ইসলামের নামে সহিংশতা ও জঙ্গী তৎপরতা বন্ধ করতে হবে

0
নানুপুর এফ,এ, ইসলামিয়া সুন্নিয়া মাদরাসায় মিলাদুন্নবী মাহফিলে আলহাজ্ব মোহাম্মদ মহসিন
ইসলামের নামে সহিংশতা ও জঙ্গী তৎপরতা বন্ধ করতে হবে
ফটিকছড়ি নানুপুরস্থ এফ.এ ইসলামিক মিশনের উদ্যোগে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওরছে কুল মাহফিল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা সৈয়দ মুহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে ২৫ মার্চ এফ.এ ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আন্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ভাইস সিনিয়র প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী। বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, গবেষক আল্লামা এম.এ মান্নান, শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলেমান আনছারী, প্রধান ফকিহ আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, খতিব আল্লামা ক্বারী সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, উপাধ্যক্ষ আল্লামা ড. মুহাম্মদ লেয়াকত আলী। পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা ইব্রাহিম কাসেম আলকাদেরী, উপাধ্যক্ষ আল্লামা তৈয়্যব খান আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা আবুল কালাম রেজভী, উপাধ্যক্ষ আল্লামা আব্দুস শুক্কুর আনসারী, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আলকাদেরী, আল্লামা তৈয়্যবুল আলম আলকাদেরী, আল্লামা মুহাম্মদ হামেদ রেজা নঈমী, মাওলানা সরওয়ার আলম আলকাদেরী, মাওলানা জসিম উদ্দিন আবেদী, মাওলানা নঈমুল হক নঈমী, আলহাজ্ব মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা আবু নাছের মুহাম্মদ তৈয়্যব আলী, মাওলানা কামরুল হুদা, হাফেজ মাওলানা দিদারুল আলম, মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন, মাওলানা ফজলুল বারী, মাওলানা ইসমাইল হোসাইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুহাম্মদ মহসিন বলেন, ইসলামের নামে সহিংশতা ও জঙ্গী তৎপরতা বন্ধ করতে হবে। অন্যথায় দেশ ও জাতি মহা বিপদের সম্মূখিন হবে। ইসলাম শান্তির ধর্ম। সাম্য, মৈত্রী ও ভালোবাসার মাধ্যমে রাসুল করিম ইসলামের সুমহান বাণী পৌঁছে দিয়েছিলেন। যার কারণে আজকে পৃথিবীর দেশে দেশে ইসলাম তথা মহানবীকে নিয়ে গবেষণা চলছে। বিশ্বব্যাপী করোনা মহামারী হতে বাঁচতে হলে ইসলামের সঠিক আদর্শ ও নবী করিমে সুন্নতের উপর আমলের কোন বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় আউলিয়া কেরামের দেখানো পথে মতে নিজের জীবন পরিচালিত করলেই শান্তির সমাজ বিনির্মিত হবে। সুন্নি আক্বিদা ভিত্তিক দ্বীনি শিক্ষার প্রসারে সমন্বীত উদ্যোগ গ্রহণ করতে হবে। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে খতমে কোরআন, খতমে গাউসিয়া শরীফ, খতমে খাজেগান, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল ও খতমে সহীহ বোখারী শরীফ এবং আখেরি মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ভারতে পবিত্র কোরআনের আয়াত পরিবর্তনের রিটঃ ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র
                                                           …আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ
চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অডিটরিয়মে গত ২১ মার্চ চট্টগ্রামের স্বনামধন্য প্রখ্যাত ওলামায়ে আহলে সুন্নাতের উপস্থিতিতে রমজানুল মোবারক এবং সম-সমায়িক স্পর্শকাতর জরুরী বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী ।
আলোচনায় অংশগ্রহণ করেন আনজুমান রিসার্চ সেন্টারের মহা-পরিচালক আল্লামা আব্দুল মান্নান, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ফিক্হ আল্লামা কাজী আব্দুল ওয়াজেদ, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের কো-চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা সোলায়মান আনসারী, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী, অধ্যক্ষ মাওলানা ইসমাঈল নোমানী, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ আনোয়ারী, ডক্টর মাওলানা আনোয়ার হোসাইন, হাফেজ আনিস উজ-জমান, আল্লামা সৈয়দ জালাল উদ্দীন আযহারী, ইমাম গাজী শেরে বাংলার দৌহিত্র মাওলানা ইউনুস রেজভী প্রমূখ।
