আনজুমান-জামেয়ার খেদমতগার শেখ আহমদ লাইফ সাপোর্টে, দোয়া কামনা

0
আনজুমান -জামেয়ার খেদমতগার শেখ
আহমদ লাইফ সাপোর্টে, দোয়া কামনা
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সহ-সভাপতি, কর্ণফুলীর সভাপতি, দরবারে সিরিকোট, আনজুমান- জামেয়ার খাস খেদমতগার, বিশিষ্ট ব্যবসায়ী, সৎ, স্পষ্টভাষী, ন্যায়নিষ্ট, পরোপকারী স্বভাব ও আদর্শের একজন ব্যক্তিত্বশালী আলহাজ্ব শেখ আহমদ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ইতিমধ্যে তাঁর আশু আরোগ্য কামনায় পবিত্র মক্কা শরীফ, মদিনা শরীফ, বিভিন্ন মসজিদ, সিরিকোট দরবার, আলমগীর খানকা, জামেয়া মাদ্রাসা, শাহ আমানত, গরীব উল্লাহ শাহ, মিসকিন শাহ, বদরশাহ, শাহ মোহছেন আউলিয়া, বদনা শাহ, বিভিন্ন মাদ্রাসায় খতমে বোখারী, খতমে কুরআন, খতমে গাউসিয়া, দাওয়াতে সেফা পড়ানো হয়েছে। এদিকে তাঁর পরিপূর্ণ সুস্থতা কামনায় মহান আল্লাহ পাকের দরবারে প্রতিদিন দোয়া করার জন্য দেশ – বিদেশের ওলামা মাশায়েখ, ও সকল সুন্নী মুসলিমদের নিকট দোয়া কামনা করেছেন আনজুমান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, জামেয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অসিউর রহমান আল কাদেরী, গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার, চট্টগ্রাম মহানগরের আহবায়ক মীর সেকান্দর মিয়া, সদস্য সচিব সাদেক হোসেন পাপ্পু।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় ১টি ৬ষ্ঠতলা বিশিষ্ট ভবন করে দিয়েছেন যা কেউ জানতেন না। চট্টগ্রাম সহ কর্ণফুলী এলাকায় গরিব অসহায়দের তিনি ত্রাতা। এভাবে প্রতিনিয়ত দান সদকা যেন নিত্যদিনের কাজের অংশ। সত্যিই অসাধারণ যা আজকাল সমাজে অত্যন্ত বিরল। এমন একজন ব্যক্তি যিনি জীবনের সব সময় মানুষের ভালো চিন্তা করেন কিভাবে মানুষকে দান সদকা করা যায় সেই চিন্তা করেন এবং ধর্মের প্রতি রয়েছে তার অত্যন্ত বিশ্বাস ও অবিচল আস্থা। মানবকুলের প্রথিতযশা এই ব্যক্তির জন্য মহান আল্লাহ ও তাঁর প্রিয় হাবীব-এর দরবারে শেফায়ে আজেলা কামনা করছি এবং তাঁর হায়াতে তৈয়বার জন্য সকলের কাছে দোয়া চাই। হে আল্লাহ আপনি এই মানব সেবক কে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দিন আমিন।
শেয়ার
  •  
  •  
  •  
  •