এবারের ফিতরা ৭০/-(সত্তর) টাকা

0
বিসমিল্লাহির রাহমানির রাহিম

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট শরীয়া বোর্ডের ঘোষনা
এবারের ফিতরা ৭০/-(সত্তর) টাকা

দেশের বৃহত্তম দ্বীনি সংস্থা আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট শরীয়াহ্ বোর্ডের এক সভা শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান এর সভাপতিত্বে জামেয়া কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় শরীয়াহ্ বোর্ডের সদস্য মন্ডলীর মধ্যে উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ড. মুহাম্মদ লিয়াকত আলী, আলহাজ্ব মাওলানা ছগীর আহমদ ওসমানী, মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা হাফেয মুহাম্মদ সোলাইমান আনসারী, মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী উপস্থিত ছিলেন।
সভায় শরীয়াহ্ বোর্ডের সম্মানিত সদস্যদের মতামতের ভিত্তিতে এবারের ফিতরা ৭০.০০/-(সত্তর) টাকা ঘোষণা দেয়া হয়। শরীয়াহ্ বোর্ডের এক বিবৃতিতে বলা হয়, বিশেষ সতর্কতা এবং নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নিজেকে সন্দেহমুক্ত করনার্থে পরিমাণে ২ সের ৩ ছটাক আধা তোলা অথবা ২ কেজি ৫০ গ্রাম গমের আটা বা গম ফিতরা হিসাবে মাথাপিছু আদায় করা বাঞ্চনীয়।
সভায় বর্তমান খোলা বাজারে উন্নত মানের ২ কেজি ৫০ গ্রাম গমের আটার মূল্য হিসাবে সর্বসাকুল্যে ফিতরা ৭০.০০/-(সত্তর) টাকা ধার্য্য করা হয়। বাজার দরের উর্ধ্বগতির অবস্থা বিবেচনা করে শরীয়াহ্ বোর্ড সতর্কতামূলক ৭০.০০/-(সত্তর) টাকা মাথাপিছু ফিতরা ধার্য্য করেন। সকল সক্ষম মুসলমান তার নিজের এবং পরিবারের সদস্যদের মধ্যে নাবালেগ ছেলে-মেয়ে ও বালেগা অবিবাহিতা মেয়ের ফিত্রা আদায় করা ওয়াজিব। শরীয়াহ্ বোর্ডের পক্ষ হতে আরো বলা হয় যে, ঈদের নামাজের পূর্বে ফিত্রা আদায় করা মুস্তাহাব। তবে নেহায়েত গরীব-মিস্কিন আত্বীয়-স্বজন দূরে অবস্থান করলে ঈদের নামাজের পরেও আদায় করা যাবে। যে সকল সুন্নি প্রতিষ্ঠান/মাদ্রাসাসমূহে এতিমখানা রয়েছে অথবা গরীব ছাত্রদের লেখা-পড়া ও ভরণ-পোষণের ব্যবস্থাপনা রয়েছে সে ধরনের আদর্শবান প্রতিষ্ঠানের মিসকিন ফান্ডে যাকাত ও ফিত্রা প্রদান করা নেহায়ত উত্তম বলে ঘোষণা দেয়া হয়। যে সব মাদ্রাাসা/প্রতিষ্ঠানে এতিমখানা ও গরীব-মিসকিনের ভরণ-পোষণের ব্যবস্থা নাই, সে সব প্রতিষ্ঠানে যাকাত/ফিত্রা প্রদান করলে শরীয়ত মোতাবেক আদায় হবে না মর্মে ফয়সালা দেয়া হয়।
উল্লেখ্য দেশের বৃহত্তম দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় বর্তমানে এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, ষোলশহর, চট্টগ্রামসহ শতাধিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনাধীন রয়েছে। তন্মধ্যে অনেক প্রতিষ্ঠানে এতিম, গরীব-মিসকিন ও অসহায় ছাত্রদের লেখাপড়া ও ভরণ-পোষণের ব্যবস্থা রয়েছে বিধায় উক্ত মাদরাসা সমূহের মিসকিন ফান্ডে যাকাত ফিত্রার অংশ প্রদানের জন্য বিত্তবানদের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়।
মোহাম্মদ অছিয়র রহমান
অধ্যক্ষ ও সদস্য সচিব
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা
ষোলশহর, চট্টগ্রাম।
চেয়ারম্যান- আনজুমান শরীয়াহ্ বোর্ড।
শেয়ার
  •  
  •  
  •  
  •