উপস্থিত ওলামায়ে কেরাম ভারতের আদালতে শিয়া সম্প্রদায়ের জৈনিক ব্যক্তি কতৃক পবিত্র কোরআনের ২৬টি আয়াতে করিমা পরিবর্তনের রিট দায়ের করায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং বলেন মূলত এটা বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। বক্তারা ষড়যন্ত্রমূলক এ রিট অতিসত্ত্বর খারিজ করে ভারতসহ বিশ্বের কোটিকোটি মুসলমানদের অন্তরের জ্বালা নিরসন ও সর্বশ্রেষ্ঠ পবিত্র ঐশী গ্রন্থ আল কোরআনেরর প্রতি সম্মান প্রদর্শন করার জন্য ভারতের সুপ্রিম কোর্টের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী বলেন- পবিত্র কোরআনের একটি শব্দ ও একটি অক্ষর পরিবর্তনের ক্ষমতা কারো নাই। আল্লাহ-রাসূল, ইসলাম ও মুসলমানের দুশমনরা যুগেযুগে এধরনের ষড়যন্ত্র করেছে তারা ধ্বংস হয়েছে; ধ্বংস হতে বাধ্য । আরব ও বাংলাদেশসহ প্রত্যেক মুসলিম দেশের রাষ্ট্র প্রধানগণের ঈমানী দায়িত্ব তারা যেন ভারতের রাষ্ট্রদূত কে তলব করে কড়া ভাষায় তীব্র প্রতিবাদ জানায়।
গাউসিয়া কমিটির সাংগঠনিক তৎরপতা
রংপুর মহানগর শাখার কাউন্সিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ রংপুর মহানগর শাখার কাউন্সিল গত ১৫ মার্চ স্থানীয় সুমি কমিউনিটি সেন্টারে আলহাজ¦ মোহাম্মদ ওয়াজেদ আলী দুলুর সভাপতিত্বে ও আলহাজ¦ মোহাম্মদ আলী আকবর বাদলের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়্যারম্যান আলহাজ¦ পেয়ার মোহাম্মদ কমিশনার। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহা সচিব আলহাজ¦ এডভোকেট মোসাহেব উদ্দীন বখতিয়ার। এতে রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ডের প্রতিনিধি, পীর ভাই ও বিভিন্ন দরবারের পীর মাশায়েখ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা শাহিন আলম, নাতে রসূল পরিবেশন করেন মোহাম্মদ রেজাউল করিম হায়দার (সহ-সভাপতি), গাউসিয়া কমিটি বাংলাদেশ, খিলগাও থানা, ঢাকা মহানগর। আলোচনায় অংশ গ্রহণ করেন আলহাজ¦ মোহাম্মদ আব্দুল খালেক, আলহাজ¦ মোহাম্মদ তানবীর হোসেন আশরাফী, মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম, মওলানা হাফেজ মোহাম্মদ আবু ইশা, আলহাজ¦ মোহাম্মদ হাফিজার রহমান, আলহাজ¦ মোহাম্মদ খোরশেদুল আলম, মোহাম্মদ হাসান আলী, মোহাম্মদ নুরুল ইসলাম মিঠুল।
প্রধান অতিথি ও বিশেষ অতিথির আলোচনা শেষে কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর সম্মানীত চেয়্যারম্যান, আলহাজ¦ পেয়ার মোহাম্মদ কমিশনার নিন্ম লিখিত রংপুর মহানগর গাউসিয়া কমিটির উপদেষ্টা পরিষদ ও কার্যকারী পরিষদ ঘোষনা করেন। অনুষ্ঠান শেষে মিলাদ ও দে’আ পরিবেশন করেন মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম (সুপার) তাহেরিয়া বদরুল আলম রোনা সুন্নিয়া দাখিল মাদ্রাসা, চিলাহাটি।
উপদেষ্টা পরিষদ- সৈয়দ শামসুল হক বাবু, হযরতুলহাজ¦ আল্লামা ড. মোহাম্মদ আফজাল হোসাইন, শাহ সুফি মোহাম্মদ আবরার আশরাফী (খলিফা), আলহাজ¦ মোহাম্মদ আব্দুল খালেক, অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী, আলহাজ¦ মোহাম্মদ তানবীর হোসেন আশরাফী, হযরতুলহাজ¦ শাহ্ মোহাম্মদ গোলাম মুরতুজা আজিজি, আলহাজ¦ নুরুল ইসলাম নুরু, আলহাজ¦ মাওলানা আজগর আলী, মওলানা মোহাম্মদ তাজুল ইসলাম, মাওলানা সৈয়দ মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ রেজাউল করিম হায়দার, মোহাম্মদ রিদওয়ান আশরাফী, মওলানা হাফেজ মোহাম্মদ আবু ইশা, আলহাজ¦ মোহাম্মদ জহিরুল হক, আলহাজ¦ ডা. বি. এ. আনছারী, মোহাম্মাদ আলী, হযরতুলহাজ¦ মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক (কাজী), ১৯. মাওলানা সৈয়দ মোহাম্মদ আতিকুল ইসলাম আনাস।
কার্যকারী পরিষদ- সভাপতি আলহাজ¦ মোহাম্মদ ওয়াজেদ আলী দুলু, সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ মোহাম্মদ হাফিজার রহমান, সহ সভাপতি আলহাজ¦ মোহাম্মদ খোরশেদুল আলম, আলহাজ¦ অধ্যক্ষ মোহাম্মদ আতিয়ার রহমান প্রামাণিক, মোহাম্মদ হাসান আলী, সেক্রেটারী আলহাজ¦ মোহাম্মদ আলী আকবর বাদল, সহকারী সেক্রেটারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম খন্দকার, কোষাধ্যক্ষ আলহাজ¦ মোহাম্মদ নিজাম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম কোরায়েশী, প্রচার সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান জীবন, যুগ্ম-প্রচার সম্পাদক মোহাম্মদ আনিকুল আহসান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আমিনুল আহসান বিপ্লব, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মিঠুল, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম। নির্বাহী সদস্য প্রফেসর মোহাম্মদ মোস্তাকিম, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ জালাল উদ্দীন, মোহাম্মদ জাভেদ আলী, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ জয়নাল আবেদীন, আলহাজ¦ মকবুল হোসেন, কাজী মুহাম্মদ এনামুল হক, মোহাম্মদ ওসমান গনি, আলহাজ¦ মোহাম্মদ সাইদুর রহিম সফি, মোহাম্মদ জিয়া উদ্দীন আদিল, মোহাম্মদ আসলাম পারভেজ, মোহাম্মদ জিন্নুর ইসলাম, মোহাম্মদ হায়দার আলী, মওলানা মোহাম্মদ মমিনুল ইসলাম (গণপূর্ত বিভাগ), মোহাম্মদ খোদা বক্স, মোহাম্মদ বাদল আশরাফী, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম দুলাল।
