ছোট বাচ্চাদের আরবী পড়ার সময় বারবার অযু ভঙ্গ হয়, তাহলে কি প্রতিবারই অযু করতে হবে?

0
মুহাম্মদ সালাহ উদ্দীন-
শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসা
পটিয়া, চট্টগ্রাম।
প্রশ্ন: ছোট বাচ্চাদের আরবী পড়ার সময় প্রথম বার অযু করিয়ে দেওয়ার পর যদি তাদের বারবার অযু ভঙ্গ হয়, তাহলে কি প্রতিবার অযু করতে হবে?
 উত্তর: ওজু পবিত্রতা অর্জনের একটি মাধ্যম। অজু ব্যতীত ক্বোরআন মজিদ স্পর্শ করা বৈধ নয়। আর নামায ও বায়তুল্লাহ ্শরীফের তাওয়াফ শুদ্ধ হওয়ার জন্য পবিত্রতা অর্জন করা এবং অযু না থাকলে অযু করা শর্ত। পবিত্র কুরআন মজীদ আল্লাহর কিতাব ও সর্বশ্রেষ্ঠ আসমানী গ্রন্থ। তাছাড়া মহান আল্লাহ্ তা‘আলা পবিত্র, তাঁর কুরআনও পবিত্র এবং তিনি পবিত্রতাকে পছন্দ করেন, ভালবাসেন। তাই অযু ভঙ্গ হলে পুনরায় অযু করে কুরআন শরীফ স্পর্শ করতে হবে। কারণ কুরআন শরীফ স্পর্শ করে পড়তে বা তেলাওয়াত করতে অজু করাও ফরয। আর অযু ব্যতীত স্পর্শ করা নাজায়েয ও পবিত্র কুরআনের বেহুরমতি। উল্লেখ্য যে, বাচ্চাদেরকে তাদের ছোটকাল হতে এ ব্যাপারে শিক্ষা দেয়া মাতাপিতা ও শিক্ষকের উচিত এবং কর্তব্য। অবশ্য না বালেগ ও ছোট, বাচ্চারা অযু ছাড়া যদি পবিত্র ক্বোরআন স্পর্শ করে তা হলে গোনাহ্গার হবে না যেহেতু তারা এখনো নিষ্পাপ।
শেয়ার
  •  
  •  
  •  
  •