বিধবা মহিলা স্বামীর রেখে যাওয়া টাকা কিভাবে ব্যবসায় ব্যবহার করবে?

0

প্রশ্ন করেছেন মুহাম্মদ আবদুল্লাহ্-
আরব আমিরাত।

প্রশ্ন: কোন মহিলার স্বামী মারা গেছে এবং মহিলার কোন ছেলে সন্তান নেই। তিনটি মেয়ে আছে। ঐ মহিলার স্বামী- স্ত্রী ও মেয়ের জন্য কিছু টাকা রেখে গেছেন। ঐ টাকাগুলো ব্যবসা বা অন্য কোন খাতে বিনিয়োগ করার কেউ নেই। ঐ মহিলা এক ব্যক্তিকে স্বামীর রেখে যাওয়া টাকা থেকে কিছু টাকা দিলেন ব্যবসা করার জন্য এবং বললেন ‘তুমি আমাকে উক্ত টাকা থেকে শতকরা ৫/১০ টাকা করে লাভ দিও। ইসলামী শরীয়তের আলোকে এ লাভের টাকাগুলো উক্ত নিয়মে সুদ হিসেবে গণ্য হবে কিনা? জানালে উপকৃত হব।

উত্তর: বর্ণনাকৃত নিয়মে সুদ হবে বিধায় তা বৈধ পন্থা হবে না। তবে আপন ও বিশ্বস্ত ব্যক্তিকে এ রকম বলতে পারে- আমার টাকা ব্যবসা-বাণিজ্য করে যত লাভ হবে লভ্যাংশ থেকে প্রত্যেক মাসে আমাকে এতো টাকা করে দিবে। বাকি লাভ-লোকসান বৎসরের শেষে হিসাব করে আমার পাওয়া আমাকে দিয়ে দিবে, পাওনা থাকলে আমার হিসাব থেকে নিয়ে নিবে। তখন তা সূদ হবে না এবং হালাল হবে। এটাই ইসলামী শরীয়তের ফায়সালা।
[ফতোয়ায়ে রজভিয়া শরীফ- কৃত: ইমাম আ’লা হযরত আহমদ রেযা খাঁন রাহমাতুল্লাহি আলায়হি এবং ওকারুল ফতোয়া কৃত: মুফতি ওয়াকারুদ্দীন বেরলভী রাহমাতুল্লাহি আলায়হি]

শেয়ার
  •  
  •  
  •  
  •