কৃতজ্ঞতা প্রকাশ

0

 বিসমিল্লাহির রাহমানির রাহীম
কৃতজ্ঞতা প্রকাশ

দেশের শীর্ষস্থানীয় আলেমেদ্বীন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদীস, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ’র চেয়ারম্যান, শেরে মিল্লাত, মুফতি এ আযম আল্লামা ওবাইদুল হক নঈমী (রহঃ)’র ইন্তেকালে (০৬ জুলাই ২০২০) শোকবার্তা ও সমবেদনা জানিয়ে আমাদের প্রতি সহানুভূতি প্রকাশ করায় গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি, মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের এমপি, মাননীয় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি,মাননীয় ভূমিমšত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি, মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, রেল মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন’র মেয়র আ.জ.ম. নাসির উদ্দিন, সাবেক মেয়র মনজুরুল আলম মন্জুসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলা পুলিশ প্রশাসন, সরকারি-বেসরকারী বিভিন্ন সংস্থা, সংগঠন, ওআইসি, আনজুমানে মুত্তাবিয়ানী, গাউসে মাইজভান্ডারী, শাহ এমদাদিয়া, আমেরিকান মুসলিম সেন্টার, ওকাড়বী এাডেমী আল-আলিম’র চেয়ারম্যান আল্লামা ড. কাউকাব নূরানী (মঃজিঃআঃ), দরবারে আলা হযরত বেরেলী (রহঃ) শরীফ থেকে আল্লামা রাহাত খাঁন কাদেরী, পাকিস্তানের সাবেক ধর্মপ্রতিমন্ত্রী আল্লামা সৈয়্যদ হামিদ সাঈদ শাহ্ কাজেমী(মঃজিঃআঃ), তুরস্ক থেকে হাকিকত কিতাবেভী বাংংলাদেশ’র কান্ট্রি ডাইরেক্টর ইঞ্জিনিয়ার হাসান সজল,গাউসিয়া কমিটি করাচী, পাকিস্তান, বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন, তরিকতের শায়খ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া, সাংবাদিকবৃন্দ, আনজুমান ট্রাস্ট’র সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্র হতে ইউনিট পর্যন্ত সর্বসÍরের কর্মকর্তা-সদস্যবৃন্দ, পীরভাই-কর্মীবৃন্দ, আনজুমান সিকিউরিটি ফোর্স, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাসহ সারাদেশে আনজুমান ট্রাস্ট পরিচালনাধীন মাদ্রাসা, মসজিদ ও খানকাহ্ শরীফের পরিচালনা পর্ষদ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, সুন্নী জনতাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
আল্লাহ রাব্বুল আলামীন, তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরাতে মাশায়েখ কেরাম’র দরবারে মরহুমের জান্নাতবাসী কামনা করছি। আমীন।
সালামান্তে ও কৃতজ্ঞতা স্বীকারে

আলহাজ্ব মোহাম্মদ মহসিন
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট
৩২১, দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।

শেয়ার
  •  
  •  
  •  
  •