মুহাম্মদ ফয়েজ ইসলাম, ওমান, ইউ.এ.ই.
প্রশ্নঃ হাশরের ময়দানে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। তবে যে উম্মতরা জঘণ্য অপরাধ করেছে, শির্ক-কুফরী এবং নবী-অলীর শানে বেআদবী করছে এরাও কি নবীজির সুপারিশ পাবে?
উত্তর: পবিত্র হাদীস শরীফে নবীয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন- شَفاعَتِىْ لَاَهْلِ الْكَبَائِرِ مِنْ اُمَّتِىْ (رواه ابو داود)
আমার উম্মতের মধ্যে কবিরাগুনাহ্কারীদের জন্য আমার শাফায়াত রয়েছে। অর্থাৎ হাশরের ময়দানে নবীজি গুনাহ্গার উম্মতের জন্য শাফায়াত করবেন। কিন্তু যারা কুফরী করে, শির্ক করলে তারাতো মুসলমানই না। বরং ঈমানের গন্ডি থেকে তারা বেরিয়ে গেছে। মনে রাখতে হবে, নবীর উম্মতের মধ্যে যারা ঈমানদার তাদের জন্যই নবীজি সুপারিশ করবেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আকীদা। মুশরিক, কাফির, মুনাফিক ও নবী-অলীগণের শানে কটূক্তিকারীদের জন্য হাশরের ময়দানে আল্লাহর দয়া ও নবীজির সুপারিশ হবে না।
[নিবরাছ, কৃত: আল্লামা মুহাম্মদ আবদুল আজিজ ফরহারভী রহমাতুল্লাহি আলাইহি; শাফা’আতে মুস্তফা, কৃত: ইমাম আহমদ রেযা রহমাতুল্লাহি আলাইহি; সহীহ বুখারী, শাফা’আতের হাদীস ইত্যাদি।] [সূত্র. যুগ-জিজ্ঞাসা, পৃ. ১৬]