আহমদ মহিউদ্দিন
শহর শ্রী, ডাক: মির্জাপুর চা বাগান
মৌলভীবাজার।
উত্তর: নামাযের কাতারে মুসল্লীদের দাঁড়ানোর ক্ষেত্রে শরীয়তের বিধান হল, মুসল্লীগণ পরস্পর পাশাপাশি দাঁড়াবে। যাতে দু’জনের মাঝে কোন খালি জায়গা না থাকে এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। সুতরাং কোন মাজুর ব্যক্তি নামাযের কাতারে মোড়া বা চেয়ারে বসে নামাযের জামাতে শরীক হতে চাইলে অন্য মুসল্লীর পাশাপাশি নামাযের কাতার সোজা রেখে নামায আদায় করবে। তবে মাজুর ও অসুস্থ ব্যক্তির জন্য কাতারের এক পার্শ্বে অবস্থান করে জমাত আদায় করা উত্তম ও শ্রেয়। যাতে জামাতের কাতারের সৌন্দর্য বহাল থাকে, তবে কোন অসুস্থ ও মাজুর ব্যক্তি যদি চেয়ারে মোড়ায় বসে কাতারের মাঝখানে কাতার সোজা রেখে জমাত আদায় করে, নামায আদায় হয়ে যাবে।