জামেয়া ময়দানে এম্বুল্যান্স গ্রহণ অনুষ্ঠানে আলহাজ্ব মোহাম্মদ মহসিন-
মানবতার সেবায় জীবনবাজি রেখে কাজ করছে গাউসিয়া কমিটি >
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র অংগসংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদকে একটি এম্বুল্যান্স প্রদান করলেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গাউসিয়া কমিটি। এ উপলক্ষে গত ১৫ অক্টোবর নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া ময়দানে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনারের সভাপতিত্বে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন। গাউসিয়া কমিটির মহাসচিব আলহাজ শাহজাদ ইবনে দিদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স¦াগত বক্তব্য রাখেন, করোনা মহামারীতে রোগী সেবা ও মৃতদেহ কাফন-দাফন কর্মসূচীর প্রধান সমন্বয়ক ও গাউসিয়া কমিটির যুগ্মমহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। এতে বিশেষ অতিথি ছিলেন- আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, এসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন সাকের, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান, আহলে সুন্নাত ওয়াল জমাআ’ত বাংলাদেশ’র ষ্ট্যান্ডিং কমিটির সদস্য মাওলানা স.উ.ম. আব্দুস সামাদ। করোনা মহামারীতে রোগী সেবা ও মৃতদেহ কাফন-দাফন কর্মসূচীর সদস্য আহছান হাবীব চৌধুরী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাউসিয়া কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ কমরউদ্দিন সবুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবীব উল্লাহ মাষ্টার, দুবাই সিটি গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ মুহাম্মদ ফারুক বাহাদুর, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া’র প্রভাষক মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রিজভী, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় মিডিয়া সেল আহ্বায়ক অধ্যক্ষ আবু তালেব বেলাল, সদস্য মুহাম্মদ এরশাদ খতিবী, গাউসিয়া কমিটির ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প সমন্বয়ক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, সদস্য মাওলানা আব্দুল মালেক, সদস্য শাহাদাত হোসেন রুমেল, লায়ন আবু নাসের রনি প্রমূখ। সভায় আরব আমিরাতের পীর ভাইদের আর্থিক সহযোগীতার এম্বুলেন্সটি প্রদান করায় আনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটির পক্ষ হতে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন। তিনি গাউসিয়া কমিটির নিবেদিত প্রাণ কর্মীরা হুজুর কিবলার মনসা মোতাবেক মানবতার সেবায় জীবনবাজি রেখে করোনা মহামারীতে কাজ করছে উল্লেখ করে এম্বুল্যান্স প্রাপ্তিকে কাজের স্বীকৃতি বলে বর্ণনা করেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই’র সভাপতি আলহাজ মুহাম্মদ আইয়ুব, সাধারণ সম্পাদক আলহাজ মুহাম্মদ জানে আলম, প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ শফিকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগীতায় এম্বুলেন্সটি প্রদান করায় আনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটির পক্ষ হতে ধন্যবাদ জানান তিনি। দেশের মহাসংকট করোনাকালে রোগীসেবা ও মৃত কাফন-দাফন, অমুসলিমদের সৎকারসহ যাবতীয় সেবামূলক কর্মসূচি গাউসিয়া কমিটির ভূমিকাকে অনন্য নজির উল্লেখ করে যারা সহযোগিতা করতে এগিয়ে এসেছেন -তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
১০২তম ওফাতবার্ষিকীতে আলা হজরত কনফারেন্স-এ বক্তারা
ইসলাম বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ইমাম
আলা হজরতের ভূমিকা অবিস্মরণীয়
আ’লা হযরত ফাউন্ডেশন আয়োজিত চতুর্দশ হিজরির মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী (র.) এর ১০২তম ওফাত বার্ষিকী স্মরণে কনফারেন্স-এ বক্তারা বলেন, আ’লা হযরত ইমাম আহমদ রেজা খান যুগের ইসলামি পুনর্জাগরণের একজন মহান দিকপাল ছিলেন। তিনি ব্রিটিশ উপনিবেশ সরকারের যাবতীয় ইসলাম বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ও কলমযোদ্ধা ছিলেন। ইসলামী শিক্ষা, সংস্কৃতি, শরিয়ত ও তরিকতের বিশুদ্ধ চর্চার ক্ষেত্রে তাঁর অবদান উপমহাদেশের ধর্মপ্রাণ মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। আলা হজরত ব্রিটিশের ষড়যন্ত্রে সৃষ্ট ইসলামের ছদ্মাবরণে ওহাবী, শিয়া, কাদিয়ানি, আহলে হাদিস, মওদুদী মতবাদসহ অসংখ্য ফেতনা-ফেসাদের মূলোৎপাটন করে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্কীদা ও বিশ্বাসকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর সময়কালে আরব-আজমের সকল হক্কানি ওলামা মাশায়েখ তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন এবং সুফিবাদী দর্শনে ইসলামের উদারনৈতিক ভাবধারাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন। গত ১২ অক্টোবর নগরীর বহদ্দারহাটস্থ আর বি কনভেনশন হলে আ’লা হযরত ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এম.এ.মান্নান। প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, বিশেষ অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী, ওএসির সভাপতি শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, জামেয়ার প্রধান ফকিহ আল্লামা মুফতি কাজী আবদুল ওয়াজেদ, মুহাদ্দিস আল্লামা হাফেজ আশরাফুজ্জমান আলকাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমন্বয়ক মাওলানা এম.