? হাফেজ মুহাম্মদ ইমদাদুল হক
হোয়ানক, মহেশখালী
কক্সবাজার।
´প্রশ্ন: কোরআন ও হাদিস দ্বারা বুঝা যায় যে আল্লাহ যখন তার হাবীবকে সৃষ্টি করার ইচ্ছা করল তখন তিনি এক মুষ্টি নূরকে আদেশ করার পর তা নূরে মুহাম্মাদী হয়ে গেল এবং তা সিজদায় পতিত হলেন অন্য হাদিস দ্বারা জানা যায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তায়ালা আলায়হি ওয়াসাল্লাম মাতৃগর্ভ থেকে জন্ম গ্রহণ করেছেন। এমতাবস্থায় তিনি মাতৃগর্ভে জন্ম নিয়েছেন না কি আল্লাহর আদেশক্রমে নূর থেকে হয়েছেন জানালে ধন্য হব?
্উত্তর: আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তায়ালা আলায়হি ওয়াসাল্লাম আল্লাহর জাতী নূর থেকে সৃষ্ট, এটা সত্য, যা কুরআন করিমের আয়াত, নবী করিম সাল্লাল্লাহু তায়ালা আলায়হি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরামের বাণী দ্বারা প্রমাণিত। অনুরূপভাবে তিনি বশরিয়্যাত তথা মানবের আকৃতিতে মানব বংশে মা আমেনা খাতুনের পবিত্র গর্ভ হয়ে সোমবার সুবহে সাদিকের সময় মাহে রবিউল আউয়ালে দুনিয়ায় শুভাগমন করেছেন- তাও সত্য। ফলে আঁ হযরত সাল্লাল্লাহু তায়ালা আলায়হি ওয়াসাল্লাম আল্লাহর নূর থেকে সৃষ্ট হয়ে আল্লাহ তায়ালার হুকুম ও ইচ্ছায় মা আমেনা খাতুনের গর্ভে মানবীয় আকৃতি ধারণ করে এ ধরা বুকে তাশরীফ আনয়ন করেছেন। যেহেতু এ পৃথিবীতে তাঁর শুভাগমন মানব বংশে নির্ধারিত-তাই মহান আল্লাহর বিধান মোতাবেক তাঁর ওই নূর মোবারক মানবীয় আকৃতি ধারণ করতঃ দুনিয়াতে এসেছিলেন, সুতরাং তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারী, অতুলনীয় ও অসাধারণ নূরানী-মানব এবং আল্লাহর শ্রেষ্ঠতম নূরানী রাসূল আক্বা ও মওলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ্, যাঁর উপর লাখো দরুদ ও লাখো সালাম, এটাই সকল সাহাবা-ই কেরাম, তাবেয়ীন, তবে তাবেয়ীন, বুজুর্গানে দ্বীন ও হক্কানী-আউলিয়ায়ে কেরামের ফায়সালা।
[আল মাওয়াহেবুল লাদুনিয়া কৃত. শেখ আহমদ কছতালানী রহ. আননেমাতুল কোব্রা কৃত. ইমাম ইবনে হাজর হায়তামী মক্কী রহ. ও খাচায়েছুল কোবরা কৃত. ইমাম জালঅর উদ্দিন সূয়ূতী রহ.]