প্রশ্নঃ আমাদের আলিমগণ বলে থাকেন- ওহাবীদের সাথে সুন্নী আক্বীদার লোকের কোন আত্মীয়তা করা ঠিক নয় এবং তাদের পেছনে আদায়কৃত নামায শুদ্ধ হবে না। আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহাবীদেরকে ভালবাসেন্ না। আশা করি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা তুলে ধরবেন।
উত্তর: কেবল ওহাবী ফেরকা নয় বরং বাতিল যত মতবাদী রয়েছে তাদেরকে হাদীসের পরিভাষায় আহ্লে বিদ’আত বলা হয় অর্থাৎ বিদ’আত ফিল আক্বায়েদ তথা আক্বীদাগত ভ্রান্ত। সুতরাং এদের সাথে সকল ঈমানদার মুসলমানদের কোন সম্পর্ক থাকতে পারে না। এ ব্যাপারে পবিত্র হাদীস শরীফে নিষেধাজ্ঞা এসেছে।
যেমন- সহীহ মুসলিম শরীফে আহ্লে বিদ’আত হতে দূরে থাকার হাদীস বর্ণিত রয়েছে। হযরত আবূ হুরায়রা রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন- اياكم واياهم لايضلونكم ولايفتنونكم অর্থাৎ- তোমরা তাদের থেকে দূরে থেকো আর তারাও যেন তোমাদের থেকে দূরে থাকে; যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে এবং তোমাদেরকে ফিতনায় জড়াতে না পারে।
আবূ দাঊদ শরীফে হযরত আবদুল্লাহ্ ইবনে উমর রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদীস শরীফে আরো একটু বাড়িয়ে বলা হয়েছে । নবীজী এরশাদ করেন- وان مرضوا فلا تعودهم وان ماتوا فلا تشهدوهم অর্থাৎ তারা রোগাক্রান্ত হলে তাদের দেখতে যেয়োনা আর তারা মৃত্যু বরণ করলে জানাযায় উপস্থিত হয়ো না।
হযরত আনাস রদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত অপর এক হাদীস শরীফে বর্ণিত রয়েছে- রসূলে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন-لا تجالسوهم ولاتشاربوهم ولاتواكلوهم ولاتنكحوهم
অর্থাৎ ‘‘তোমরা তাদেরকে বসতে দিও না, তাদেরকে কিছু পান করতে দিও না, তাদেরকে আপ্যায়ন করিও না এবং তাদের সাথে বৈবাহিক সম্পর্কও স্থাপন করবে না।’’ ইবনে হিব্বান রদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় রয়েছে- لاتصلوا معهم অর্থাৎ তাদের সাথে নামায পড়িও না’। আর গুনিয়াতুত তালেবীন কিতাবে রয়েছে- لا يسلم عليهم অর্থাৎ- ‘‘তাদেরকে সালাম দেয়া যাবে না।’’
এভাবে অসংখ্য বর্ণনা রয়েছে, যাতে বাতিল মতবাদীদের সাথে সম্পর্ক রাখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু তাদের ভ্রান্ত আক্বীদা, আল্লাহ্ এবং আল্লাহর নবী-রসূলগণের শানে তাদের কটূক্তি ও বেআদবীসমূহ কুফর পর্যন্ত পৌঁছে গেছে। সুতরাং, কোন প্রকৃত ঈমানদার জেনে শুনে তাদেরকে কোন ভাবেই সমর্থন করতে বা তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না।
[এ ব্যাপারে গুনিয়াতুত তালেবীন, কৃত: পীরানে পীর গাউসুল আজম শায়খ সৈয়্যদ আবদুল কাদের জিলানী রদ্বিয়াল্লাহু আন্হু, তাফসীরাতে আহমদিয়া, কৃত: শায়খ মোল্লা জিওয়ান রহমাতুল্লাহি আলাইহি এবং বাগে খলীল, ১ম খন্ড দেখার অনুরোধ রইল।]