রংপুর জেলায় গেয়ারভী শরীফ
গাউছিয়া কমিটি বাংলাদেশ রংপুর জেলা শাখার পবিত্র গেয়ারভি শরীফ মাহফিল গত ২৫ মার্চ নিউ ইঞ্জিনিয়ার পাড়ায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা গাউছিয়া কমিটির সভাপতি আব্দুল কাদির খোকন, বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ শাহীন আলম। মাহফিল পরিচালনা করেন জিয়াদ পুকুর মাজার শরীফ সুন্নীয়া দাখীল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, দোয়া মুনাজাত করেন মাওলানা মোহাম্মদ সাহীদার রহমান। উপস্থিত ছিলেন আলহাজ্ব মুজিবুর রহমান, মুস্তাক আহমদ, মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
খিলগাঁও থানা শাখার ফ্রি চিকিৎসা
ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ, খিলগাঁও থানা, ঢাকার ব্যবস্থাপনায় গত ২৭ মার্চ প্রভাতী সংসদ, প্রভাতীবাগ, খিলগাঁও, ঢাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ কর্মসূচী ও মাদকের কুফল সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকার সভাপতি জনাব আলহাজ আবদুল মালেক বুলবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাসেম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, তাহেরিয়া সুন্নিয়া কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব হযরত আলী, এলকার বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব। গাউসিয়া কমিটি বাংলাদেশের বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথিবৃন্দ গাউসিয়া কমিটি বাংলাদেশ, খিলগাঁও থানার বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন, এই ধরনের কর্মকান্ড পরিচালনা করার জন্য অন্যান্য ধর্মীয় ও সামাজিক সংগঠন সমূহকে আহবান জানানো হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ খিলগাঁও থানার পক্ষ থেকে সম্মানিত খতীবগণকে মাদকের কুফল সম্পর্কে নিজ নিজ মসজিদে জুমার নামাজের বক্তব্যের সময় আলোচনা করার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য অনুরোধ জানান।
পরিশেষে স্বাধীনতা সংগ্রামের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার মাহফিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র মেরাজুন্নবী উপলক্ষে মাহফিল গত ১১ মার্চ সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগরের সঞ্চালনায় মাহমুদ খান জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত। তকরির পেশ করেন কাদেরীয়া তৈয়বীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবদুল আলিম রিজভী। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানার সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিন। বক্তব্য রাখেন পাহাড়তলী থানা সদস্য মুহাম্মদ আহমদ ছাফা, ৯নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নাঈমুল হাসান তানভীর, অর্থ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, প্রচার সম্পাদক আতিকুর রহমান হৃদয়, সদস্য মুহাম্মদ মুসলিম মিয়া, গোলপাহাড় ইউনিটের সভাপতি মুহাম্মদ আলী হোসেন, ইস্পাহানী ইউনিটের সহ-সভাপতি মুহাম্মদ মামুন, নাজমুল হোসেন তৌহিদ, মুহাম্মদ ইসতিয়াক, মুহাম্মদ রিফাত, মুহাম্মদ রাকিব, মুহাম্মদ ইয়াকিন, মুহাম্মদ সাইফুল, মুহাম্মদ সৌরভ প্রমুখ।
পাহাড়তলী ১২নং ওয়ার্ড শাখার
মাসিক সভা ও দাওয়াতে খায়র মাহফিল
গাউছিয়া কমিটি বাংলাদেশ ১২নং ওয়ার্ড শাখার মাসিক সভা ও দাওয়াতে খায়র মাহফিল গত ১৮ মার্চ মুহাম্মদ আলাউদ্দিন খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ ইউছুপ আলীর সঞ্চালনায় ভেলুয়ার দিঘী শাহী জামে মসজিদের ২য় তলায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ১২নং ওয়ার্ড শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন, পাহাড়তলী ইউনিট শাখার প্রচার সম্পাদক মুহাম্মদ নেজাম, পীর আলী শাহ্ ইউনিটের সভাপতি মুহাম্মদ জাফর এবং মধ্যম সরাইপাড়া ইউনিট শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মান্নান, মুহাম্মদ শামছুল হক (ভাসানী) প্রমুখ। দাওয়াতে খায়র বিষয়ে আলোচনা করেন ভেলুয়ার দিঘী শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুখতার আহমেদ আল-ক্বাদেরি।
চন্দনাইশ পৌরসভা ৯নং
