আদম আলাইহিস্‌ সালামকে সাজদা করার নির্দেশ দিয়েছিলেন কেন?

0

মুজাহিদ আহমদ, ৭৬, জামালখান লেইন, চট্টগ্রাম-

প্রশ্নঃ আল্লাহ্‌ পাক হযরত আদম আলাইহিস্‌ সালামকে সাজদা করার জন্য ফেরেশতাদের নির্দেশ দিয়েছিলেন কেন? কোরআন-হাদীসের আলোকে জানতে চাই।

উত্তরঃ পবিত্র কোরআনে এরশাদ হয়েছে- واذا قلنا للملائكة اسجدوا الادم فسجدوا الا ابليس অর্থাৎ- স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলাম, তোমরা আদমকে সাজদা কর, তখন ইবলিস ব্যতীত সবাই সাজদা করেছিলেন। -]সূরা বাক্বারা]

উক্ত নির্দেশের মূল উদ্দেশ্য ছিল আল্লাহর আনুগত্য এবং নবীগণের প্রতি সম্মান প্রদর্শন পরীক্ষা করা। আর সেই পরীক্ষায় সবাই উত্তীর্ণ হলেও শয়তান ধরা পড়ে যায়।

[তাফসীরে রূহুল বায়ান ও তাফসীরে কাবীর, সূরা বাক্বারা।]

[সূত্র. যুগ জিজ্ঞাসা, পৃ. ৮]

শেয়ার
  •  
  •  
  •  
  •