আজ আওলাদে রসূল, আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)’র
২৮তম সালানা ওরস মোবারক
আজ ৬ই আগস্ট বৃহস্পতিবার উপ-মহাদেশের প্রখ্যাত সাধক হাদীয়ে দ্বীন ও মিল্লাত হযরতুলহাজ আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)’র ২৮তম ওফাত দিবস উপলক্ষে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সালানা ওরস মোবারক মাহফিল-২০২০ ষোলশহরস্থ আলমগীর খানকা শরীফে যথাযোগ্য মর্যাদা সহকারে অনুষ্ঠিত হবে। মাহফিলে উপস্থিত থাকবেন- আনজুমান ট্রাস্টের কেবিনেট নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, শিক্ষানুরাগী ও সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ। এতে স্বাস্থ্যবিধি মেনেই তকরীর করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার দেশ বরেণ্য বিশিষ্ট ওলামায়ে কেরাম। হুযূর কেবলার জীবনী আলোচনা, সালাত ও সালাম, আখেরী মুনাজাত এবং বাদ এশা তার্বারুক বিতরণ।
আনজুমান ট্রাস্ট‘র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মুহাম্মদ মহসিন ও সেক্রেটারী জেনারেল আলহাজ মুহাম্মদ আনোয়ার হোসেন উক্ত সালানা ওরস মোবারক মাহফিলে আল্লাহ-রাসুল ও হযরাতে মশায়েখ কেরামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।