بِسْمِ اللّٰہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اَللّٰہُمَّ اِنِّیْٓ اَسْئلُکَ بِصَدْرِ بِسْمِ اللّٰہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ O
وَبِحِرْزِ بِسْمِ اللّٰہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ O
وَبِخَضْرِبِسْمِ اللّٰہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ O
وَبِسَتْرِ بِسْمِ اللّٰہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ O (
اَلْحَمْدُ لِلّٰہِ رَبِّ الْعٰلَمِیْنَ Oالرَّحْمٰنِ الرَّحِیْمِ O
مٰلِکِ یَوْمِ الدِّیْنِ O
اِیَّاکَ نَعْبُدُ وَاِیَّاکَ نَسْتَعِیْنُ O
اِہْدِنَاالصِّرَاطَ الْمُسْتَقِیْمَ O
صِرَاطَ الَّذِیْنَ اَنْعَمْتَ عَلَیْہِمْ۵لا
غَیْرِ الْمَغْضُوْبِ عَلَیْہِمْ وَلاَ الضَّآلِّیْنَ Oاٰمِیْنَ
আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময়
হে আল্লাহ! আমি তোমার মহান দরবারে প্রার্থনা করছি-বিস্মিল্লাহির রাহমানির রাহীম’ দ্বারা সূচনার ওসীলায়, বিসমিল্লাহির রাহমানির রাহীম’-এর আশ্রয়ের ওসীলায় বিসমিল্লাহির’-এর সজীবতার ওসীলায় বিসমিল্লাহির রাহমানির রাহীম’-এর পর্দা ও অন্তরালের ওসীলায়।
সমস্ত প্রশংসা আল্লাহর নিমিত্ত, যিনি প্রতিপালক সমস্ত জাহানের, পরম করুণাময় দয়ালু, মালিক প্রতিদান দিবসের। আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সোজা পথে পরিচালিত করো! তাদেরই পথে, যাদের উপর তুমি অনুগ্রহ করেছো। ওইসব লোকের পথে নয়, যাদের উপর (তোমার নিকট থেকে) ক্রোধ আপতিত এবং সরল পথ থেকে বিচ্যুতদের পথেও নয়।
[মজমুআ-এ সালাওয়াতে রসুল, ৪র্থ পারা]