মাজারে মোমবাতি জালানো কি

0

প্রশ্নঃ মাযারে মোমবাতি দিয়ে, দিনের বেলায় তা কবরে জ্বালিয়ে রাখা এবং আগরবাতি জ্বালিয়ে দেয়া কোরআন-হাদীসে আছে কিনা। কোন হিন্দু যদি কবরে সিজদা করে কি করতে হবে? মাযারে টাকা দেয়া কোরআন-হাদীসে আছে কি? কেউ যদি মাযারে টাকা দেয় কি কাজে ব্যবহার করবে। দয়া করে জানাবেন।

উত্তরঃ দিনের বেলায় বা রাতে বিদ্যুতের বাল্বের আলোতে কোন মাযার বা কবরে বাতি জ্বালানো অধিকাংশ ফক্বীহগনের মতে সম্পদ অপচয়ের নামান্তর। পবিত্র কোরআনে মহান আল্লাহ্‌ অপচয়কারীকে শয়তানের ভাই বলে আখ্যায়িত করেছেন। তবে কোন কবর বা মাযার পথের দ্বারে হয়, পথ চলাচল বা কবরে কোরআন তিলাওয়াত বা যিয়ারত করার জন্য আলোর দরকার হয় তখন কবরে বা মাযারে বাতি জ্বালানো জায়েয এবং সাওয়াব জনক। সুগন্ধি লাভের জন্য আগরবাতি জালানো অসুবিধা নাই। কোন মুসলমানের জন্য কবর বা মাযারের সম্মানার্থে সিজদা দেয়া অধিকাংশ ফক্বীহগণের মতে নাজায়েয ও হারাম। কোন হিন্দুর উপর আমাদের শরীয়তের কোন হুকুম যেহেতু বর্তায় না সেহেতু তার সিজদা দেয়াতে আমাদের কিছু আসে-যায় না। তবে তার দেখা-দেখিতে শরীয়ত সম্পর্কে অজ্ঞ কোন মুসলমান সিজদা দেয়া কোন বিচিত্রও নয়। তাই হিন্দুকেও এ ব্যাপারে সতর্ক করা উচিত।

[সূত্র. যুগ-জিজ্ঞাসা, পৃ. ২২-২৩]

শেয়ার
  •  
  •  
  •  
  •