ওয়ার্ড শাখার কাউন্সিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ পৌরসভা ৯নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল গত ১২ মার্চ শুক্রবার চন্দনাইশ পৌরসভা গাছবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কমিটির সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ গাজী নুরুল আবছারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন সবুর। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নেজাবত আলী বাবুল, মুহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ মাষ্টার, সহ-সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর আহমদ, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, চন্দনাইশ উপজেলার সভাপতি মাওলানা আব্দুল গফুর খান, মাওলানা আবুল কাশেম আনসারী, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ লোকমান, পৌরসভার সভাপতি আলহাজ্ব মেজবাহ উদ্দিন, সি: সহ-সভাপতি জসিম উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম, মুহাম্মদ আমির হোসেন। উপস্থিত ছিলেন মুহাম্মদ জমির উদ্দিন, মুহাম্মদ মঈন উদ্দিন, মোসলেম উদ্দিন, সেলিম উদ্দিন খোকা, মুহাম্মদ জাফর চৌধুরী, আবু ছালেক, আব্দুস সালাম, আব্দুল আলিম চৌধুরী, রিদোয়ানুল ইসলাম, সেকান্দর হোসেন সোহেল, মিনহাজ উদ্দিন, আবু জাসেদ, গিয়াস উদ্দিন, ইয়াছিন আরফাত, একরামুল ইসলাম রাহাত, সাঈদ হোসেন, পারভেজ প্রমুখ। জাফর আহমদকে সভাপতি, গাজী নুরুল আবছার কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ২০২১-২০২৩ কার্যকরী কমিটি গঠন করা হয়।
চন্দনাইশ পৌর ওয়ার্ড শাখার কাউন্সিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ পৌরসভা ৬নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল কমিটির সভাপতি মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী’র সভাপতিত্বে ১২ মার্চ জুমাবার খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়বিয়ায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন সবুর। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নেজাবত আলী বাবুল, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ মাষ্টার, সহ-সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর আহমদ, চন্দনাইশ পৌরসভার সভাপতি আলহাজ্ব মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম। নির্বাচন কমিশনার ছিলেন গাউসিয়া কমিটি চন্দনাইশ পৌরসভার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মঈন উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম ইয়াছিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা আহমদুর রহমান আনসারী, সিরাজুল ইসলাম কোম্পানী, রফিক আহমদ কোম্পানী, মাহমুদুর রহমান আলকাদেরী, মুজিবুর রহমান কোম্পানী, আব্দুল মজিদ, রফিক আহমদ, আব্দুর রহিম সওদাগর, রিদোয়ান সাজ্জাদ প্রমুখ। ফজল আহমদ জেহাদীকে সভাপতি আলহাজ্ব জাফর আহমদ কোম্পানীকে সাধারণ সম্পাদক, আদনান হোসাইনকে সাংগঠনিক সম্পাদক, আরমান হোসাইনকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
সাতবাড়িয়া শাখার মিলাদুন্নবী মাহফিল
গাউসিয়া কমিটি চন্দনাইশ সাতবাড়িয়া মোজাহের পাড়া ইউনিট শাখার উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী মাহফিল প্রবীন আলেমেদ্বীন মাওলানা মোহাম্মদ আলী’র সভাপতিত্বে গত ১৬ মার্চ মোজাহের পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোছাইন আল-কাদেরী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা সৈয়দ হাসান আল-আযহারী, হাফেজ মাওলানা ক্বারী হারুনুর রশিদ, মাওলানা মুহাম্মদ ওয়াসুল করণী, মাওলানা মুহাম্মদ আরফাত উদ্দিন আলকাদেরী। উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ জহির উদ্দীন হিরু, খোরশেদ আলম মেম্বার, এড. মোজাম্মেল হক ফারুকী, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ সাহেদ, মোহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ বেলাল, আবুল কালাম, আবু বক্কর, মোহাম্মদ মিজান, আবু ছিদ্দিক, মোহাম্মদ রবিন, শাকিল, পারভেজ, রিয়াদ প্রমুখ।
পটিয়া বড়লিয়া ইউনিয়ন
শাখার কাউন্সিল সম্পন্ন
গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল গত ১৯ ফেব্রুয়ারি ওকন্যারা সৈয়দ খান (রহঃ) কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