এ. মতিন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব কমরউদ্দিন সবুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ, মাওলানা নূর মোহাম্মদ আলকাদেরী, ঢাকা কাদেরীয়া আলিয়ার সহকারী অধ্যাপক আল্লামা নাছির উদ্দিন, আশেকানে আউলিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন। কনফারেন্স প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ ও এরশাদ খতিবীর সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্স-এ স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু নাছের মোহাম্মদ তৈয়ব আলী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ, উপাধ্যক্ষ মাওলানা আবদুল আজিজ আনোয়ারী, মাওলানা গোলাম মোস্তফা মোহাম্মদ নুরুন্নবী, মাওলানা ইউনুছ রিজভী, অধ্যাপক সৈয়দ জালাল উদ্দীন আল আযহারী, মাওলানা হামেদ রেযা নঈমী, সৈয়দ মুহাম্মদ হাসান আল আযহারী, মাওলানা ইউনুছ তৈয়বী, মাওলানা সিরাজুল ইসলাম চিশতি, আলহাজ্ব জামাল উদ্দীন সুরুজ, আহসান হাবিব চৌধুরী হাসান, শাহাদাত হোসেন রুমেল, ব্যাংকার ফজলুল করিম তালুকদার, নাছির উদ্দিন মাহমুদ, মাওলানা শেখ আরিফুর রহমান, মাওলানা মাহবুবুল হক নুরে বাংলা, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, মাওলানা ইমরান হাসান আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আলী আলকাদেরী, মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দিন আনছারী, মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ আবদুন নবী অলকাদেরী, কনফারেন্সে না’তে মোস্তফা পরিবেশন করেন শায়ের মাওলানা এমদাদুল ইসলাম কাদেরী।
খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়বিয়া
বলুয়ারদিঘীপাড়স্থ খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া পরিচালনা কমিটির উদ্যোগে আ’লা হযরত ইমাম আহমদ রেযা রহমাতুল্লাহি আলায়হির ১০২তম ওফাত বার্ষিকী স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গত ৯ অক্টোবর গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন শায়খুল হাদীস আল্লামা কাজী মুঈন উদ্দিন আশরাফী, উদ্বোধক ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, প্রধান আলোচক ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আলহাজ্ব মুহাম্মদ আবদুল মান্নান। মুহাম্মদ এরখাদ খতিবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল।
রংপুর জেলা গাউসিয়া কমিটি
রংপুর জেলা গাউসিয়া কমিটি কর্তৃক আয়োজিত পবিত্র গিয়ারবী শরীফ মাহফিল গত ২৭ সেপ্টেম্বর শহরের নিউ ইঞ্জিনিয়ার পাড়ায় অনুষ্ঠিত হয়। জেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির খোকন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আবদুল মান্নান শরিফ বাবলু। মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সাইদার রহমান, বিশেষ অতিথি ছিলেন মাওলানা আনসার আলী। আরো উপস্থিত ছিলেন জিয়াতপুকুর মাজার শরীফ সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাশেম সুপার মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান, হাসান আলি, মাওলানা আব্দুস সালাম, মোস্তাক ও অনান্য পীর ভাইগণ। আলোচনা ও মুনাজাত করেন মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী আনসারি।
গাউসিয়া কমিটি বায়েজিদ থানা ও মসজিদে রহমানিয়া
হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত, ইমাম শাহ আহমদ রেযা খান ফাযেলে বেরলভী রহমাতুল্লাহি আলায়হির ১০২ তম ওফাত বার্ষিকী ওরসে আ’লা হযরত উপলক্ষে মাহফিল জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরীর সভাপতিত্বে ও গাউসিয়া কমিটি বায়েজিদ থানা শাখার যৌথ উদ্যোগে অক্সিজেন শীতলঝর্ণা আ/এলাকাস্থ মসজিদে রহমানিয়া গাউসিয়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
শায়খ সৈয়দ হাসান আল আযহারী ও মুহাম্মদ বোরহান উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন মুজাহিদে মিল্লাত মুফতি আল্লামা আলা উদ্দীন জিহাদী, প্রধান আলোচক ছিলেন- আল্লামা সৈয়দ মুহাম্মদ জালালুদ্দীন আল আযহারী, প্রধান বক্তা ছিলেন- ফরিদপুর থেকে আগত আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী। আরো বক্তব্য রাখেন- আলহাজ্ব সৈয়দ হাবিবুর রহমান সর্দার, সৈয়দ আল্লামা আজিজুর রহমান আল-কাদেরী, শাহজাদা আল্লামা ছৈয়দ মোকাররম বারী, নারায়নগঞ্জের আল্লামা আব্দুল মোস্তফা রাহীম আল আযাহারী, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা এনাম রেজা, মাওলানা মাহবুবুল হক নুরে বাংলা, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা সোহাইল উদ্দীন আনসারী, মাওলানা জয়নাল আবেদীন কাদেরী।
বক্তারা বলেন- সুন্নিয়ত প্রচার প্রসারে ইমামে আহলে সুন্নাত আ’লা হযরতের অবদান অবিস্মরণীয় ও অনস্বীকার্য। আ’লা হযরত ও মসলকে আলা হযরতের বিরুদ্ধবাদী এবং বাতিল-ফির্কার মোকাবেলায় সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবী।
দেশে নারী ধর্ষণ, হত্যা, নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মাহফিলের সভাপতি জামেয়ার অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান আল-কাদেরী এসব ঘৃণ্য অপরাধ সমূহের কঠোর শাস্তি প্রয়োগের জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবী জানান। আ’লা হযরত রচিত কিতাবসমূহ গবেষণা ও অনুবাদ করার জন্য সুন্নী ছাত্র,ওলামা ও গবেষকদের প্রতি আহবান জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-আলহাজ্ব আব্দুল হামিদ সর্দার, মাওলানা সৈয়দ মুনিরুদ্দিন কাদেরী, মাওলানা মুহাম্মদ হোসাইন আল আযহারী, মাওলানা সোলাইমান আলী কাদেরী, সৈয়দ জাহাঙ্গীর আলম, সাজেদুর রহমান হাশেমী, মাওলানা শাহজাদা সৈয়দ আহমদ রেজা কাদেরী, মাওলানা আবু বকর সিদ্দিক,খন্দকার এরশাদুল আলম হিরা,খন্দকার দিদারুল আলম, মাওলানা রবিউল ইসলাম কাদেরী, সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম বাপ্পা,আরফাতুল ইসলাম, পাবন, সাইফি, কায়ছার, সাজ্জু, হাফেজ ইকবাল হোসাইন রবি, সৈয়দ আরমান, শায়ের সৈয়দ খলিলুর রহমান কাদেরী, হাফেজ মিযানুর রহমান প্রমুখ।
