আনজুমান পরিচালিত মাদরাসাসমূহের মিসকিন ফান্ডে যাকাত ফিতরা দান করুন

0
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট
পরিচালিত মাদরাসাসমূহের মিসকিন ফান্ডে
যাকাত ফিতরা দান করুন
চট্টগ্রাম-ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত হচ্ছে বহু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ইসলামের সঠিক রূপরেখার আলোকে মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়তে প্রতিষ্ঠানগুলো পালন করে যাচ্ছে অনন্য ভূমিকা। আর এসব মাদরাসায় রয়েছে অনেক অনাথ-ইয়াতীম ছাত্র। তারা মাদরাসায় বিনা খরচে থাকা-খাওয়া ও লেখাপড়ার সুযোগ পাচ্ছে। তাদের জন্য রয়েছে মিসকিন ফান্ড। এ ফান্ড হতে প্রতি বছর গরিব ইয়াতীম শিক্ষার্থীদের জন্য ব্যয় হচ্ছে বিপুল অঙ্কের অর্থ। আনজুমান ট্রাস্টের যোগ্য তদারকি এবং ধর্মপ্রাণ ও দানশীল ব্যক্তিদের যাকাত-ফিতরার প্রদত্ত টাকায় এ ফান্ড সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।
যাকাত-সাদকা প্রদান ইবাদত হিসেবে গণ্য। এ ব্যাপারে প্রিয়নবী মোস্তফা সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেন, নিশ্চয় কেয়ামতের দিন মু’মিনের ছায়া হবে তাদের সদকাসমূহ। অন্যত্র ইরশাদ করেন যাকাত অনাদায়ের কারণে জলে-স্থলে সম্পদ বিনষ্ট হয়। উল্লিখিত দু’টি হাদিসে একদিকে আদায়ের পুরস্কার অন্যদিকে অনাদায়ে ক্ষতি সম্পর্কে বর্ণিত হয়েছে।
কাজেই অধিকহারে পুণ্যার্জনের এ সুযোগ লাভে কার্পণ্য প্রকাশ সমীচীন নয়। এ মালী ইবাদত বয়ে আনবে সার্বিক কল্যাণ। আনজুমান ট্রাস্ট পরিচালিত মিসকিন ফান্ডে প্রদত্ত অর্থ শরিয়ত মোতাবেক যথাযথভাবে ব্যয় করা হয়। কাজেই এটা নির্ভরযোগ্য মিসকিন ফান্ড। এতে দান-সদকা একদিকে হক্কানী আলেম তৈরিতে সহায়ক হবে অন্যদিকে সাদকা-ই জারিয়া হিসেবে দানকৃত অর্থ পুণ্যার্জনের ধারা অব্যাহত রাখবে।
ধর্মপ্রাণ মুসলিম ভাইদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা যাকাত-ফিতরার অর্থ আনজুমান ট্রাস্ট পরিচালিত মাদরাসার মিসকিন ফান্ডে প্রদান করে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির দ্বার উন্মুক্ত করুন।
নিবেদক
আলহাজ্ব মোহাম্মদ মহসিন-সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন – সেক্রেটারি জেনারেল
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট
৩২১, দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম। ফোন: ৬৩৪২৪১, ৬২৪৩২২, ২৮৬৩৮৩৭, ২৮৫৫৯৭৬, ৬৫৫৪৭৮
শেয়ার
  •  
  •  
  •  
  •