বড়লিয়া ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব আলী আকবর খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সংর্বধেয় অতিথি ছিলেন এড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্রগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কামরুদ্দিন সবুর। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, দক্ষিণ জেলার সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নেজাবত আলী বাবুল, সহ সংগাঠনিক সম্পাদক আলহাজ্ব মোজাফফর আহমদ, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা সভাপতি মাহবুবুল আলম এম.কম. সহ প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী শামীম, নির্বাচন কমিশন সদস্য ছিলেন সিনিয়র সহ সভাপতি ডা. মুহাম্মদ আবু ছৈয়দ, সহ সভাপতি আবদুল মোনাফ চৌধুরী, যুগ্ম সম্পাদক জাগির হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুর রহমান, অর্থ সম্পাদক মুহাম্মদ নুরুল আবছার, সহ অর্থ সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম, দাওয়াতে খায়র সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন।
নির্বাহী সদস্য-মুহাম্মদ আবু নাছের, মুহাম্মদ ফৌজুল কবির চৌধুরী ও শাখাওয়াত হোসেন হিরু প্রমুখ। উপস্থিত ডেলিগেটদের মতামতের ভিত্তিতে আলহাজ্ব আলী আকবর খানকে প্রধান উপদেষ্টা, জাহাঙ্গীর আলমকে সভাপতি, মুহাম্মদ নুরুল আবছারকে সাধারণ সম্পাদক ও তাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আনোয়ারা সদর ইউনিয়ন
শাখার অভিষেক
গাউসিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা সদর ইউনিয়ন শাখার অভিষেক অনুষ্ঠান ও দাওয়াতে খাইর প্রশিক্ষণ কর্মশালা মোহাম্মদ মিয়া মেম্বারের সভাপতিত্বে ও মোহাম্মদ বোরহান উদ্দিন ছিদ্দিকী সুমন এর সঞ্চলনায় বিলপুর আজগর আলী তালুকদার শাহী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কমর উদ্দিন সবুর, প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ মাষ্টার, বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোজাফফর আহমদ, আনোয়ারা উপজেলা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলুল করিম আনোয়ারী, সাধারণ সম্পাদক এম.মনির আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নাজিম্ উদ্দিন চৌধুরী, এস.এম. আব্বাস। উপজেলা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ শামসুল আলম, আলহাজ্ব মোহাম্মদ লোকমান, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ এমদাদুল হক বকুল, মোহাম্মদ আলমগীর চৌধুরী, এম. মোজাম্মেল হক ও মোহাম্মদ নুরুল ইসলাম (নুরু) প্রমুখ।
বরুমচড়া ইউনিয়ন শাখার অভিষেক
গাউসিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলাধীন বরুমচড়া ইউনিয়ন শাখার অভিষেক অনুষ্ঠান ও দাওয়াতে খাইর মাহফিল প্রশিক্ষণ কর্মশালা হাজী মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে ও মোহাম্মদ ইলিয়াছ রেজার সঞ্চালনায় আদর্শ পাড়া হযরত আবু বকর (রাঃ) জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ মাষ্টার, প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোজাফফর আহমদ, বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-দাওয়াতে খাইর সম্পাদক মাওলানা মোহাম্মদ মোরশেদুল হক আলকাদেরী, বিশেষ অতিথি ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম.মনির আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী বজল আহমদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন চৌধুরী, এস.এম. আব্বাস, মাওলানা মোহাম্মদ ইদ্রিছ আনোয়ারী।
জাহানপুর ইউনিট শাখার কাউন্সিল সম্পন্ন
গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণ উপজেলা শাখার আওতাধীন জাহানপুর ইউনিট শাখার কাউন্সিল গত ৩ এপ্রিল বিএমসি কলেজ সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে শাখার সভাপতি মুহাম্মদ দিদারুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণ উপজেলা শাখার সহ দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা হারুনুর রশীদ আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ জাফতনগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দীন চৌধুরী লাভলু। বক্তব্য রাখেন মাওলানা কুতুব উদ্দীন রেজভী, মাওলানা হাফেজ আব্দুর রহমান আলকাদেরী, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা জোবায়ের হোসাইন ক্বাদেরী, মাষ্টার মুহাম্মদ জসিম উদ্দিন, মাষ্টার মুহাম্মদ বেলাল উদ্দীন, মুহাম্মদ নূরুল আলম মোস্তফা। উপস্থিত ছিলেন মুহাম্মদ নূরুল আলম,মুহাম্মদ আলমগীর, মুফতি বিল্লাল প্রমূখ।
উক্ত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মাষ্টার মুহাম্মদ জসিম উদ্দিনকে সভাপতি ও মাওলানা মুহাম্মদ জোবায়ের হোসাইন কাদেরীকে সাধারণ সম্পাদক, মাষ্টার মুহাম্মদ নুরুদ্দীনকে সাংগঠনিক সম্পাদক এবং মুহাম্মদ আবু হেনা মোস্তফাকে অর্থ সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট গাউসিয়া কমিটি বাংলাদেশ জাহানপুর ইউনিট শাখা গঠন করা হয়।
এছাড়াও আলহাজ্ব মাওলানা ইসমাইল আলকাদেরী, আলহাজ্ব মুহাম্মদ মজলিশ মিয়া সওদাগর, মুহাম্মদ দিদারুল আলম মুন্না সহ ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।