গাউসিয়া কমিটি পাঁচলাইশ থানা শাখা
হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, ইমাম আহমদ রেজা (রহ.)’র ১০২তম ওফাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রী ট্রিটমেন্ট ক্যাম্প ও স্মারক আলোচনা গাউসিয়া কমিটি বাংলাদেশ পাঁচলাইশ থানা শাখার ব্যবস্থাপনায় গত ৩ অক্টোবর চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ পাঁচলাইশ থানা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সেকান্দর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন যথাক্রমে আনজুমান- এ রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন ও সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন-চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব ডা. মুহাম্মদ শফিউল আজম এবং মুনাজাত পরিচালনা করেন- জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়ার অধ্যক্ষ আল্লমা মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন- গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব আলহাজ্ব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক আলহাজ মুহাম্মদ সেকান্দর মিয়া, সদস্য সচিব আলহাজ সাদেক হোসেন পাপ্পু, উত্তর জেলা কমিটির প্রচার সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান, ডা. শেখ সাফকাত আজম, ডা. শেখ সানজানা আজম, ডা. মো: সায়েম, মাকসুদুর রহমান, সাহাদাত হোসেন রুমেল, ইসমাইল হক চৌধুরী ফয়সাল। মুহাম্মদ এরশাদ খতিবীর সঞ্চালনায় ও গাউসিয়া কমিটির ফ্রী চিকিৎসা সেবা কর্মসূচির প্রধান মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহর সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন – পাচঁলাইশ থানা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনির উদ্দিন সোহেল। আলোচনায় অংশ নেন -আর,ইউ, চৌধুরী শাহীন, আলহাজ্ব জাহাঙ্গীর আলম সর্দার, আলহাজ্ব মুহাম্মদ এমদাদ মিয়া, আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল, মোমেনুর রহমান দায়েমী, মুহাম্মদ ইসমাইল হোসেন, মাওলানা হামেদ রেযা নঈমী, মুহাম্মদ আরিফুর রহমান খতিবী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গাউসে জামান তৈয়্যব শাহ (রহ.) গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছিলেন বলেই মহামারি করোনাকালে দেশের মানুষ লাশ কাফন-দাফন সহ সামগ্রিক মানবিক সেবা পাচ্ছে। সকাল থেকে এক হাজারেরও বেশি রোগীকে চিকিৎসা ও ফ্রী ওষুধ বিতরণ করা হয়।
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বন্দর থানা
আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ বন্দর থানা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খান (রহ.) এর ১০২ তম ওফাতবার্ষিকী স্মরণে অনুষ্ঠিত আ’লা হযরত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী (মা.জি.আ.)
সংগঠনের সভাপতি মাওলানা হাফেজ ইদ্রিস আল-ক্বাদেরীর সভাপতিত্বে ও মাওলানা মুফতি আবুল হাছানাত আল-ক্বাদেরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী, দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল হাকিম, অধ্যক্ষ আল্লামা আবুল কালাম আমিরী,মাওলানা ইউনুস তৈয়্যবী যুক্তিবাদী, মাওলানা আব্দুন নবী আল-ক্বাদেরী।
প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা নুর মোহাম্মদ আল-ক্বাদেরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমান আল-ক্বাদেরী, মাওলানা সৈয়্যদ হাসান আযহারী, আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর, মুহাম্মদ মহসিন, আলহাজ্ব মুহাম্মদ আলী, হাজী সালামত আলী, মাওলানা মুহাম্মদ মুবিনুল হক আশরাফী, হাজী মুহাম্মদ হাসান, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের, মন্জুর কাদের, আলহাজ্ব আবু নাছের, মুহাম্মদ ফারুকুল ইসলাম দুলাল, মুহাম্মদ আনোয়ার, আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, মাওলানা ছৈয়দুল আলম আল-ক্বাদেরী, মাওলানা মুফতি ছগির আহমদ আল-ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন আল-ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ মোর্শেদুল আলম আনোয়ারী, মাওলানা মুহাম্মদ নুরুল কবির রিজভী, মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ খালেদ, মাওলানা মুহাম্মদ গোলাম হুসাইন আল-ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল-নোমান, আলহাজ্ব মুহাম্মদ মুছা, মাওলানা মুহাম্মাদ ইদ্রীছ রেজভী, এডভোকেট আবু তৈয়্যব, মাওলানা মুহাম্মদ ইউনুস রজভী মুহাম্মদ জাহেদুল আলম, মাষ্টার বদিউর রহমান, মুহাম্মদ আবছার রেজা, কাইছার হামিদ প্রমূখ।
হাবিলাসদ্বীপ ইউনিয়ন গাউসিয়া কমিটি
গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় আ’লা হযরত ইমাম আহমদ রেযা রহমাতুল্লাহি আলায়হির ১০২তম ওরশ মোবারক উদযাপন উপলক্ষে আলোচনা সভা গত০৯ অক্টোবর চরকানাই দরবারে শাহ আজিজিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ মহিউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল হোসেন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি কে.এম.আকতার মাষ্টার। আলা হযরতের জীবনী নিয়ে আলোচনা করেন শাহজাদা মুহাম্মদ ইদ্রিচ চৌং (সেলিম), মুহাম্মদ নুর সোবহান চৌধুরী, মুহাম্মদ হায়দার আলী। মুহাম্মদ ইদ্রিস, সৈয়্যদ মুহাম্মদ মোজাম্মেল নূর ছিদ্দিকী, শাহজাদা কাজী মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ আশরাফ উদ্দীন আহমেদ, মুহাম্মদ হুমায়ুন রশিদ, মুহাম্মদ জসীম উদ্দীন, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ রেজাউল করিম (বাবলু), মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ নুরুল্ ইসলাম, মুহাম্মদ আজম, মুহাম্মদ জাহঙ্গীর আলম চৌং(টিপু) প্রমুখ।
