দরুদ শরীফ : যাঁকে আল্লাহ্ পরিধান করিয়েছেন মর্যাদার পোশাক

0

اَللّٰہُمَّ صَلِّ عَلٰی سَیِّدِنَا مُحَمَّدِ نِالَّذِیْ کَسَاہُ اللّٰہُ حُلَّۃَ التَّفْضِیْلِ

اَللّٰہُمَّ صَلِّ عَلٰی سَیِّدِنَا مُحَمَّدٍ خَیْرِ مَنْ حَصَل لَہٗ جَزِیْلُ الثَّوَابِ مِنْ رَّبِ الْاَرْبَابِ

উচ্চারণ: আল্লা-হুম্মা সল্লি ’আলা- সায়্যিদিনা- মুহাম্মাদিন্ খায়রি মান্ হাসালা লাহূ জাযী-লুস্ সাওয়া-বি মির রব্বিল আরবা-ব।

উচ্চারণ: আল্লা-হুম্মা সল্লি ’আলা- সায়্যিদিনা- মুহাম্মাদিনি ল্লাযী- কাসা-হু ল্লা-হু হুল্লাতাত্ তাফ্দ্বী-ল।

অর্থ : হে আল্লাহ! দুরূদ প্রেরণ করো আমাদের আক্বা হযরত মুহাম্মদ মোস্তফার উপর, যাঁকে আল্লাহ্ পরিধান করিয়েছেন মর্যাদার পোশাক।

অর্থ : হে আল্লাহ! দুরূদ প্রেরণ করো আমাদের আক্বা হযরত মুহাম্মদ মোস্তফার উপর, যিনি সর্বোত্তম ওইসব সম্মানিত লোকদের থেকে,  যাঁরা লাভ করেছেন মহা প্রতিদান সর্বোত্তম প্রতিপালকের নিকট থেকে।

[মজমুআ-এ সালাওয়াতে রসুল, ৪র্থ পারা, পৃ. ৩, কৃত. গাউসে জামান খাজা আবদুর রহমান চৌহরভী (রহ.)]

শেয়ার
  •  
  •  
  •  
  •