পবিত্র গিয়ারভী শরীফ ১০ জমাদিউল আউয়াল, শনিবার

0

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় আলমগীর খানকাহ্ শরীফে পবিত্র গেয়ারবী শরীফ।
আগামী ১০ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি, ২৬ ডিসেম্বর শনিবার, চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় বাদ মাগরিব হতে এশা পর্যন্ত ‘পবিত্র গেয়ারভী শরীফ’ যথাযোগ্য মর্যাদা সহকারে উদযাপিত হবে।

সিলসিলার ভাই-বোন ও আশেকানদের উক্ত পবিত্র অনুষ্ঠানে যোগদানের দাওয়াত রইল।

সালামান্তে,
আলহাজ্ব মোহাম্মদ মহসিন আলহাজ-সিনিয়র ভাইস প্রেসিডেন্ট

মোহাম্মদ আনোয়ার হোসেন-  সেক্রেটারী জেনারেল
আন্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রাম।

শেয়ার
  •  
  •  
  •  
  •