আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহঃ)’র সালানা ওরস মোবারক সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি

0

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহঃ)’র
সালানা ওরস মোবারক সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি।

আমরা ভগèহৃদয়ে অত্যান্ত দুঃখের সাথে ঘোষণা দিচ্ছি যে, আনজুমান কেবিনেট সভায় সর্বসম্মতিক্রমে রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, হাদীয়ে দ্বীন ও মিল্লাত, আল্লামা সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি(রহঃ)’র ৬১তম সালানা ওরস মোবারক চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ই জিলক্বদ ১৪৪১ হিজরি, ০৩ জুলাই ২০২০ ইং, শুক্রবার, পূর্বের মত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিপদজনক করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সরকারের কঠোর নির্দেশনার প্রেক্ষিতে এবারে সালানা ওরস মোবারক অনুষ্ঠান স্থগিত করা হলো। এই অনিচ্ছাকৃত সিদ্ধান্তের জন্য আনজুমান ট্রাস্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা শাহেন শাহ্ সিরিকোটের সকল পীর ভাই-বোনেরা এটিকে সহজভাবে গ্রহণ করবেন।

এছাড়াও, করোনা ভাইরাস জনিত কারণে মৃত ব্যক্তির দাফন-কাফনের বিষয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র নিমèবর্ণিত ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ রইল। যথাক্রমে- আলহাজ¦ পেয়ার মোহাম্মদ(কমিশনার) ঃ ০১৮১৯-৩১৭৬২৮, আলহাজ¦ মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার ঃ ০১৭১৫-৮৪৭৩৭৪, ০১৮১৯-৬৩০২৪৫, এডভোকেট আলহাজ¦ মুহাম্মদ মোছাহেব উদ্দিন বখতেয়ার ঃ ০১৮১৯-৩৩৪৬০৮, আলহাজ¦ মুহাম্মদ সাদেক হোসেন পাপ্পু ঃ ০১৭১৪-৪৬৫০৭৬, মাস্টার মুহাম্মদ হাবিবুল্লাহ ঃ ০১৮১৯-৬২৩২৯৯, এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঃ ০১৮১৯-১৭৫১৭২ ও মুহাম্মদ মাহ্ফুজুর রহমান – ০১৮১৯-৮০২৫২৪।

 সালামান্তে,
   আলহাজ্ব মোহাম্মদ মহসিন 
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট

 আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন

 সেক্রেটারী জেনারেল

আন্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রাম, বাংলাদেশ।

শেয়ার
  •  
  •  
  •  
  •