গাউসিয়া তৈয়্যবীয়া মাদ্রাসার রবিউল আউয়ালের স্বাগত র‌্যালি

0

পাহাড়তলীতে গাউসিয়া তৈয়্যবীয়া মাদ্রাসার
রবিউল আউয়ালের স্বাগত র‌্যালি অনুষ্ঠিত

পাহাড়তলী গাউসিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনায় মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পবিত্র জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী উপলক্ষে পাহাড়তলীর গুরুত্বপূর্ণ সড়কে মাদ্রাসার সুপারিন্ডেন্ট হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল হালিমের নেতৃতে কাজী রবিউল হোসেন রানার পরিচালনায় স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম। এতে বিশেষ অতিথি ছিলেন শেখ মুহাম্মদ ফোরকান কাদেরী। এতে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ ওসমান ফারুকী, মুহাম্মদ ফৌজুল আজিম, মাস্টার আলী হোসেন লিটন, মুহাম্মদ কমর উদ্দিন, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আমানী, মুহাম্মদ তানভীর হোসেন, ইয়াসমিন আকতার, আয়শা আকতার, সাদ্দাম হোসেন প্রমুখ। পরিশেষে মিলাদ, দোয়া ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণে মুনাজাত করা হয়।

শেয়ার
  •  
  •  
  •  
  •