আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী’র বাংলাদেশে সফর সূচী

0
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট-এর ব্যবস্থাপনায়
 আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত, হাদীয়ে দ্বীন ও মিল্লত
হযরতুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী 
 ১৭ অক্টোবর’২১, রবিবার, রাজধানী ঢাকা এবং 
২০ অক্টোবর’২১,বুধবার, চট্টগ্রামে 
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম’র 
জশনে জুলূসের নেতৃত্ব দেবেন 
১৬ অক্টোবর ২০২১, শনিবার ০৮ রবিউল আউয়াল ১৪৪৩ হিঃ
হুজুর কেবলা দুবাই থেকে বাংলাদেশ বিমানযোগে শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে 
সকাল ৭-১০ মিনিটে শুভাগমন করবেন এবং ঐদিন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা।
নামাজে যোহর হতে এশা খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া, এফ-ব্লক, মোহাম্মদপুর, ঢাকা।

ঢাকায় জশনে জুলুস

১৭ অক্টোবর ২০২১-রবিবার
০৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিঃ
ঢাকায় পবিত্র জশ্নে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) – ২০২১ ইং
স্বাস্থ্য বিধি অনুসরন করে হযরতুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মু. জিঃ আঃ)’র নেতৃত্বে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম’র জশনে জুলুস সকাল ১০টায় ঢাকা মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা হতে আরম্ভ হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ এভিনিউ, আসাদ গেইট, মিরপুর রোড, সোবহান বাগ, কলাবাগান, সাইন্স ল্যাবরেটরী হয়ে ঝিগাতলা, সাত মসজিদ রোড, মোহাম্মদপুর বাসস্টান্ড, শিয়া মসজিদ, রিং রোড, শ্যামলী হয়ে পুনরায় কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা ময়দানে বেলা ১২টায় জমায়েত, মাহফিল এবং মাহফিল শেষে নামাজে যোহর ও দো’য়া অনুষ্ঠিত হবে।
নামাজে ফজর, আছর,মাগরিব ও এশা: খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া, মোহাম্মদপুর, ঢাকা।
১৮ অক্টোবর ২০২১- সোমবার ১০ রবিউল আউয়াল ১৪৪৩ হিঃ 
নামাজে ফজর: খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া,এফ-ব্লক,জয়েন্ট কোয়ার্টার মোহাম্মদপুর,ঢাকা
বেলা ১১টায় ঢাকা থেকে ফ্লাইটযোগে বন্দর নগরী চট্টগ্রাম প্রর্ত্যাবর্তন।
নামাজে যোহর ও আছর: আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া, ষোলশহর, চট্টগ্রাম।
নামাজে মাগরিব ও এশা: হুজুর কেবলায়ে আলম’র ছদারতে চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় 
পবিত্র গেয়ারবী শরীফ ও নামাজে এশা অনুষ্ঠিত হবে।
১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার - ১১ রবিউল আউয়াল ১৪৪৩ হিঃ 
নামাজে ফজর ও যোহর: আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া, ষোলশহর, চট্টগ্রাম।
নামাজে আছর হতে এশা: আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া, ষোলশহর, চট্টগ্রাম।
চট্টগ্রামে জশনে জুলুস-২০ অক্টোবর ২০২১, বুধবার, ১২ই রবিউল আউয়াল
১৪৪৩ হিজরী চট্টগ্রামে পবিত্র জশ্নে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) – ২০২১ ইং

স্বাস্থ্য বিধি অনুসরন করে আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় হযরতুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাঃ জিঃ আঃ)’র নেতৃত্বে জশনে জুলুস সকাল ৮টায় চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া হতে আরম্ভ হয়ে বিবিরহাট, মুরাদপুর, মির্জারপুল, কাতালগঞ্জ হয়ে অলিখাঁ মসজিদ, চকবাজার, প্যারেড ময়দানের উত্তর-পূর্ব পার্শ্ব হয়ে চন্দনপুরা, সিরাজুদ্দৌল্লাহ রোড, দিদার মার্কেট, দেওয়ান বাজার, আন্দরকিল্লা, মোমিন রোড,কদম মোমারক, চেরাগী পাহাড়, প্রেসক্লাব, জামালখান মোড় হয়ে কাজির দেউড়ি মোড়, আলমাস হয়ে ওয়াসার মোড়, জিইসি মোড়, ২ নম্বর গেইট, পুনরায় মুরাদপুর, বিবিরহাট প্রদক্ষিণ পূর্বক জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে জমায়েতদুপুর ১২টায় মাহফিল এবং মাহফিল শেষে নামাজে যোহর ও দো’য়া অনুষ্ঠিত হবে।

