? মুহাম্মদ সোহেল রানা
চট্টগ্রাম সেনানিবাস উচ্চ বিদ্যালয়
চট্টগ্রাম।
´ প্রশ্ন: সুন্নী ও ওহাবীর মধ্যে যে পার্থক্য কী/ জানালে ধণ্য হব।
্উত্তর: সুন্নী ও ওহাবীর মধ্যে পার্থক্য বিদ্যমান তা মূলতঃ ঈমান ও আক্বিদা সম্পর্কিত। আকিদা ও ঈমান হল দ্বীন ইসলামের মূলভিত্তি। সঠিক আকিদা ছাড়া একজন ব্যক্তি সত্যিকার অর্থে মুমিন হতে পারে না। আর সত্যিকার অর্থে মুমিন না হলে তার নামায রোজা, যাকাত, তথা সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, তাই আকিদা শুদ্ধ হওয়া অপরিহার্য। সুন্নী আকিদাই হল মূলত ইসলামী আকিদা। আর ওহাবী আকিদা হল ইসলামী আকিদা থেকে বিচ্যুত একটি ভ্রান্ত আকিদা। ওহাবী ও সুন্নীদের মধ্যে আকিদাগত অনেক বিষয়ে তফাৎ রয়েছে নিম্নে তন্মধ্যে কিছু আলোচিত হল- যেমন ওহাবীদের ভ্রান্ত আকিদা সমূহের মধ্যে-
১. আল্লাহ্ তায়ালা মিথ্যা বলতে পারে।
[বারাহীনে কাতেয়া কৃত. ওহাবী মওলভী খলিল আহমদ আম্বটবী]
২. আল্লাহ্ তায়ালা থেকে চুরি শরাবখুরী তথা সব খারাপ কাজ সংঘঠিত হওয়া সম্ভব।
[আযযুহদুল মুকিল কৃত. ওহাবী মওলভী মাহমুদুল হাসান দেওবন্দী]
৩. আল্লাহ্ বান্দাদের মত কাল ও স্থানের মুখাপেক্ষী।
[ইদাহুল হক, কৃত. ওহাবী মওলভী ইসমসাইল দেহলভী]
৪. ইমামূল আম্বিয়া হুজুর নবী করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম এর ইলম বা জ্ঞান ইবলিস শয়তান ও মলকুল মওতের জ্ঞানের চেয়ে কম।
[বারাহীনে কাতেয়া, কৃত. ওহাবী মওলভী খলীল আহমদ আম্বটবী]
৫. নবী করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লামার অদৃশ্য জ্ঞান পাগল ও চতুস্পদ জন্তদের জ্ঞানের ন্যায়
[হেফজুল ঈমান, কৃত. ওহাবীদের বড় মওলভী আশরাফ আলী থানবী]
৬. খাতেমুন নবীয়ীন মানে শেষ নবী নয় বরং আসলী নবী ও আফজল নবী সুতরাং নবী করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লামের পরেও অন্য কোন নবী এসে গেলে খাতেমিয়্যাতের কোন পার্থক্য সৃষ্টি হবে না।
[তাহজীরুন্ নাস, কৃত. ওহাবীদের বড় মওলভী কাসেম নানাতুবী]
৭. নামাযে নবীয়ে পাক হুজুর করিম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম-এর স্মরণ ও খেয়াল আসা গরু গাঁধার খেয়ালের চেয়ে নিকৃষ্ট।
[ছিরাতে মুস্তাকিম, কৃত. ইসমাইল দেহলভী]
৮. নবী ও অলী সবার কবরগুলো ভেঙ্গে ফেলা ওয়াজিব।
[ফতহুল মজিদ, কৃত. নবাব সিদ্দিক হাসান খান ভুপালী]
৯. নবীগণ মিথ্যা বলা ও গুনাহ্ হতে নিষ্পাপ ও পবিত্র নন। [তসফিয়াতুল আকায়েদ, কৃত. কাসেম নানুতবী]
১০. নবীজির রওজা পাকের পাশে দোয়া ও মুনাজাত করা বেদআত। [নাহজুল মকবুল কৃত. নবাব সিদ্দিক হাসান ভুপালী]
আরো অনেক মারাত্মক আকিদা ও কটুক্তি তাদের রচিত কিতাব সমূহে লিপিবদ্ধ আছে তন্মধ্যে উল্লিখিত আকিদাগুলো ওহাবীদের ভ্রান্ত আকিদা যা একজন মুসলমানের আকিদা হতে পারে না এ ধরনের ভ্রান্ত আকিদা পোষণ করলে ঈমান নষ্ট হয়ে যায়। ওহাবী আকিদা ভ্রান্ত আকিদা হওয়ার কারণে সুন্নীদের সাথে তাদের অনৈক্য, দুনিয়াবী কোন বিষয়ে মতপার্থক্য নয়।
[জা-আল হক, কৃত. মুফতি আহমদ ইয়ারখান নঈমী (রহ.),
দেওবন্দী মাজহাব, কৃত. আল্লামা গোলাম মেহের আলী ও
ওহাবী মাজহাব কি হাক্বীক্বত, কৃত. আল্লামা যিয়াউল্লাহ্ কাদেরী]