নতুন প্রকাশনা… চল্লিশ হাদিস (মূল: শায়খ ইমাম মুহিউদ্দীন আবূ যাকারিয়া ইয়াহ্ইয়া ইবনে শরফ আন্ নাওয়াভী আদ্ দামেস্কী (রহমাতুল্লাহি তা‘আলা আলায়হি) কর্তৃক সংকলিত প্রসিদ্ধ কিতাব ‘আল-আরবা‘ঈন’)

0

চল্লিশ হাদীস
আল-আরবা‘ঈন বা চল্লিশ হাদীস
[মাতনুল আরবা‘ঈন আন্-নাওয়াভিয়াহ ফিল
আহাদীসিস্ সহীহাতিন্ নবভিয়্যাহ্]

মূল: শায়খ ইমাম মুহিউদ্দীন আবূ যাকারিয়া ইয়াহ্ইয়া
ইবনে শরফ আন্ নাওয়াভী আদ্ দামেস্কী
(রহমাতুল্লাহি তা‘আলা আলায়হি) কর্তৃক
সংকলিত প্রসিদ্ধ কিতাব ‘আল-আরবা‘ঈন’

বঙ্গানুবাদ
অধ্যাপক মাওলানা
সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন আল-আযহারী

সম্পাদনা
মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান
মহাপরিচালক, আনজুমান রিসার্চ সেন্টার

হাদিয়া: ৫০ /- (পঞ্চাশ) টাকা

 

আল্লাহ পাক রাব্বুল আলামীনের মহান দরবারে অগণিত শোকর ও তাঁর প্রিয় হাবীব হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূরানী রওযা আক্বদাসে সালাত ও সালাম, যে মহান আল্লাহ তাঁর প্রিয় হাবীবের ওসীলায় ইমাম আন-নাওয়াভী রাহমাতুল্লাহি আলাইহির ‘মাতনুল আরবা‘ঈন আন্ নওয়াভিয়্যাহ্ ফিল আহাদীসিস সহীহাতিন নবভিয়্যাহ’ (ইমাম-নাওয়াভীর সংকলিত চল্লিশ হাদীস) বাংলায় অনুবাদ করার তৌফিক দান করেছেন।
হাদীস শরীফ মানব জাতির অমূল্য সম্পদ। বিশেষতঃ মুসলিম উম্মাহর জন্য আলোকবর্তিকা, তাদের ইহকাল ও পরকালের নাজাত বা মুক্তির ওসীলাহ্। বিশ্বনবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুপম জীবনাদর্শ জানতে হলে এবং জীবনের সকল স্তরে তা বাস্তবায়ন করতে হলে হাদীস শরীফের অধ্যয়ন অপরিহার্য। কেননা, মহান আল্লাহ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের মাঝেই আমাদের জন্য উন্নততম ও সুন্দরতম আদর্শ রেখেছেন। এ আদর্শকে জানতে হলে হাদীসগ্রন্থ পড়তে হবে ও বুঝতে হবে।
হাদীসের জ্ঞানভান্ডার বিশাল। বছরের পর বছর অধ্যয়ন করেও এ বিরাট ও বিশাল ভান্ডার থেকে নিজের প্রয়োজনীয় জ্ঞান চয়ন করা কষ্টসাধ্য; কিন্তু আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম অক্লান্ত পরিশ্রম করে পরবর্তী উম্মতের জন্য বিষয়ভিত্তিক হাদীসসমূহ বিন্যস্থ করে উম্মতের জন্য বিরাট উপকারের ব্যবস্থা করেছেন। মহান আল্লাহ তাঁদেরকে উত্তম জাযা দান করুন।
আ-মী-ন।

শেয়ার
  •  
  •  
  •  
  •