প্রশ্ন করেছেন-মুহাম্মদ আলী নেওয়াজ,
হাটহাজারী, চট্টগ্রাম।
প্রশ্ন: কিয়ামতের কোন কোন আলামত প্রকাশমান? বড় বড় আলামত সম্পর্কে ক্বোরআন ও হাদিসের আলোকে জানিয়ে ধন্য করবেন।
উত্তর: পুনরত্থান ও কিয়ামতের ওপর বিশ্বাস ঈমানের অঙ্গ। নির্ধারিত সময়েই মহান আল্লাহর হুকুমে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের আলামত সমূহ সত্য, হাদিসে পাকে বিস্তারিত ভাবে এসব বর্ণনা রয়েছে। প্রিয়নবী রাসূলে পাক সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম হাদিস শরীফে কিয়ামতের বহু আলামত বর্ণনা করেছেন। তন্মধ্যে কিছু রয়েছে কিয়ামতের ছোট আলামত আর কতগুলো বড় আলামত। কিয়ামতের বড় বড় আলামত সম্পর্কে হাদিস পাকে ইলমে গায়বের সংবাদদাতা রাহমাতুল্লিল আলামীন সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- প্রখ্যাত সাহাবী হযরত হুযাইফা ইবনু আসীদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম (বিদায় হজের দিন) আরাফাতের ময়দানে অবস্থান করছিলেন। আমরা তাঁর থেকে নিচু স্থানে অবস্থান করছিলাম। তিনি আমাদের দিকে দৃষ্টিপাত করে বলেন, তোমরা কি বিষয়ে আলোচনা করছো? আমরা বললাম, কিয়ামত সম্বন্ধে আলোচনা করছি। তখন আল্লাহ্ প্রদত্ত ক্ষমতায় গায়েবের সংংবাদদাতা রাসূলে পাক সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
اِنَّ السَاعَةَ لا تَكُوْنُ حتّى تَكُوْنَ عَشَرَ اَيَاتٍ خَسْفٌ بالمشرق وخسفٌ بالمغرب وخَسْفٌ فى جَزِيْرَةٍ الْعَرَبِ والدُّخَانِ والدّجَّالُ وَدابّةُ الْاَرْضِ ويَاجُوج ومَاجُوْجُ وطُلُوْعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا ونَارٌ تَخْرُجُ مِنْ قَعْرَةٍ عَدْنٍ تَرْحَلُ النَّاسَ وتزول عيسى ابنِ مَرْيم— الخ
অর্থাৎ- দশটি আয়াত বা নিদর্শন না ঘটা পর্যন্ত কিয়ামত হবে না, ১. পূর্ব দিকে ভূমি ধ্বস বা প্রাকৃতিক বিপর্যয়, ২. পশ্চিম দিকে ভূমি ধ্বস বা প্রাকৃতিক বিপর্যয়, ৩. আরব উপদ্বীপে ভূমি ধ্বস বা প্রাকৃতিক বিপর্যয়, ৪. ধু¤্র বের হয়ে অন্ধকার হওয়া, ৫. দাজ্জালের আবির্ভাব, ৬. ভূমি হতে প্রকান্ড প্রাণি বের হওয়া, ৭. ইয়াজুজ-মাজুজ এর আবির্ভাব, ৮. পশ্চিম দিক থেকে সূর্যোদয়, ৯. এডেনের ভূগর্ভ থেকে অগ্নিকুন্ড নির্গত হয়ে মানুষকে তাড়িয়ে দেওয়া এবং ১০. হযরত ঈসা ইবনে মরিয়ম আলায়হিস্ সালাম-এর অবতরণ। এ সকল আলামত সম্পর্কে বিস্তারিত বিবরণ বিভিন্ন গ্রন্থে বর্ণনা করা হয়েছে। পবিত্র ক্বোরআনুল করীমে কিয়ামতের আলামত প্রসঙ্গে মহান আল্লাহ্ তা‘আলা ইরশাদ করেন-
حَتَّى إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُم مِّن كُلِّ حَدَبٍ يَنسِلُونَ
অর্থাৎ- এ পর্যন্ত যে, যখন উন্মুক্ত করা হবে ইয়া জুজ ও মা’জুজকে এবং তারা প্রত্যেক উচ্চ ভূমি থেকে ছুটে আসবে। [সূরা আম্বিয়া: আয়াত ৯৬]
এ ছাড়া পবিত্র ক্বোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে করিমায় মহান আল্লাহ্ তা‘আলা কিয়ামতের বিভিন্ন নিদর্শনের বিবরণ প্রদান করেছেন। অবশ্য কিয়ামতের ছোট ছোট নিদর্শন অনেক কিছু সংগঠিত হয়ে গেছে। [তাফসীরে কবির কৃত: ইমাম ফখরুদ্দীন রাযী ও তাফসীরে রুহুল বয়ান কৃত: আল্লামা ইসমাঈল হক্কী হানাফী রাহ. ইত্যাদি]