ইতিকাফ অবস্থায় ফরয গোসল ব্যতীত প্রাত্যহিক গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে কিনা?

0
মুহাম্মদ তাউসিফুল হক চৌধুরী-
রুমঘাটা, দেওয়ান বাজার,
চট্টগ্রাম।
প্রশ্ন: ইতিকাফ অবস্থায় ফরয গোসল ব্যতীত প্রাত্যহিক গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে কিনা? জানিয়ে ধন্য করবেন।
উত্তর: রমযান শরীফের শেষ দশ দিন ইতিকাফ রত অবস্থায় অথবা কয়েকদিনের মান্নতী ওয়াজিব ইতিকাফ অবস্থায় স্বপ্ন দোষের কারণে গোসল ফরয হলে অথবা অযু ভঙ্গ হলে এবং মসজিদের ভিতরে অযু ও গোসলের জন্য আলাদা কোন ব্যবস্থা না থাকলে তখন ইতিকাফকারীর ফরয গোসলের জন্য অথবা ওযুর জন্য মসজিদের বাইরে যাবেন আর ফরয গোসল আদায় করে মসজিদে চলে আসবেন। আসা-যাওয়ার পথে বেহুদা কথা-বার্তা থেকে বিরত থাকবেন। ফরয গোসল ছাড়া অন্য যে কোন ধরনের গোসলের জন্য সাধারণত ইতিকাফ করা অবস্থায় মসজিদ হতে বাইরে গমনের অনুমতি নেই। তবে কয়েকদিন গোসল না করার কারণে বা বেশী গরমের দরুণ যদি শরীর অস্থির হয়ে পড়ে তখন বিশেষ প্রয়োজনে ক্ষতি হতে বাঁচার জন্য ওযু করতে বের হলে ওযুর সাথে গোসল করতে পারবে। উল্লেখ্য যে, মসজিদ এলাকায় অযু গোসলের ব্যবস্থা থাকলে তখন ফরয গোসলের জন্যও মসজিদের বাইরে বের হওয়ার অনুমতি নেই। এ প্রসঙ্গে বিগত সময়ের তরজুমান রমযানুল মুবারক সংখ্যা দেখার অনুরোধ রইল।
শেয়ার
  •  
  •  
  •  
  •