শোক সংবাদ :
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সহকারী অধ্যাপক (বাংলা)
আলহাজ্ব মুহাম্মদ আবুল কাশেম এর ইন্তেকাল…..
এশিয়াবিখ্যাত সুন্নী দীনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সহকারী অধ্যাপক (বাংলা) আলহাজ্ব মুহাম্মদ আবুল কাশেম চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ (৯ নভেম্বর ২০১৭) বৃহষ্পতিবার বিকাল ৪.৩০ মিনিটে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৯৯৯ সাল হতে অদ্যাবধি অত্যন্ত সুনাম ও খ্যাতির সাথে মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ বিকাশে নিষ্ঠার সাথে খিদমত আঞ্জাম দিয়ে আসছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য ছাত্র এবং গুণগ্রাহী রেখে যান। তাঁর ইন্তিকাল সংবাদে জামেয়াসহ চট্টগ্রামে শোকের ছায়া নেমে আসে।
আজ বৃহষ্পতিবার রাত ৯টায় জামেয়া ময়দানে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয়। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় মরহুমের গ্রামের বাড়ী চট্টগ্রাম পটিয়ার নয়াহাট এয়াকুবদ-ি হাই স্কুল ময়দানে ২য় নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর ইন্তিকালে মাদ্রাসা শিক্ষাঙ্গনে যে অপূরনীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণীয় নয়। তিনি আওলাদে রাসূল হুযূর ক্বিবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা.যি.আ) এর মুরীদ ছিলেন।
তাঁর ইন্তিকালে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ শামসুদ্দিন, জামেয়া গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলাম, জামেয়ার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমানসহ জামেয়ার সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আলহাজ্ব মাওলানা সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান
অধ্যক্ষ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা
ষোলশহর, চট্টগ্রাম।
০১৭১৪-৪১০২৫১