বিভিন্নস্থানে শোহাদায়ে কারবালা ও আল্লামা
তৈয়্যব শাহ্ (রহ.)’র স্মরণে মাহফিল উদযাপন
চন্দনাইশ জোয়ারা ইউনিয়ন শাখা
মাহফিলে সুলতানে কারবালা, শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.)’র স্মরণ সভা ও অভিষেক অনুষ্ঠান গাউসিয়া কমিটি জোয়ারা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মিশকাতুল ইসলাম মুজাহেদীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় গত ৩ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সু্ন্িনয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মাদ মহসিন। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মাদ কমিশনার। মূখ্য আলোচক ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন সবুর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবু আহমেদ চৌধুরী (জুনু), চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, গাউসিয়া কমিটি চান্দগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ, বিশেষ আলোচক ছিলেন অধ্যক্ষ মাওলানা মুুুুহাম্মদ বদিউল আলম রিজভী, জামেয়া আহমদিয়া সুু্ন্িনয়া মহিলা মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মাওলানা মুুহাম্মদ সাইফুল আলম, গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুুল গফুর খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গাউসিয়া কমিটি মদিনা মনোয়ারা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলার সহ-সভাপতি খোরশেদ আলম রেজভী, ইদ্রিচ চৌধুরী, ফয়েজ উল্লাহ খতিবী, দক্ষিণ জেলার সহ-প্রচার সম্পাদক আলমগীর বঈদী, চন্দনাইশ পৌরসভা সভাপতি মেজবাহ উদ্দিন, গাউসিয়া কমিটি দুবাই ইন্টারন্যাশনাল সিটির সভাপতি আলহাজ্ব ফারুক মুহাম্মদ বাহাদুর, নাজীম উদ্দীন, মাওলানা আবু তাহের। উপস্থিত ছিলেন মুহাম্মদ সরওয়ার উদ্দীন, আবু ছৈয়দ, ইলিয়াছ, ফারুক, মুহাম্মদ সাইফুল, মাওলানা রাশেদ, আবুল মনছুর, আমিনুল ইসলাম, পারভেজ, শাহনেওয়াজ চৌধুরী শুভ, মিজান, জোনায়েদ, মাহমুদুল হাসান, মামুন, ইরফান, জাবেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মহসিন বলেন, অত্র ইউনিয়নে “জামেয়া তাহেরিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার কাজে সকলের খেদমত করা গাউসিয়া কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাওয়া এটা বড় নেয়ামত।
গাউসিয়া কমিটি ১৯নম্বর ওয়ার্ড
গাউসিয়া কমিটি ১৯নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে হযরত সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)’র সালানা ওরশ মোবারক, শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.)’র স্মরণসভা ও সম্মাননা অনুষ্ঠান গত ২৪ আগষ্ট খান বাহাদুর মিয়াখাঁন সওদাগর জামে মসজিদে আলহাজ্ব জামাল উদ্দিন সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সদস্যসচিব আলহাজ্ব সাদেক হোসেন পাপ্পু, প্রধান বক্তা ছিলেন আল্লামা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন বাকলিয়া থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নুরুল আকতার, সহ সভাপতি আলহাজ্ব আমিনুল হক চৌধুরী, আবদুস সবুর, ১৯নং ওয়ার্ড প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইলিয়াছ খাঁন, উপদেষ্টা জামাল আহমদ খাঁন, আলহাজ্ব আব্দুর নুর, বাকলিয়া থানার সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের, যুগ্ম সম্পাদক মুহাম্মদ জানে আলম জানু, সহ সম্পাদক আলহাজ্ব সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আইউব আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ হাসান, সদস্য মোহাম্মদ হোসাইন, ১৯নং ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব মোহাম্মদ জয়নুল আবেদীন, মুহাম্মদ শেখ জামাল, মুহাম্মদ হারুনুর রশীদ, আব্দুল করিম সেলিম, আলহাজ্ব কামরুল হোসেন, মুহাম্মদ শফিকুর রহমান, মুহাম্মদ ফরিদ কোম্পানী, মোহাম্মদ আবছার উদ্দিন, নজরুল ইসলাম বাবুল, আলহাজ্ব মোহাম্মদ হামিদ, মুহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য মুহাম্মদ মোশাররফ, মুহাম্মদ ইয়াছিন, মুহাম্মদ মহসিন, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ শহিদ মিয়া, আরিফুল ইসলাম, ইমরান রানা সহ ইউনিট কর্মকর্তাবৃন্দ। সভায় আনজুমান মিসকিন ফান্ডের জন্য জাকাত-ফিতরা সংগ্রহ ২০২০ কার্যক্রমে সাফল্যের জন্য ইউনিট সমুহকে সার্টিফিকেট প্রদান করা হয়।
হাবিলাসদ্বীপ ইউনিয়ন গাউসিয়া কমিটি
গাউসিয়া কমিটি বাংলাদেশ ৫নং হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)’র ২৮তম সালানা ওরস মোবারক, ইমামে আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলামী হাশেমী (রহ.), শেরে মিল্লাত আল্লামা ওবাইদুল হক নঈমী, ইউনিয়ন গাউসিয়া মিটির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মুহাম্মদ শহিরুল ইসলাম চৌধুরী (বাদল), ইউনিয়ন গাউসিয়া কমিটির উপদেষ্টা মুহাম্মদ সেলিম খাঁন চাটগামী, প্রবীন সমাজসেবী মরহুম মুহাম্মদ নুর চৌধুরীর স্মরণসভা গত ১৪ আগস্ট নুর সোপ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল হোসেনের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন গাউসিয়া কমিটির সিনিয়র সহ সভাপতি কে.এম. আকতার হোসেন মাস্টার, প্রধান অতিথি ছিলেন পশ্চিম পটিয়া শাখার সহ সভাপতি মুহাম্মদ হারুনুর রশীদ, প্রধান বক্তা ছিলেন পশ্চিম পটিয়া শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুব আলী, প্রধান ওয়ায়েজ ছিলেন মাওলানা গাজী আবুল কালাম বয়ানী, বক্তব্য রাখেন মুহাম্মদ জাকারিয়া, আলী আবছার, আবদুল্লাহ্ আল হারুন, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ আব্দুর রহিম, মাওলানা নুর হোসেন হেলালী, মাওলানা কুতুব উদ্দিন, নুর ছোবহান চৌধুরী, শাহযাদা মুহাম্মদ ইদ্রিছ চৌধুরী সেলিম, আলহাজ্ব মুহাম্মদ আবু ছিদ্দিক, হাজী জালাল মেম্বার, ডা. মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ ইলিয়াছ, শাহযাদা কাজী মুহাম্মদ আলমগীর, মইনুল ইসলাম চৌধুরী (কাজল), মুহাম্মদ রেজাউল করিম, আলহাজ্ব দিদারুল ইসলাম খাঁন, মুহাম্মদ শাহজাহান সাজু, মুহাম্মদ নাছিম, মুহাম্মদ হায়দার আলী, মুহাম্মদ রেজাউল করিম (বাবলু), মুহাম্মদ সাইদুল করিম খাঁন, উপস্থিত ছিলেন মুহাম্মদ আবু সৈয়্যদ, মুহাম্মদ হুমায়ুন রশীদ, মুহাম্মদ নুর আলী চৌধুরী, আবু আহমদ, মুহাম্মদ মুছা আলম, মুহাম্মদ টিপু, মুহাম্মদ জাবেদ, শায়ের তৌহিদুল ইসলাম, শায়ের নজরুল ইসলাম, মুহাম্মদ আরাফাত প্রমুখ।
