যুর পরও তাঁর কর্মে বেচে আছেন মানুষের মাঝে। তিনি ১৯২৩ সালের ১লা ডিসেম্বর চট্টগ্রাম জেলার বাকলিয়া থানাধীন মিয়াখাঁন নগর এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন খাঁন বাহাদুর মিয়া খাঁন সওদাগরের বড় ভাই আল্হাজ্ব আব্দুল জব্বার খাঁন এর পঞ্চম সন্তান। তিনি অতি অল্প বয়সে সদরঘাট রোডে কাপড়ের জন্য বিখ্যাত ‘আল-মদিনা ষ্টোরস্’ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি ব্যবসায়িক জীবনের সূত্রপাত ঘটান। কালক্রমে তিনি দারুল ফজল মার্কেট ও খাতুনগঞ্জে আমীর মার্কেটে কাপড়ের ব্যবসা সম্প্রসারনের মাধ্যমে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ করেন।
মরহুম আল্হাজ্ব আকরাম আলী খাঁন ১৯৫২ সালে আওলাদে রাসুল, রাহ্নুমায়ে শরীয়ত ও ত্বরীকত, মুর্শিদে বরহক্ব, হযরতুল আল্লামা, হাফেজ ক্বারী আল্হাজ্ব সৈয়্যদ আহম্মদ শাহ সিরিকোটি (রাহমুতুল্লাহি আলাইহি) এর হাতে বাইয়াত গ্রহনের মাধ্যমে একনিষ্ট মুরিদ হিসাবে আত্মপ্রকাশ করেন। তিনি আন্জুমান-এ-রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সদস্য ও আন্জুমানের ওরস কমিটির প্রধান হিসাবে আমরণ খেদমত করে গেছেন। তিনি বেশ কয়েকবার হজব্রত পালন করেন এবং ভারত, পাকিস্তান,বার্মা, ইরাক, ইরান ভ্রমন করেন।
মরহুম আল্হাজ্ব আকরাম আলী খাঁন ১লা মে ১৯৮৪ ইংরেজী, মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাসভবনে এই নশ্বর পৃথিবী হতে চিরবিদায় গ্রহণ করেন। জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাঠে তার নামাজের জানাজা শেষে তাকে জামেয়া সংলগ্ন নিজস্ব পারিবারিক করবস্থানে দাফন করা হয়।

শেয়ার
  •  
  •  
  •  
  •