আমিত্ব ও অহংকার ত্যাগ করার তাগিদ –
চন্দনাইশে মাহফিলে সুলতানে কারবালায় আলহাজ্ব মোহাম্মদ মহসিন >
মাহফিলে সুলতানে কারবালা (রা.), শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল নঈমী (রহ.) স্মরণ সভা ও অভিষেক অনুষ্ঠান গাউসিয়া কমিটি জোয়ারা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মিশকাতুল ইসলাম মুজাহেদীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ জোয়ারা ইউনিয়ন শাখার উদ্যোগ গত ৩ অক্টোবর মাসুমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সু্ন্িনয়া ট্রাস্টের সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মাদ মহসিন। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মাদ। মূখ্য আলোচক ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। উদ্বোধন ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন সবুর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবু আহমেদ চৌধুরী (জুনু), চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, গাউসিয়া চান্দগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ, বিশেষ আলোচক ছিলেন অধ্যক্ষ মাওলানা মুুুুহাম্মদ বদিউল আলম রেজভী, ষোলশহর জামেয়া আহমদিয়া সুু্ন্িনয়া মহিলা মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মাওলানা মুুহাম্মদ সাইফুল আলম, গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুুল গফুর খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গাউসিয়া কমিটি মদিনা মনোয়ারা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলার সহ-সভাপতি খোরশেদ আলম রেজভী, ইদ্রিচ চৌধুরী, ফয়েজ উল্লাহ খতিবী, দক্ষিণ জেলার সহ-প্রচার সম্পাদক আলমগীর বঈদী, চন্দনাইশ পৌরসভা সভাপতি মেজবাহ উদ্দিন, গাউসিয়া কমিটি দুবাই ইন্টারন্যাশনাল সিটির সভাপতি আলহাজ্ব ফারুক মুহাম্মদ বাহাদুর, চন্দনাইশ উপজেলা জাতীয় সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি নাজীম উদ্দীন, মাওলানা আবু তাহের। উপস্থিত ছিলেন মুহাম্মদ সরওয়ার উদ্দীন, আবু ছৈয়দ, ইলিয়াছ, ফারুক, মুহাম্মদ সাইফুল, মাওলানা রাশেদ, আবুল মনছুর, আমিনুল ইসলাম, পারভেজ, শাহনেওয়াজ চৌধুরী শুভ, মিজান, জোনায়েদ, মাহমুদুল হাসান, মামুন, ইরফান, জাবেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মহসিন বলেন, অত্র ইউনিয়নে “জামেয়া তাহেরিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার কাজে সকলের খেদমত করা গাউসিয়া কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাওয়া এটা বড় এক নেয়ামত। কিন্তু অহংকার করলে, আমিত্ব দেখালে এ নেয়ামত বরবাদ হয়ে যাবে। তাই আমিত্ব ও অহংকার ত্যাগ করে খেদমত করে যান। গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছেন জামানার গাউস আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) আপনাদের উপর তাঁর নেক নজর রয়েছে। সুতরাং নির্ভয়ে ও মুহাব্বতের সাথে খেদমত করে যান তাহলে কামিয়াব হতে পারবেন।