গাউসিয়া কমিটি পাহাড়তলী থানা শাখা
গাউসিয়া কমিটি পাহাড়তলী থানা শাখার উদ্যোগে শোহাদায়ে কারবালা স্মরণে মাহফিল গত ১১ সেপ্টেম্বর আ.ফ.ম. মহিউদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিনের সঞ্চালনায় হাজী আব্দুল আলী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। এতে তকরির পেশ করেন পাহাড়তলী থানা দাওয়াতে খায়র সম্পাদক হাফেজ মাওলানা আবদুল হালিম। উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ইউসুফ আলী, কাজী মুহাম্মদ আব্দুল হাফেজ, মুহাম্মদ আলমগীর হোসেন, মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগর, দপ্তর সম্পাদক মুহাম্মদ রবিউল হোসেন, সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ জয়নাল, প্রচার সম্পাদক মুহাম্মদ মাসুদ মিয়া, সমাজসেবা সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম হাসিব, সহ সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মালেক, সহ প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নাঈমুল হাসান তানভীর, সদস্য মুহাম্মদ জসিম উদ্দিন সওদাগর, মুহাম্মদ হোসেন, মুহাম্মদ ফজলুল হক ফারুক, মুহাম্মদ আকবর, মুহাম্মদ ওয়াহিদুল আলম, জাহিদুল ইসলাম জিকু প্রমুখ।
গাউসিয়া কমিটি গোলপাহাড় ইউনিট শাখা
গাউসিয়া কমিটি পাহাড়তলী থানাধীন ৯নং ওয়ার্ড আওতাধীন গোলপাহাড় ইউনিট শাখার উদ্যোগে গত ১১ সেপ্টেম্বর শোহাদায়ে কারবালা মাহফিল স্মরণে গোলপাহাড় বায়তুল মামুর জামে মসজিদে মুহাম্মদ শাহিন আলমের সঞ্চালনায় ও ইউনিটের প্রধান উপদেষ্টা মুহাম্মদ তসলিম কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৯নং ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ আবুল কালাম আজাদ, প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ শাহাদত হোসাইন আলকাদেরী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ ইয়াকুব আলী নুরী, মুহাম্মদ মোস্তাক মিয়া ও কামাল মিয়া।
আনোয়ারা ছৈয়্যদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদরাসা
আনোয়ারা সদরস্থ ছৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া মাদরাসার উদ্যোগে শোহাদায়ে কারবালা স্মরণে মাহফিল গত ৪ সেপ্টেম্বর মুহাম্মদ ফরিদুল আলম (ব্যাংকার)-এর সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মাওলানা কাজী শাকের আহমদ চৌধুরীর সঞ্চালনায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান আলকাদেরী, বিশেষ আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ মুরশেদুল আলম আলকাদেরী, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ আবু সৈয়দ, হাফেজ মাওলানা মুহাম্মদ সাজ্জাদ হোছাইন, মাওলানা মুহাম্মদ কলিম উদ্দিন, হাফেজ মুহাম্মদ মিজান, মুহাম্মদ নাছির উদ্দিন সিদ্দিকী, মাস্টার মুহাম্মদ এয়াকুব আলী, এস.এম. আব্দুল হালিম, মুহাম্মদ আবদুল আজিজ, মুহাম্মদ সেলিম উদ্দিন, হাজী মুহাম্মদ শামসুল আলম প্রমুখ। মোনাজাত করেন মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমান আলকাদেরী।
গাউসিয়া কমিটি উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার উদ্যোগে শোহাদায়ে কারবালা স্মরণে মাহফিল গত ১৮ সেপ্টেম্বর, সংগঠনের সহ সভাপতি মুহাম্মদ ইব্রাহিম ফারুকী সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগরের সঞ্চালনায় মাহমুদ খান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি পাহাড়তলী থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী থানা শাখার সহ সভাপতি হাজী নুর মুহাম্মদ সওদাগর, পাহাড়তলী থানার সহ সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ ইউসুফ আলী, পাহাড়তলী থানার সদস্য মুহাম্মদ আকবর, বক্তব্য রাখেন মুহাম্মদ আলমগীর হোসেন, মুহাম্মদ নাঈমুল হাসান তানভীর, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ মুসলিম মিয়া, মুহাম্মদ আতিকুর রহমান হৃদয়, মুহাম্মদ আলী হোসেন, মুহাম্মদ আমির হোসেন, মুহাম্মদ ইসতিয়াক প্রমুখ। মাহফিলে তক্বরীর পেশ করেন মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন আলকাদেরী, মোনাজাত করেন মাওলানা নঈম উদ্দিন আলকাদেরী।
দেওয়ান বাজার ওয়ার্ড গাউসিয়া কমিটি
গাউসিয়া কমিটি দেওয়ানবাজার ওয়ার্ড শাখার উদ্যোগে কোরবানীগঞ্জ চুল মুবারক জামে মসজিদে শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.) ও আলহাজœ নুর মুহাম্মদ আলকাদেরী (রহ.)’র ফাতেহা শরীফ স্মরণে মাহফিল গত ১৮ সেপ্টেম্বর হাফেজ নুর হাসানের সভাপতিত্বে ও ইমতিয়াজ উদ্দীন রণির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন- মাওলানা বশিরুজ্জামান কাদেরী, হাফেজ আবুল হোসেন, মাওলানা ইলিয়াছ, আবদুস সালাম বালি, ওমর ফারুক, মুহাম্মদ মুরাদ, আবুল বশর, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ সুমন, মুহাম্মদ হান্নান, মুহাম্মদ আলম, মাওলানা শাকেরুল ইসলাম সুজন প্রমুখ।
গাউসিয়া কমিটির বিভিন্ন শাখার
কাউন্সিল ও দাওয়াতে খায়র মাহফিল
খিলগাঁও থানা শাখার নতুন কমিটি গঠন
গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা মহানগর খিলগাঁও থানা শাখার নতুন কমিটি গঠন কল্পে এক সভা গত ২৫ সেপ্টেম্বর একটি অভিজাত রেস্তোরায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকার সভাপতি আলহাজ্জ¦ মোহাম্মদ আব্দুল মালেক বুলবুল। অনুষ্ঠানের ১ম পর্বের সভাপতি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ খিলগাঁও থানা কমিটির সভাপতি মুহাম্মদ মহীউদ্দিন চৌধুরী এবং দ্বিতীয় পর্বের সভাপতি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকার সভাপতি আলহাজ্জ¦ মোহাম্মদ আব্দুল মালেক বুলবুল। এতে প্রতিবেদন পেশ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, খিলগাঁও থানা কমিটির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মামুন।
বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকার সহ-সভাপতি আলহাজ্জ¦ শোয়েবুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কাসেম। সঞ্চালনা করেন খিলগাঁও থানা কমিটির অর্থ সম্পাদক সৈয়দ ইফতেখার উদ্দিন আহমদ এবং ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।
পটিয়া পৌরসভা শাখার কাউন্সিল সম্পন্ন
গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া পৌরসভা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল পটিয়াস্থ খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় গত ৩ অক্টোবর আলহাজ্ব আবু মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ও পর্যবেক্ষক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, প্রধান বক্তা ছিলেন এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন (ছবুর), সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ছগির চৌধুরী, সহ সভাপতি আলহাজ্ব নেজাবত আলী, সেক্রেটারি মুহাম্মদ হাবিব উল্লাহ্, যুগ্ম সম্পাদক আলহাজ্ব শেখ সালাউদ্দিন, সহ সম্পাদক অধ্যক্ষ এম.এ. মান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর, সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোজাফ্ফর আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ মাহবুবুল আলম, বজল আহমদ, মুহাম্মদ সাইফুল ইসলাম, পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব মুহাম্মদ হারুনুর রশীদ।
সভায় সর্বসম্মতিক্রমে পটিয়া পৌর মেয়র আলহাজ্ব হারুনুর রশিদকে প্রধান উপদেষ্টা করে ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও আলহাজ্ব মুহাম্মদ মহসিনকে সভাপতি, কাজী মুহাম্মদ দিদারুল আলম সিনিয়র সহ সভাপতি, আলহাজ্ব সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান রিপন সাংগঠনিক সম্পাদক, মাওলানা আবদুল মাবুদ আলকাদেরী দাওয়াতে খায়র সম্পাদক, আহমদ জামিল অর্থ সম্পাদক, আহমদুর রহমানকে প্রচার সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।
পাহাড়তলী থানা শাখার সভা
গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানা শাখার এক সভা সভা গত ৩০ সেপ্টেম্বর সংগঠনের সভাপতি আলহাজ্ব ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিনের সঞ্চালনায় হাজী আবদুল আলী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মুহাম্মদ আইয়ুব, আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ আলাউদ্দিন খান, মুহাম্মদ হারুন, আলহাজ্ব সিরাজ উদ্দিন চৌধুরী, মুহাম্মদ মফিজুর রহমান, হাজী ইউসুফ আলী, কাজী মুহাম্মদ আবদুল হাফেজ, মুহাম্মদ আলমগীর হোসেন, কে.এম নুর উদ্দিন চৌধুরী, মুহাম্মদ শাহাবুদ্দিন, নাঈমুল হাসান তানভীর, হাফেজ মাওলানা আবদুল হালিম, রবিউল হোসেন রানা, মুহাম্মদ মাসুদ মিয়া, মুহাম্মদ ইকবাল হোসেন, হামিদুল ইসলাম হাসিব, মুহাম্মদ আকবর মিয়া, মুহাম্মদ আজিজুর রহমান (আজিজ), মুহাম্মদ আলী, মুহাম্মদ জসিম উদ্দিন সওদাগর, মুহাম্মদ হোসেন, জাহিদুল ইসলাম জিকু, মুহাম্মদ ফজল হক ফারুক প্রমুখ। সভায় স্বাস্থ্য সেবা কর্মসূচী পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
অপরদিকে গত ২৫ সেপ্টেম্বর দাওয়াতে খায়র মাহফিল হাজী আবদুল আলী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। গোসল কাফন ও দাফন বিষয়ে বিশেষ আলোচনা করেন থানা দাওয়াতে খায়র সম্পাদক হাফেজ মাওলানা আবদুল হালিম।
পাহাড়তলী ১২ নম্বর ওয়ার্ড শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ ১২নম্বর ওয়ার্ড শাখার মাসিক সভা ও দাওয়াতে খায়র মাহফিল সংগঠণের সভাপতি মুহাম্মদ আলাউদ্দীন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ ইউছুপ আলীর সঞ্চালনায় ভেলুয়ার দিঘী শাহী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহাব উদ্দীন, অর্থ সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন, পদ্ম পুকুর পাড় ইউনিটের সভাপতি মুহাম্মদ নুরুল হক খোকন, পানির কল ইউনিট শাখার সভাপতি হাজী মহাম্মদ আব্দুল খালেক, ঈদগাঁ কাঁচা রাস্তা ইউনিটের সি. সহ: সভাপতি মুহাম্মদ নাছির, ঝর্ণাপাড়া ইউনিটের অর্থ সম্পাদক ফারুক হোসেন আজাদ প্রমুখ। দাওয়াতে খায়র বিষয়ে আলোচনা করেন ভেলুয়ার দিঘী শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুখতার আহমদ আল-ক্বাদেরি।
গাউসিয়া কমিটি লতিফপুর মক্কী জামে মসজিদ শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ, লতিফপুর ওয়ার্ড আওতাধীন আলীর হাট আলী নগর মক্কী জামে মসজিদ ইউনিটের উদ্যোগে দাওয়াতে খায়র মাহফিল গত ১১ সেপ্টেম্বর, আলী নগর মক্কী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেনের সঞ্চালনায় ও অত্র মসজিদের খতিব আল্লমা মুফ্তি আব্দুল গফুর রেজভী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন শায়খ আব্দুল মোস্তফা রাহিম আল আযহারী। বিশেষ আলোচক ছিলেন হাফেজ মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা ওলিউজ্জামান, বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি পাহাড়তলী থানা কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, লতিফপুর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ফেরদৌস মিয়া, মুহাম্মদ আবুল কাশেম পাটোয়ারী, খ.ম নজরুল হুদা, মুহাম্মদ শফি।
