মহিলাদের তাবলিগের ছিল্লায় যাওয়া ও পোষাক পরিধান

0

শাহিনূর আখতার, চান্দগাঁও, চট্টগ্রাম

প্রশ্ন: অনেক সময় আমাদের বাসায় এবং দেশের বাড়িতে তবলীগ জামাতের মহিলারা এসে আমাদেরকে ২/৪ দিনের ছিল্লায় যেতে বলে এবং সালোয়ার কামিজ পড়ে নামায না পড়লে নামায নাকি হবে না বলে জানায়। মহিলাদের মাঝে অনেকেই আছে বয়স্ক এবং মোটা, এই অবস্থায় সালোয়ার কামিজ পড়ার জন্য শরীয়তের বিধান কি? জানালে উপকৃত হবো।

উত্তর: ইসলামের সঠিক রূপরেখা আহ্‌লে সুন্নাত ওয়াল জামাত। আর ওহাবী মতবাদ হলো আহ্‌লে সুন্নাত এর পরিপন্থী বাতিল ফিরকা। সুতরাং পুরুষ হোক বা নারী হোক কারো জন্য এই মতবাদে বিশ্বাসী হয়ে প্রচলিত ইলিয়াছী ও ওহাবী-তবলীগে অংশ গ্রহণ করা, ছিল্লা দেয়া ইত্যাদি শরীয়ত সম্মত নয়। কারণ, এদের আক্বীদা বিশুদ্ধ নয়।

উল্লেখ্য যে, মহিলাদের জন্য সেলোয়ার কামিজ, শাড়ি, পেটিকোট ইত্যাদি পরিধানের অনুমতি রয়েছে। তবে এমন পোশাক পরিধান করবে, যা দ্বারা সতর সম্পূর্ণ ঢেকে যায় এবং শরীর উন্মুক্ত না হয় এবং শরীরের আকৃতি-অবয়ব অস্পষ্ট থাকে।

-(মিশকাত ও মিরকাত, লেবাস অধ্যায়)

শেয়ার
  •  
  •  
  •  
  •