কালুরঘাটস্থ দরসে নেযামী মাদরাসায় নবীণবরণ ও সবক প্রদান সম্পন্ন

0

কালুরঘাটস্থ দরসে নেযামী মাদরাসায় নবীণবরণ, ১ম ও ২য় বর্ষের সবক প্রদান অনুষ্টিত >

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পরিচালিত প্রথম সতন্ত্র দরসে নেযামী শিক্ষা প্রতিষ্ঠান কালুরঘাটস্থ মাদরাসা-এ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়ায় ৫ বছর মেয়াদী দরসে নিযামী কোর্সের ১বছর পূর্তি এবং ২য় বর্ষের নবীণবরণ, ১ম ও ২য় বর্ষের সবক প্রদান অনুষ্ঠান আলহাজ্ব মুহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে মাদরাসা মিলনায়তনে গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সবক প্রদান করেছেন- জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রধান মুহাদ্দিস,শায়খুল হাদিস,হযরতুল্লামা আলহাজ্ব হাফেজ সোলাইমান আনসারী( মা. জি.  আ.) এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রধান মুফতি হযরতুল্লামা আলহাজ্ব কাজী মুহাম্মদ। আব্দুল ওয়াজেদ  মা.জি.আ।

বক্তরা- আউলিয়া কেরামের জবান নিসৃত পবিত্র ভবিষৎ বানী শত বছর পর ও বাস্তবায়ন হবেই হবে, তার নিকট প্রমান এ দরসে নেযামী শিক্ষাব্যবস্থা চালু। ঘুনেধরা শিক্ষাব্যবস্থায় প্রকৃত আলেমেদ্বীন হতে এই প্রতিষ্ঠান ছাত্রবান্ধব হয়ে অগ্রনী ভূমিকা রাখবে। উদ্বোধক ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক দরসে নেযামীর একাডেমিক পরিচালক আলহাজ্ব আল্লামা এম.এ মান্নান (মা. জি. আ)।

অতিথি ছিলেন-পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আজিজুল হক,সেক্রেটারি আলহাজ্ব শামসুদ্দীন খান,কাজী শামসুননুর সাহেব,কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আলী আকবর,করিমউল্লাহ সাহেব প্রমুখ। সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মাওলানা মুহাম্মদ বোরহান উদদীন, মাওলানা হাফেজ মুহাম্মদ ফোরকান রাব্বানি সাহেব,মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দীন কাদেরী, মাওলানা মুহাম্মদ সাদ্দাম হোসাইন কাদেরী,মাওলানা মুরশেদ কাদেরী, হাফেজ শহিদুল, হেফজ বিভাগের মাওলানা হাফেজ মুহাম্মদ ইদ্রিস ও হাফেজ আরিফুল হক সাহেব প্রমুখ।

শিক্ষকমন্ডী বলেন, আমরা আশা রাখছি সকলের সার্বিক সহযোগিতায় ও আনজুমান ট্রাস্টের যথার্থ পরামর্শে দরসে নেযামীর কার্যক্রম এবং সময়োপযোগী পদক্ষেপে এই প্রতিষ্ঠানের সুনাম একদিন দেশ ব্যাপী ছড়িয়ে পড়বে। মাদরাসা পরিচালনা পর্ষদ উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করায় সকলের প্রতি আন্তরিক মোবারক বাদ জ্ঞাপন করছেন । সবক অনুষ্টান মিলাদ-কিয়াম, সালাত ও সালাম পাঠ এবং মুনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হয়।

শেয়ার
  •  
  •  
  •  
  •