তৈয়্যবিয়া নুরুল হক জামে মসজিদ শাখা
গাউসিয়া কমিটি কর্ণফুলী থানার তৈয়্যবিয়া- মাওলানা নুরুল হক (রহ.) জামে মসজিদ শাখার উদ্যোগে দাওয়াতে খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দরস প্রদান করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার মুদাররিস আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শামশুল আলম আল কাদেরী। মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ তৈয়্যব, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী (মিয়া), সহ-সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন সওদাগর, প্রকাশনা সম্পাদক মাওলানা মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক, প্রচার সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ মনির উদ্দিন (রুবেল), মোহাম্মদ আব্দুল মালেক, মোহাম্মদ ইদ্রিছ, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ সিরাজুল হক, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ আমির হোসেন।
কাজীপাড়া ইউনিট শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার সুলতানপুর কাজীপাড়া ইউনিটের দ্বিবার্ষিক কাউন্সিল গত ১১ সেপ্টেম্বর খানক্বায়ে ক্বাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরীয়ায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুলতানপুর দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, প্রধান বক্তা ছিলেন সুলতানপুর দক্ষিণ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন অত্র শাখার সভাপতি খ ম মনছুর উদ্দিন। এতে দ্বিতীয় অধিবেশনে আলহাজ্ব মোহাম্মদ নুরুল আলম (সওঃ)কে সভাপতি মাষ্টার মোহাম্মদ রিদোয়ানুল হককে সাধারণ সম্পাদক, মোহাম্মদ আবু রায়হানকে সাংগঠনিক সম্পাদক, মাষ্টার মোহাম্মদ বোরহান উদ্দিনকে অর্থ সম্পাদক, হাফেজ মাওলানা মোহাম্মদ নাজিমকে দাওয়াতে খায়র সম্পাদক করে ৪৬ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন আব্দুল আউয়াল সুজন, মোহাম্মদ আবু তাহের সওদাগর, মোহাম্মদ মিজানুর রহমান মাওলানা আহমদুল ইসলাম, নিয়াজুর রহমান সাবিক প্রমুখ।
পশ্চিম বাকলিয়া ওয়ার্ড-এর বিভিন্ন
ইউনিট কমিটি নবায়ন
মীমতোয়া মসজিদ ইউনিট
গাউসিয়া কমিটি ১৭নং ওয়ার্ড আওতাধীন মীমতোয়া মসজিদ ইউনিট শাখার নবায়নকল্পে এক সভা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ সিরাজুল মোস্তফা সিদ্দীকর সভাপতিত্বে, ভারপ্রাপ্ত ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ জানে আলম জানুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মুহাম্মদ আমিনুল হক চৌধুরী, সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মাওলানা মুহাম্মদ সিরাজুল মোস্তফা সিদ্দিকিকে সভাপতি, মুহাম্মদ নাছিরকে সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
গণী কলোনী ইউনিট নবায়ন
গণী কলোনী ইউনিট নবায়ন কল্পে এক সভা গত ২৫ সেপ্টেম্বর মুহাম্মদ আবুল হাসেনের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ জানে আলম জানুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মুহাম্মদ আমিনুল হক চৌধুরী, এতে মুহাম্মদ আবুল হোসেনকে সভাপতি, মুহাম্মদ আবদুল কাদের রুবেলকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ নাছিরকে সাংগঠনিক সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট কমিঠি গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুহাম্মদ হারুন, আলহাজ্ব মুহাম্মদ নাজমুল হক বাচ্চু, মুহাম্মদ ইউনুচ, মুহাম্মদ আবদুল হাকিম, মুহাম্মদ নাছির, মুাম্মদ ওসমান গনী, মুহাম্মদ মুজিবুর রহমান, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ দেলোয়ার, মুহাম্মদ আবদুর রহমান, মুহাম্মদ আহাদ, মুহাম্মদ মোমিন প্রমুখ।
মকবুল কামাল জামে মসজিদ ইউনিট গঠন
গাউসিয়া কমিটি ১৭নং ওয়ার্ড শাখার এক সভা গত ১৮ সেপ্টেম্বর মুহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে ভারপ্রাপ্ত ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ জানে আলম জানুর সঞ্চালনায় ডি.সি. রোড কালাম কলোনী সংলগ্ন, মকবুল কামাল জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মুহাম্মদ মহসিনকে সভাপতি, মুহাম্মদ আবদুর রহমানকে সহ সভাপতি, মুহাম্মদ দেলোয়ারকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ রিয়াদকে সাংগঠনিক সম্পাদক, আবুল বশর মাস্টারকে উপদেষ্টা করে ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন নুরুল আবছার, আবদুল কাদের রুবেল, মুহাম্মদ ইউনুচ, নাসির উদ্দিন, নাজমুল হক বাচ্চু, ওসমান গণি, মোমিন, কামাল ভুইয়া, রাসেল, শাহজাহান বাদশাহ্, রানা, মামুন, আবদুল কাদের প্রমুখ।
শোক সংবাদ
আলহাজ¦ শাহ আলম চৌধুরীর ইন্তেকাল