দক্ষিণ ধর্মপুর শাহী জামে
মসজিদ শাখার কাউন্সিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণ উপজেলা শাখার আওতাধীন ১৮ নং ধর্মপুর ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর শাহী জামে মসজিদ ইউনিট শাখার কাউন্সিল অধিবেশন দক্ষিণ ধর্মপুর জি এম ফোরকানীয়া মাদ্রাসা প্রাঙ্গণে শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা সরওয়ার আলম আলক্বাদেরী।
প্রধান কাউন্সিলর ও প্রধান বক্তা ছিলেন যথাক্রমে ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা হারুনুর রশীদ আলকাদেরী ও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা কুতুব উদ্দীন রেজভী। বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান আনসারি, মাওলানা শহিদুল আজম, হাফেজ মুহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ শফিউল আলম লালু। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ফরিদুল আলম, হাজ্বী আব্দুল হাকিম, মুহাম্মদ আইয়ুব আলী, মুহাম্মদ জামাল উদ্দিন, জহুর আহমদ, মুহাম্মদ ইকবাল হোসেন রোভেল, দিদারুল আলম, আব্দুল মান্নান, মুহাম্মদ জালাল উদ্দিন প্রমূখ।
হাজ্বী মুহাম্মদ শহীদুল্লাহকে সভাপতি ও মুহাম্মদ শফিউল আলম লালুকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট শাখা গঠন করা হয়।
নানুপুর ইউনিয়ন শাখার অভিষেক সম্পন্ন
গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণ উপজেলা শাখার আওতাধীন ১৪নং নানুপুর ইউনিয়ন শাখা ও ইউনিয়নের আওতাধীন ইউনিটসমূহের অভিষেক অনুষ্ঠান গত ২৪ মার্চ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আবু জাফর হেলালীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি আল্লামা সৈয়্যদ মুঈনুল ইসলাম আলকাদেরী। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার। বিশেষ অতিথি ছিলেন এফ. এ. ইসলামিক সুন্নিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়্যদ জয়নুল আবেদীন আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা সরওয়ার আলম আলক্বাদেরী, শপথ বাক্য পাঠ করান উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নঈমুল হক নঈমী। বক্তব্য রাখেন, মাষ্টার আবুল হোসাইন, মাওলানা হারুনুর রশীদ আলকাদেরী, আল্লামা কামরুল আহসান, মাওলানা জয়নাল আবেদিন, ফরিদুল আলম সওদাগর, আইয়ুব আলী, সরওয়ার আলম, সৈয়্যদ মুহাম্মদ মারুফ, মুহাম্মদ নাজমুল হাসান, মুহাম্মদ মুখতার।
বেতাগীতে ইমাম আজম আবু হানিফা রহ. স্মরণে মাহফিল
বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় ও বেতাগী রহমানিয়া জামেউল উলূম মাদরাসার সহযোগিতায় ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলায়হির স্মরণে ৭ম মাহফিলে বক্তারা বলেন, ইমাম আযম আবু হানিফা প্রবর্তিত হানাফী মাযহাব বিশুদ্ধ ও সর্বাধিক অনুসরণকারী মাযহাব। যারা চার মাযহাব মানে না তারা পথভ্রষ্ট। গত ১৪ মার্চ রাঙ্গুনিয়াস্থ দরবারে বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান (আশরফ শাহ্)। প্রধান অতিথি ছিলেন মাওলানা হাফেজ সৈয়দ রুহুল আমীন, প্রধান আলোচক ছিলেন মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী, মাওলানা ইলিয়াছ নুরী, মাওলানা আহমদ করিম নঈমি, মাওলানা মাহফুজুল হক আলকাদেরী, মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা মুহাম্মদ আলী নঈমি প্রমুখ।
পটিয়ায় এম.এন গ্রুপের নূর ওয়াশিং পাউডার উদ্বোধন
সম্প্রতি পটিয়া পাঁচুরিয়া মেসার্স নূর সোপ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গনে এম. এন. গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নূর ওয়াশিং পাউডার ও নূর বিউটি সোপ শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা এম. এন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ নূর সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া রানির হাট আল- আমিন ফাজিল মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা গাজী আবুল কালাম বয়ানী। প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদিস আলহাজ্ব মাওলানা মুফতি সোলাইমান আনছারী। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড চাক্তাই মডেল শাখার সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ হারুন উর রশিদ। উপস্থিত ছিলেন নূর সোপ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালক মুহাম্মদ নূর আলি চৌধুরী, মুহাম্মদ নূর রহমান চৌধুরী, এম.এন. ট্রাস্টের পরিচালক মুহাম্মদ নূর রায়হান চৌধুরী, মুহাম্মদ নেজাম উদ্দিন, জাকের, সাইফুদ্দিন খালেদ চৌধুরী, ট্টেইনার রকি চৌধুরী, মুহাম্মদ সাকিব আল-কাদেরী প্রমূখ।
