নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম কোন রংয়ের পাগড়ী পরিধান করছেন?

0
মুহাম্মদ আবদুর রহমান-
রাজানগর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
প্রশ্ন: নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম কোন রংয়ের পাগড়ী পরিধান করছেন? ফরয নামায ব্যতীত অন্যান্য নামাযে পাগড়ী পরিধান করার বিধান কি? বিস্তারিত জানালে উপকৃত হব।
 উত্তর: পাগড়ি পরিধান করা প্রিয়নবী রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লামার স্বভাবগত সুন্নাত। তিনি এ ব্যাপারে বহু হাদীস পাকে উদ্বুদ্ধ করেছেন। যেমন-তিনি এরশাদ করেছেন- عليكم بالعمائم فانها سيماء الملائكة অর্থাৎ তোমরা গাগড়ী পরিধান করো, কেননা এটা ফেরেশতাদের প্রতীক।
[বায়হাক্বী, শু‘আবুল ঈমান, হাদীস নং-৬২৬২]
তাই পাগড়ি পরিধান করা সুন্নাত। পাগড়ী যে কোন রংয়ের হতে পারে এতে কোন প্রকার অসুবিধা নেই। প্রিয়নবী সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় স্বীয় মাথা মোবারকে টুপি ও পাগড়ি পরিধান করতেন। ফতোয়ায়ে রেজভীয়াতে ইমাম আলা হযরত শাহ্ আহমদ রেযা ফাযেলে বেরেলভী রহ. উল্লেখ করেছেন, পাগড়ি পরিধান করা নবীদের সুন্নাত এবং ফেরেশতাদের নিদর্শন। তাছাড়া পাগড়িবিহীন সত্তর রাকাত নামায, পাগড়ি সহকারে দু’ রাকাত নামায আদায়ের সমান। দাঁড়িয়ে পাগড়ি বাঁধা সুন্নাত এবং বসাবস্থায় খোলা সুন্নাত-ই মুস্তাহাব্বাহ্। আর পাঁচ ওয়াক্ত ফরয নামাযের পাশাপাশি জুমা-জামাত, ঈদে এবং নিজের সুযোগ সুবিধা মতো পাগড়ি পরিধান করা উত্তম।
[ফতোয়ায়ে রেজভীয়া, কৃত. ইমামে আহলে সুন্নাত, আলা হযরত শাহ্ আহমদ রেযা খান ফাযেলে বেরলভী রহ. ও মাসিক তরজুমান শাওয়াল সংখ্যা ১৪৪০ হিজরী]
শেয়ার
  •  
  •  
  •  
  •