সুন্নীয়তের অবদানে স্মরণীয় হয়ে আছেন নূর মুহাম্মদ আলকাদেরী

0

সুন্নীয়তের অবদানে স্মরণীয় হয়ে আছেন নূর মুহাম্মদ আলকাদেরী

স্মারক আলোচনায় বক্তারা-

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূর মুহাম্মদ আল-কাদেরীর ৪২তম ওফাত বার্ষিকী স্মারক আলোচনায় বক্তারা বলেন, নূর মুহাম্মদ আল কাদেরী ইসলামের মূলধারা সুন্নিয়ত ও সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার প্রচার-প্রসারে অসামান্য অবদান রেখে চিরস্মরণীয় হয়ে গেছেন। গত বৃহস্পতিবার কোরবানিগঞ্জ বলুয়ারদীঘি পাড়স্থ খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় স্মারক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মুহাম্মদের সভাপতিত্বে আলোচনায় প্রধান আলোচক ছিলেন, অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী। বক্তব্য দেন, আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন। নূর মুহাম্মদ আল কাদেরী (রহ.) স্মৃতি সংসদের সভাপতি অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ারের স্বাগত বক্তব্য ও সাধারণ সম্পাদক এরশাদ খতিবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক ছিলেন-আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক এম এ মান্নান, আহলে সুন্নাত ওয়াল জমা’আতের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মঈনুদ্দীন আশরাফী, হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী, জসিম উদ্দিন আল আজহারী, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রেজভি, অধ্যক্ষ আবুল তালেব বেলাল, অধ্যাপক মাওলানা আব্দুল নুর, অধ্যাপক মাওলানা মোরশেদুল হক, মাওলানা আবুল কালাম বয়ানী, উপাধ্যক্ষ ড. মুহাম্মদ লিয়াকত আলী, মাওলানা হাফেজ আনিসুজ্জামান প্রমুখ। মরহুমের ৪২তম ওফাত বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
শেয়ার
  •  
  •  
  •  
  •