নূর ওয়াশিং পাউডার এর অনন্য ফর্মূলা সাদা কাপড় কে করে অধিক সাদা এবং রঙিন কাপড় কে করে নতুনের মত উজ্জ্বল। কাপড়ের উর্জ্জলতা অটুট রাখতে নূর ওয়াশিং পাউডার খুবই কার্যকর ও উন্নত বলে জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।
রাউজানে দক্ষিণ হিংগলা তৈয়্যবিয়া স্মৃতি সংসদের সুন্নী সম্মেলন ও সংবর্ধনা
রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবিয়া স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় সুন্নী সম্মেলন গত ২৩ মার্চ সম্পন্ন হয়েছে।
দক্ষিণ হিংগলা তৈয়্যবিয়া জামে মসজিদ ময়দানে গাউসিয়া কমিটি দক্ষিণ হিংগলা ও কলমপতি শাখার সহযোগিতায় আয়োজিত সম্মেলনে প্রধান ও সংবর্ধিত অতিথি ছিলেন পৌরসভার নবনির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার। সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা আবু মুছা সিদ্দীকির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপাধ্যক্ষ মুফতি আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক, দাওয়াতে খায়র মাহফিল পরিচালনা করেন সাদার্ন ইউনিভার্সিটির প্রভাষক সৈয়দ জালাল উদ্দিন আযহারী।
সংবর্ধিত অতিথি ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যাপক আবু তালেব বেলাল, আহসান হাবিব চৌধুরী হাসান, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ্, এরশাদ খতিবী ও পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। আলোচক ছিলেন সিদ্দিক আহমদ কন্ট্রাক্টর, খতিব সেকান্দর হোসাইন আলকাদেরী, মাওলানা আবু তৈয়ব আনছারী, মাওলানা ছালামত রেজা কাদেরী ও খতিব আহমদুল হক কাদেরী।
মাকসুদুল আলম সুমন ও মোরশেদুল আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আবদুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী, সোলাইমান মেম্বার, আবদুর রহিম, মিজানুল করিম রাহাত, ফোরকান উদ্দিন রুবেল ও ওমর ফারুক সুজন।
শোক সংবাদ
মীর মুহাম্মদ সেকান্দর মিয়ার ইন্তেকাল
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি সিলসিলায়ে আলীয়া ক্বাদেরীয়ার অন্যতম খেদমতগার আলহাজ্ব মীর মুহাম্মদ সেকান্দর মিয়া (৭২) গত ১ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ৮টায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয় স্বজন সহ অসংখ্য পীর ভাই রেখেযান। মরহুমের ১ম নামাজে জানাযা ঐদিন বাদে জোহর জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা ময়দানে, ২য় নামাজের জানাযা বাদে মাগরিব দেওয়ানহাট ফায়ার ব্রিগেড মাঠে অনুষ্ঠিত হয়। মীর সেকান্দর মিয়ার ইন্তেকালে আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক, এসিসট্যান্ট জেনারেল সেক্রেটারি এস.এম. গিয়াস উদ্দিন শাকের, প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারি অধ্যাপক কাজী সামশুর রহমান, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়ার চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর দিদারুল ইসলাম, অধ্যক্ষ/সচিব আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, করোনা রোগীর সেবা ও মৃতদেহ কাফন-দাফন কর্মসূচীর প্রধান সমম্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার ভারপ্রাপ্ত সভাপতি জমির উদ্দীন মাস্টার, সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি কমর উদ্দিন সবুর, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি আলহাজ্ব তছকির আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আল কাদেরী, শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ যে মীর মুহাম্মদ সেকান্দর মিয়া গাউসিয়া কমিটি ডবলমুরিং থানার সভাপতি, হাসান আলী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, গাউসিয়া তৈয়্যবিয়া মোজাহেরিয়া-মকসুদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, পোস্তার পাড়া মীর বাড়ী সরকারি প্রাইমারী বালিকা বিদ্যালয়ের সভাপতি, বাংলাদেশ মোটর পার্টস এন্ড টায়ার- টিউব ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সহ অসংখ্য ধর্মীয় ও সামাজিক সংস্থার সাথে জড়িত ছিলেন, তিনি আওলাদে রসূল আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)’র মুরিদ এবং আনজুমান ট্রাস্ট ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদাসার খেদমতে নিয়োজিত ছিলেন।
মুহাম্মদ নিজাম উদ্দিন খালেদের ইন্তেকাল
