দা’ওয়াতে খায়র ইজতিমা সফল করতে রাউজান দক্ষিণ গাউসিয়া কমিটির মতবিনিময় সভা

0
দা’ওয়াতে খায়র ইজতিমা সফল করতে রাউজান দক্ষিণ গাউসিয়া কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আগামী ৮ ফেব্রুয়ারী হাটহাজারী ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে দা’ওয়াতে খায়র ইজতিমা সফল করার লক্ষ্যে গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার সাথে রাউজান উপজেলা দক্ষিণের এক মতবিনিময় সভা নোয়াপাড়াস্থ গাউসিয়া কমিটি রাউজান দক্ষিণের কার্যালয়ে সংগঠনের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবদুস শুক্কুর।
প্রধান বক্তা ছিলেন দা’ওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল খালেক।রাউজান দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন রাউজান দক্ষিণ গাউসিয়া কমিটির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক সৈয়্যদ মুহাম্মদ জামাল উদ্দীন,সহ সভাপতি মাওলানা সৈয়্যদ মুহাম্মদ শওকত হুসাইন রযভী,যুগ্মু সাধারন সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দীন,মুহাম্মদ আজিজুল হক,মুহাম্মদ জাহেদুল হক,মুহাম্মদ শফিউল আজম কোম্পানি,মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দীন,মাওলানা মুহাম্মদ ফজল আকবর,মুহাম্মদ আলি,মুহাম্মদ তসলিম উদ্দীন,মাওলানা মুহাম্মদ সালাউদ্দীন,হাফেজ মুহাম্মদ আজিজ উদ্দীন,মাওলানা আবদুর রহিম,মুহাম্মদ নওশাদ হুসাইন,মুহাম্মদ নাসিম উদ্দীন,মুহাম্মদ জাহেদুল ইসলাম,মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন,মুহাম্মদ শাহাদাত হুসাইন সেলিম,মাওলানা শিহাব উদ্দীন,হাফেজ মুহাম্মদ হাসান ইমাম,আবুল খায়ের প্রমুখ।
উপজেলা গাউসিয়া কমিটি আওতাধীন ইউনিয়ন- ইউনিট কমিটি থেকে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি ও ব্যাপক প্রচারণা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বক্তারা বলেন বর্তমান ফিতনা-ফ্যাসাদের যুগে ইসলামী আদর্শে শান্তিময় সমাজ গঠন করতে ইসলামী তালিমের এই যুগোপযোগী দা’ওয়াতে খায়র ইজতিমার বিকল্প নেই।এতে মানুষকে জীবনের প্রত্যেক ক্ষেত্রে ইসলামী আদর্শ অনুরসরণের উপর বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হবে।সর্বস্তরের মুসলিম মিল্লাতকে আগামী ৮ ফেব্রয়ারী এই মহতি ইজতিমায় সবান্ধবে যোগ দেওয়ার উদাত্ত আহবান জানানো হয়।
শেয়ার
  •  
  •  
  •  
  •