বিঃ দ্র-
১।  জুলুসে (মিছিলে) বাংলাদেশ’র জাতীয় পতাকা ও আনজুমান ট্রাস্ট’র নির্ধারিত সবুজ পতাকা ব্যতিত অন্য কোন রং এর পতাকা/ব্যানার ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষনা করা হলো।
২।  আইন শৃংখলা বাহিনী ও মিডিয়ার গাড়ী ব্যতিত অন্য কোন যানবাহন কোন অবস্থাতেই জুলুসের সামনে ও পিছনে চলাচল করা কিংবা জুলুস প্রদক্ষিণের রাস্তাসমূহের পার্শ্বে কোন গাড়ী পার্কিং করা যাবেনা।
৩।  জুলুসে ডেক সেটসহ সব ধরণের বাদ্যযন্ত্র বাজানো শরীয়তের বিধান মোতাবেক সম্পূর্ণরূপে নিষিদ্ধ। জুলুস (মিছিল) এর আগে ও পরে ঐ ধরনের ইসলাম বিরোধী গর্হিত কাজ হতে বিরত থাকার জনা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।
৪।  ব্যাগ-পুটলা (গাট্রি) প্যাকেট-কার্টুন ইত্যাদি কেউ জুলুসে আনতে পারবে না। এমন কাউকে দেখলে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা তাদের তল্লাশি করবে।
৫। হুজুর কেবলার ছবি কিংবা ছবি সম্বলিত ম্যাগাজিন, ট্যাবলয়েড ম্যাগাজিন, মাসিক পত্রিকা ইত্যাদি বিক্রী করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষনা করা হলো।
৬। উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস ইত্যাদি যানবাহন এ.কে. খাঁন মোড় অক্সিজেন বাস টার্মিনাল, বায়েজিদ লিংক রোড়, বহদ্দারহাট বাস টামিনাল, এক কিলোমিটার অতিক্রম করবে না। এছাড়াও, বহদ্দারহাট নূর নগর হাউজিং মাঠ ও অনন্যা আবাসিক এলকার সুবিধাজনক স্থানে পার্কিং করা যাবে।
৭।  শহরের গাড়ী জুলুসে এসে গেলে সেগুলোকে সি.আর.বি, পলোগ্রাউন্ড ময়দান এবং জমিয়তুল ফালাহ্ ময়দানে পার্কিং এর ব্যবস্থা করতে হবে।
৮। জুলুসে মহিলাদের অংশগ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

উল্লেখ্য,উপরোক্ত বিষয়ে স্থানীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ ও আনজুমান সিকিউরিটি ফোর্স প্রয়োজনীয় তদারকীর ব্যবস্থা গ্রহণ করবে।
২১ অক্টোবর ২০২১, বৃহষ্পতিবার 
নামাজে ফজর ও যোহর: আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া, ষোলশহর, চট্টগ্রাম।
নামাজে আছর হতে এশা: আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া, ষোলশহর, চট্টগ্রাম।
২২ অক্টোবর ২০২১-শুক্রবার, নামাজে ফজর: 
আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া, ষোলশহর, চট্টগ্রাম।
নামাজে জুমা: জামেয়া জুলুস ময়দান, ষোলশহর, চট্টগ্রাম।
নামাজে আছর, মাগরিব ও এশা: 
আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া, চট্টগ্রাম।
২৩ অক্টোবর ২০২১,শনিবার নামাজে ফজর ও যোহর: 
আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া, ষোলশহর, চট্টগ্রাম।
নামাজে আছর, মাগরিব ও এশা: আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া,চট্টগ্রাম।
সালামান্তে,
                    আলহাজ্ব মোহাম্মদ মহসিন                            মোহাম্মদ আনোয়ার হোসেন      
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট                                                সেক্রেটারী জেনারেল
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রাম।
মেবাইল: ০১৮১৯-৬৪৩৭৬ মোবাইল: ০১৭১১-৭২৮৩৩২
বিঃ দ্রঃ জশ্নে জুলুসে (মিছিল) ও মাহফিলে অংশগ্রহণকারীদের জন্য মাক্স পরিধান বাধ্যতামূলক।
শেয়ার
  •  
  •  
  •  
  •