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন’র ভাগিনা মুহাম্মদ নিজাম উদ্দিন খালেদ গত ১৫ মার্চ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বৎসর। তিনি স্ত্রী, ১ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাযা চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে বাদ নামাজে এশা অধ্যক্ষ মাওলানা মুফতি ছৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান’র ইমামতিতে অনুষ্ঠিত হয় এবং পরে মরহুমকে দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুনিèয়া জামে মসজিদ সংলগè কবরস্থানে দাফন করা হয়।
আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর কাজী শামসুর রহমান, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ‘র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, জামেয়ার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলাম, আনজুমান সদস্য মোহাম্মদ নূরুল আমিন, মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, শেখ নাছির উদ্দিন আহমেদ, মুহাম্মদ তৈয়বুর রহমান, উত্তর জেলার সম্পাদক এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ কমর উদ্দিন সবুর, সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টারসহ অন্যান্য কর্মকর্তা-সদস্যবৃন্দ, মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
রিদওয়ান আশরাফীর মায়ের ইন্তেকাল
গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রিদওয়ান আশরাফীর মাতা বুলসান আরা (শাজাহাঁ বেগম) গত ১৮ মার্চ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মরহুমার ইন্তেকালে গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আরহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়াও কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদরাসার সভাপতি অধ্যাপক আব্দুর রউফ, গাউসিয়া কমিটি সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও সম্পাদক এডভোকেট হাসনেন ইমাম সোহেল, মুহাম্মদ শাহেদ আলি কাদেরী, রংপুর জেলা ও মহানগর গাউসিয়া কমিটির সভাপতি যথাক্রমে আলহাজ্ব আব্দুল কাদির খোকন, আলহাজ্ব ওয়াজেদ আলি দুলু, লালমনিরহাট জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট ইদ্রিস আলি, আলহাজ্ব শাকের আলি চৌধুরী দাখিল মাদরাসার সুপার মাওলানা বদিউজ্জামান, দিনাজপুর জেলা গাউসিয়া কমিটির সদস্য সচীব এরশাদ হোসেন মাস্টার, ঠাকুরগাঁ গাউসিয়া কমিটির সদস্যসচীব এরফান বসুনিয়া, পঞ্চগড় জেলা গাউসিয়া কমিটির সভাপতি ও সম্পাদক অধ্যক্ষ ড.আব্দুর রহমান ও মাওলানা বদিউজ্জামান, বগুড়া জেলা গাউসিয়া কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা রুহুল্লাহ প্রমুখ।
মোহাম্মদ জুলহাস উদ্দিনের
সহধর্মিণীর ইন্তেকাল
গাউসিয়া কমিটি, বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জুলহাস উদ্দিনের সহধর্মিণী নাজমা বেগম (৫৫) টাঙ্গাইল শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ এপ্রিল ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই পুত্র অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গাউসিয়া কমিটি কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতেয়ার এক বিবৃতিতে তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন এবং রূহের মাগফিরাত কামনা করেছেন। এছাড়া গাউছিয়া কমিটি বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাই এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ হুমায়ুন কবীর আল কাদেরি, আলহাজ্ব মুহাম্মদ আবদুল মান্নানসহ জেলা শাখার নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করেছেন।
সৈয়দ মুহাম্মদ মুছা
গাউসিয়া কমিটি বাংলাদেশ বড়লিয়া ইউনিয়ন শাখার সহ সভাপতি সৈয়দ মুহাম্মদ মুসা গত ৭ মার্চ ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে গাউসিয়া কমিটি পটিয়া উপজেলার সভাপতি মাহবুবুল আলম (এম.কম.), সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী (শামীম), সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ইউনিয়ন সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আবছার সহ ইউনিয়ন নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মুহাম্মদ ইসহাক
গাউসিয়া কমিটি হাটহাজারী পৌরসভা শায়েস্তা খাঁ ইউনিট শাখার প্রচার সম্পাদক ইসতিয়াক শাহনেওয়াজ আসিফ এর পিতা হাটহাজারী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি লায়ন মুহাম্মদ ইসহাক (৫৫) গত ৫ এপ্রিল নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের ইন্তেকালে হাটহাজারী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী আজম, গাউসিয়া কমিটি হাটহাজারী পৌরসভার সভাপতি সৈয়দ আহমদ হোসাইন, সাধারণ সম্পাদক আবদুল মাবুদ আয়ুব, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রুবেল শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শেয়ার
  •  
  •  
  •  
  •