মুহাম্মদ হাবিবুর রহমান (সজল)
সাড়ের কোণা, চুনারুঘাট, হবিগঞ্জ।
প্রশ্ন: ১. কানযুল ঈমান ২য় খণ্ডের ৩৪ পৃষ্ঠায় সূচিপত্রে রয়েছে নবীগণকে মানুষ বলা কাফিরের পন্থা। আমরা জানি নবীগণকে মানুষ মানতে হবে তবে আমাদের মত সাধারণ মানুষ নয়। সূচিতে এভাবে লিখলে হত যে, নবীগণকে সাধারণ মানুষ/ আমাদের মত মানুষ বলা কাফিরের পন্থা। বিস্তারিত জানালে উপকৃত হব।
উত্তর: সমস্ত সৃষ্টির মধ্যে মানব জাতিকে রাব্বুল আলামীন সর্বোত্তম আকৃতি দান করেছেন। আর মানব জাতির হেদায়াতের জন্য মানব বংশে ও মানবাকৃতিতে বহু নবী-রাসূল আলায়হিমুস্ সালামকে যুগে যুগে মহান রাব্বুল আলামীন পৃথিবীর বিভিন্ন দেশে/গোত্রে/সম্প্রদায়ে প্রেরণ করেছেন। মহান প্রতিপালক সৃষ্টিকর্তা নবীগণকে যদি ও মানবাকৃতি দান করে মানব বংশে প্রেরণ করেছেন বস্তুত নবীগণ হলেন আল্লাহর পক্ষ হতে প্রেরিত আল্লাহর প্রিয় বন্ধু ও প্রতিনিধি। সম্মানিত নবীগণ যখন হেদায়াতের বাণী নিয়ে মানব সম্প্রদায়ের নিকট প্রেরিত হতেন তখন নবীগণকে কাফির ও মুশরিক সম্প্রদায় হেয় প্রতিপন্ন করতে নিজেদের সাথে তুলনা করত। যেমন ক্বোরআনুল করীমে রাব্বুল আলামীন এরশাদ করেন-
ذالك بانه كانت تاتيهم رسلهم بالبينت فقالوا ابشرو يهدوننا فكفروا وتولّوا—– الخ
অর্থাৎ এটা এ জন্য যে, তাদের নিকট তাদের জন্য প্রেরিত রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসতেন, তখন তারা বলেছে ‘‘মানুষই কি আমাদেরকে হেদায়াত বা পথ প্রদর্শন করবে? সুতরাং তারা কাফির হয়েছে এবং হেদায়াত গ্রহণ করা হতে ফিরে গেছে।
[সূরা আত্তাগাবুন: আয়াত- ৬, পারা- ২২]
এ আয়াতে কারীমা থেকে এই কথা সুস্পষ্ট যে, সমকক্ষতা দাবী করার জন্য আল্লাহ তা’আলার প্রেরিত মহান নবীগণকে ‘বশর’ বা সাধারণ মানুষ বলা ক্বোরআনের ভাষায় বেঈমানী ও কুফর। সাধারণ মানুষের সাথে তুলনা করে নবীগণকে মানুষ বা বশর ডাকা কাফিরদেরই প্রথা যা সম্পূর্ণ হারাম ও কুফরী। আর রাব্বুল আলামীনের নির্দেশ হচ্ছে বান্দাগণ যেন তাঁর প্রেরিত নবী ও রাসূলগণকে নিজেদের মত একে অপরকে সাধারণত যেভাবে আহ্বান করে সেভাবে যেন আহ্বান না করে। আল্লাহ্ তা’আলা এরশাদ করেছেন-لَا تَجْعَلُوْا دَعَاءَ الرسولِ بَيْنَكُمْ كَدْعَاء بَعْضِكُمْ بَعْضًا الاية-
অর্থাৎ হুযূরে আনোয়ার রাসূলে আকরম সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম-এর স্মরণ ও আহ্বানকে তোমাদের পরস্পরের আহ্বানোর মত করো না যেমন তোমরা একে অপরকে সাধারণভাবে ডেকে থাকো। [সূরা আন্নূর: আয়াত-৩৬]
আলোচ্য আলোচনা হতে প্রতীয়মান যে আল্লাহর প্রিয় রাসূল ও সাধারণভাবে নবীগণকে মানুষ বলা সাধারণ মানুষের মত মনে করা কাফিরের তরিকা। যেহেতু উম্মতের কারো সাথে সম্মানিত নবীগণের তুলনা হতে পারে না। কানযুল ঈমানের শিরোনামে এদিকেই ইঙ্গিত করা হয়েছে।