ওরস ও নারীদের উপস্থিতি
প্রশ্ন- হুযূর! বুযুর্গানে দ্বীনের কোন কোন ওরসে যেসব অবৈধ কাজ হচ্ছে, সেগুলোর কারণে কি ওই সব হযরতের কষ্ট হয়?
উত্তরঃ-নিঃসন্দেহে ওইসব হযরতের কষ্ট হয় এবং এর কারণে ওইসব হযরত এদিকে মনোনিবেশও কম করেন। অন্যথায় ইতোপূর্বে যে পরিমাণ ফয়য পাওয়া যেতো, ততটুকু বর্তমানে কোথায়? [সূত্র. আল-মালফূয: ৩য় খন্ডঃ পৃ. ৪৬]
ইমাম ক্বাযীকে জিজ্ঞাসা করা হলো-নারীদের জন্য কবরস্থানে যাওয়া জায়েয হবে কিনা? তিনি বললেন, ‘‘এমন জায়গায় বৈধ কিংবা অবৈধের কথা জিজ্ঞাসা করার অবকাশই নেই, বরং জিজ্ঞাসা করো- এতে নারীদের উপর কতোটুকু লা’নত আপতিত হয়।
১. যখন নারীরা ঘর থেকে কবরগুলোর দিকে চলতে আরম্ভ করে তখন থেকে তারা আল্লাহ্ ও ফিরিশতাদের লা’নতের মধ্যে থাকে।
২. যখন তারা ঘর থেকে বাইরে যায় তখন সব দিক থেকে শয়তান তাদেরকে ঘিরে ফেলে।
৩. যখন কবর পর্যন্ত পৌঁছৈ, তখন মৃতের রূহ তাদেরকে লা’নত করে।
৪. যখন ফিরে আসে তখনো তারা আল্লাহর লা’নতে থাকে।
[সূ্ত্র. ফাতাওয়া-ই রেযভিয়্যাহ: ৪র্থ খন্ড, পৃ. ১৭৩, মুবারকপুর থেকে মুদ্রিত।
(ইরশাদা-ই আ’লা হযরত পৃ. ৩২,)