সেইভ করে নামায আদায় বা ইমামতি করতে পারবে কিনা?

0

প্রশ্ন করেছেন- মুহাম্মদ আরিফুল ইসলাম-
সরফভাটা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

প্রশ্ন: কোন ব্যক্তি চুল কেটে, সেইভ করে নামায আদায় বা ইমামতি করতে পারবে কি? এটা শরীয়ত সম্মত কিনা বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর: চুল কাটা বা সেইভ করার পর গোসল করা বা করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই বরং ইসলামী শিষ্ঠাচারের অংশ মাত্র। এ ছাড়া চুল কাটার পর মাথা ধুয়ে ফেললেই চলে। সুতরাং চুল কেটে গোসল না করলে কোন অসুবিধা নেই। তবে উত্তম হলো তিনি যেহেতু ইমাম/খতিব, সকলের নামাযের ইমামতি করবেন তাই গোসল করে নিবেন। তাছাড়া আমাদের দেশের বেশির ভাগ নাপিত বিধর্মী ও অমুসলিম- তাদের হাত মুসলমানদের শরীরে বিশেষত: মাথা স্পর্শ হওয়ায় গোসল করে নেয়াটা ভাল।

শেয়ার
  •  
  •  
  •  
  •