বানুরবাজারস্থ মাদ্রাসা-এ-মুহাম্মদিয়া আহমদিয়া সুনিèয়া (আলিম)’র সাবেক সভাপতি, ভাটিয়ারী, ইমামনগর, সওদাগর বাড়ীর আলহাজ¦ শাহ্ আলম চৌধুরী গত ১৫ অক্টোবর আমিরবাগস্থ নিজ বাসভবনে বার্দ্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯৬ বৎসর। তিনি ০৩ ছেলে, ০২ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাযা শেষে ইমামনগর সওদাগর বাড়ী সংলগè পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর ইন্তেকালে আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল আলহাজ্ব সেক্রেটারী মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, এ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ্ব এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর কাজী শামসুর রহমান, গাউসিয়া কমিটি বাংলাদেশ‘র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, জামেয়া পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব মুহাম্মদ দিদারুল ইসলাম, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আনোয়ারুল হক, মহাসচিব মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আনজুমান সদস্য মুহাম্মদ তৈয়্যবুর রহমান, মুহাম্মদ আমির হোসেন সোহেল, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ কমরুদ্দিন সবুর,গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম আজীবন আনজুমান ট্রাস্ট ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার খেদমতে নিয়োজিত ছিলেন।
জামেয়ার প্রবীণ খাদেম আলহাজ¦ মোহাম্মদ সানাউল্ল্যাহ (সোনা মিয়া)’র ইন্তিকাল
চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রবীণ খাদেম আলহাজ¦ মোহাম্মদ সানাউল্ল্যাহ (সোনা মিয়া) গত ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। প্রবীণ এ খাদেমের মৃত্যুতে মাদরাসা পরিচালনা পর্ষদ, শিক্ষক/কর্মচারী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট চট্টগ্রাম এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ¦ মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ¦ মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী আলহাজ¦ মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারী আলহাজ¦ মোহাম্মদ সিরাজুল হক, এ্যাসিসটেন্ট সেক্রেটারী আলহাজ¦ মোহাম্মদ গিয়াস উদ্দীন সাকের, প্রেস এন্ড পাবলিকেশনস সেক্রেটারী অধ্যাপক কাজী মোহাম্মদ শামসুর রহমান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ দিদারুল ইসলাম, অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ, মাওলানা ড. মুহাম্মদ লিয়াকত আলী, ফকিহ আলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, মুহাদ্দিস আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ সোলাইমান আনছারী, মুফাচ্ছির আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ছালেকুর রহমান,মুহাদ্দিস আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, আলহাজ¦ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ৩ মেয়ে, স্ত্রীসহ অনেক গুনগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘ ৫৫ বছর নেহায়েত আন্তরিকতা ও ইখলাসের সাথে জামেয়ার খেদমত করেছিলেন। তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান।
আল্লামা নজরুল ইসলাম নঈমীর ইন্তেকাল
রাঙ্গামাটি পার্বত্য জেলার বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা হাফেজ মুহাম্মদ নজরুল ইসলাম নইমী গত ৯ অক্টোবর ইন্তেকালেন করেন। তিনি রাঙ্গামাটি জেলা শহরের রিজার্ভ বাজার নিউ রাঙ্গামাটি শাহী জামে মসজিদের খতিব ও রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ রাঙ্গামাটি জেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। জেলার সর্বস্তরের সুন্নি মুসলমানদের উপস্থিতিতে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তাঁর ইন্তেকালে আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গামাটি জেলা ও জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ তাঁর দ্বীনি খেদমতের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
সিরাজুল ইসলাম সওদাগর
গাউসিয়া কমিটি বাংলাদেশ সাতকানিয়া উপজেলা খাগরিয়া ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক উপজেলা কমিটির নির্বাহী সদস্য মুহাম্মদ আব্দুল আওয়ালের পিতা মুহাম্মদ সিরাজুল ইসলাম সওদাগর গত ২৯ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। পরদিন সকাল ১০টায় খাগরিয়া আবছারীয়া সুন্নিয়া দাখিল মাদরাসা ময়দানে মরহুমের বড় ছেলে মুহাম্মদ আব্দুল আউয়ালের ইমামতিতে জানাযার নামাজ সম্পন্ন হয়। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ সাতকানিয়া উপজেলা সভাপতি সৈয়দ মুহাম্মদ মনছুরুর রহমান, সাধারণ সম্পাদক এস.এম. ইলিয়াছ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার কর্মকর্তাগণ গভীর শোক প্রকাশ করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
সানোয়ারা বেগম
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সাধারণ সম্পাদক ও পশ্চিম পটিয়া শাখার সহ সভাপতি আলহাজ্ব আবু জাফরের শ্বশুর আলহাজ্ব সুফি মুহাম্মদ সামশুল হুদার সহধর্মিনী আলহাজ্বা সানোয়ারা বেগম, চান্দগাঁও আবাসিক এলাকাস্থ বি-ব্লক, ১০নং রোড, নিজ বাড়িতে গত ১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালে গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেরা নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা ও তাঁর রূহের মাগফিরাত কামনা করেছেন।
সাজেদা বেগম
গাউসিয়া কমিটি বাংলাদেশ চাঁন্দগাও থানা শাখার প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুর রহমান এর মাতা সাজেদা বেগম গত ২৪ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালে গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, চান্দগাঁও থানা শাখার সভাপতি আলহাজ্ব তসকির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ্, চান্দগাঁও ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, শাহাদাতে কারবালা মাহফিল পরিষদের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জাফর আহমদ সওদাগর, সৈয়দ নুরুজ্জামান সড়ক ইউনিটের সভাপতি মুহাম্মদ আব্দুন নবী, সহ সভাপতি মুহাম্মদ মনছুর আলম কোম্পানী, সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ আশরাফ মিয়া, সাজ্জাদ হোসেন নিজামী গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।