করোনায় গাউসিয়া কমিটির কার্যক্রম অব্যাহত

0
করোনায় গাউসিয়া কমিটির কার্যক্রম অব্যাহত

সহস্রাধিক লাশ দাফন

মহামারীর শুরু থেকে করোনায় মৃত সহস্রাধিক ব্যক্তির লাশ দাফন ও সৎকার করেছে গাউসিয়া কমিটি। অব্যাহত রেখেছে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসও। স্থানীয়রা জানান, ফোন পাওয়া মাত্রই রোগীর কাছে ছুটে যান গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবকরা। লাশ পরিবহন, রোগী হাসপাতালে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন সহায়তামূলক কাজ করে চলেছেন তারা।

সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রচার প্রকাশনা সম্পাদক আহসান হাবিব চৌধুরী বলেন, ১০ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ৭৬৭ জনের লাশ দাফন ও সৎকার করেছে সংগঠনটি। সারা দেশের হিসেবে তা ১ হাজার ৪ জন।
তিনি আরো বলেন, করোনাকালে গাউসিয়া কমিটি ৪টি অ্যাম্বুলেন্স ব্যবহার করছে। সঙ্গে রেখেছে দেড় শতাধিক অক্সিজেন সিলিন্ডার। কার্যক্রম চালানো হচ্ছে অনলাইনেও। কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক অনলাইনে চিকিৎসা সেবা দিচ্ছেন। গাউসিয়া জেলা কমিটির সক্রিয় সদস্য স্বেচ্ছাসেবক আহমদ সৈয়দ জানান, করোনাকালে শুধু রাউজানেই ২৭ জন নারী-পুরুষের লাশ দাফন করা হয়েছে।
শেয়ার
  •  
  •  
  •  
  •