শোহাদায়ে কারবালা স্মরণে মাহফিলে বক্তারা অন্যায়-অসত্যের বিরুদ্ধে মাথা নত না করাই কারবালার শিক্ষা

0

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় গত ১ অক্টোবর বাদ মাগরিব হতে শোহাদায়ে কারবালা স্মরণে মাহফিল ও পবিত্র গেয়ারভী শরীফ চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্যে ট্রাস্ট’র সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন- প্রিয় নবীজির দৌহিত্র হযরত ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু ন্যায় ও সত্যের আদর্শকে সমুন্নত রাখতে আপসহীন ছিলেন। অন্যায়, অসত্য, অনৈতিকতা ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে মাথা নত না করাই কারবালার মূল শিক্ষা। আজকের দিনটি কারবালার হৃদয়বিদারক ও মর্মান্তিক দিন হিসেবে বিশ্বের মানুষের মনে বেশী করে নাড়া দিচ্ছে। বিশ্ব পরিস্থিতির বর্তমান প্রেক্ষাপটে কারবালার চেতনা ও শিক্ষায় আমাদের উজ্জীবিত হতে হবে। কারবালার ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে অন্যায় অসত্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে সুন্নী মতাদর্শ ভিত্তিক সমাজ গঠন করা আজ সময়ের দাবী।
বক্তারা বলেন ইয়াজিদের প্রেতাত্মারা এখনো সক্রিয়। তারা মুসলমানদের ঐক্যে ফাটল সৃষ্টি করে আত্মঘাতী সংঘাতে ঠেলে দেওয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছে। আজ দুরাচার ইয়াজিদের শিষ্যদের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে হযরত ইমাম হোসাইন (রাদি.) এর আদর্শে উজ্জীবিত হয়ে আহলে সুনèাত ওয়াল জামাতের মতাদর্শ ধারণ করে বিশ্বের মুসলমানদেরকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
মাহফিলে তকরির করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকিহ্ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমানসহ অন্যান্য ওলামায়ে কেরাম। জামেয়ার মুর্দারিস মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আলকাদেরী’র সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন-আনজুমান ট্রাস্ট’র জয়েন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ¦ মোহাম্মদ সিরাজুল হক, এ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ¦ এস.এম.গিয়াস উদ্দিন শাকের, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ¦ পেয়ার মোহাম্মদ,আনজুমান টাষ্ট’র সদস্য আলহাজ¦ মুহাম্মদ নূরুল আমিন, আলহাজ¦ মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, আলহাজ্ব মুহাম্মদ আবদুল হামিদ, আলহাজ¦ নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র যুগ্ম সচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল হক খাঁন, চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সম্পাদক আলহাজ¦ মুহাম্মদ মাহবুবুল আলম,সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ সাদেক হোসেন পাপ্পুসহ কর্মকর্তাবৃন্দ।

শেয়ার
  •  
  •  
  •  
  •