রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের সৃষ্টি?

0

প্রশ্ন: রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের সৃষ্টি না কি স্বামী-স্ত্রীর দ্বারা যেভাবে বীর্য হতে সৃষ্টি হয় সেভাবে সৃষ্টি? এ ব্যাপারে কোরআন-হাদীস দ্বারা প্রমাণ করলে উপকৃত হবো। 

উত্তরঃ রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি। আঠার হাজার মাখলূকাত সৃষ্টির আগেই মহান আল্লাহ্ তাঁর হাবীব ও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর মোবারক সৃষ্টি করেছেন এবং নূর মোবারক থেকেই সবকিছু সৃষ্টি করা হয়েছে। এ প্রসঙ্গে হযরত জাবের রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীস শরীফ প্রণিধানযোগ্য। তিনি নবীজির দরবারে আরজ করলেন- ইয়া রসূলাল্লাহ্, আমাদের দয়া করে বলুন, আল্লাহ্ কোন জিনিসটি সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন? উত্তরে তিনি ইরশাদ করলেন-

اِنَّ اللّٰہَ خَلَقَ قَبْلَ الْاَشْیَآء نُوْر نَبِیکَ

আল্লাহ্ তায়ালা সর্বপ্রথম তোমার নবীর নূরকেই সৃষ্টি করেছেন। যখন চন্দ্র, সূর্য, আসমান, যমীন, র্আশ, কুরসী, বেহেশ্ত, দোযখ কিছুই ছিল না।”

-[আল্ আনওয়ারুল মুহাম্মাদিয়া মিনাল মাওয়াহিবিল লাদুনিয়া]

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে-

قَدْ جَآءَ کُمْ مِنَ اللّٰہِ نُوْرٌ وَّکِتَابٌ مُّبِیْن

অর্থাৎ-“আল্লাহর পক্ষ হতে তোমাদের নিকট এসেছে

মহান নূর এবং স্পষ্ট কিতাব”[সুরা মায়েদা]

এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাঈনসহ অধিকাংশ তাফসীর শাস্ত্রে ‘নূর’ বলতে নবীয়ে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’কে বুঝানো হয়েছে। এছাড়া কোরআন হাদীসের অসংখ্য দলিল ও প্রমাণ রয়েছে যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাকীকত নূরের সৃষ্টি।

জাহেরীভাবে মাতা-পিতার মাধ্যমে ধরাবুকে প্রিয় রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমন হওয়া নূর হওয়ার অন্তরায় নয়। বরং এটা আল্লাহর কুদরতের কৌশল ও সুন্নাত। এটা দ্বারা আদম জাতির মর্যাদা অধিকতর বৃদ্ধি করা হয়েছে। তার অর্থ এই নয় যে, তিনি আমাদের মত সাধারণ মানব। এই জাতীয় বিভ্রান্তিকর ধারণার বিন্দুমাত্র অবকাশ নাই। কারণ, তা প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে চরম কটুক্তি ও বেআদবী; যা স্পষ্ট কুফুরীর নামান্তর। বরং তিনি অতুলনীয় ও অসাধারণ নূরানী মানব এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় রসূল। এটাই প্রকৃত ঈমানদারের আকীদা ও বিশ্বাস। আল্লাহ্ সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান-মান, মর্যাদা বুঝার তাওফীক দান করুন; আমীন।

[তাফসীরে কাবীর, রূহুল মাআ’নী ও আল্ খাছায়েছুল কুবরা,  কৃত: ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমাতুল্লাহি আলাইহি ইত্যাদি]

শেয়ার
  •  
  •  
  •  
  •