জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবীতে নেতৃত্ব দিতে বাংলাদেশে শুভাগমন করেছেন আল্লামা পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ মু.জি.আ.

0
আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.)
পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী  উদযাপন উপলক্ষে
শনিবার (১৬-১০-২১) বাংলাদেশ শুভাগমন করেছেন
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট’র উদ্যোগে ১২ই রবিউল আউয়াল চট্টগ্রামে ও ৯ই রবিউল আউয়াল ঢাকায় অনুষ্ঠিতব্য ঐতিহাসিক জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম  উদযাপন উপলক্ষে দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসূল  রাহনুমায়ে শরিয়ত ও তরিক্বত হযরতুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা. জি. আ.) দুবাই থেকে বাংলাদেশ বিমানযোগে বন্দর নগরী চট্টগ্রামস্থ শাহ্ আমানত আন্তজার্তিক বিমানবন্দরে সকাল ৭টা ১০ মিনিটে শুভাগমন করেছেন এবং একই দিন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন। হুজুর কেবলায়ে আলম আগামী ৯ রবিউল আউয়াল রবিবার ঢাকায় ঐতিহাসিক জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামে নেতৃত্ব দিবেন। এদিকে হুজুর কেবলায়ে আলমকে অর্ভ্যথনা জ্ঞাপনের লক্ষ্যে পিএইচপি ফ্যামেলীর চেয়ারম্যান আলহাজ্ব সুফি মুহাম্মদ মিজানুর রহমান, আনজুমান ট্রাস্ট’র সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট আলহাজ¦ মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ সামশুদ্দিন, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ্জ এস,এম, গিয়াস উদ্দিন শাকের, সদস্য আলহাজ্ব মুহাম্মদ কমরুদ্দিন সবুরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
ঢাকা গমনের উদ্দেশ্যে হুজুর কেবলার সফর সঙ্গী হিসেবে সাথে থাকবেন আলহা¦জ সুফি মিজানুর রহমান ও আলহাজ্ব মুহাম্মদ মহসিন।  এছাড়াও, ঢাকায় অনুষ্ঠিতব্য জশনে জুলুসে অংশগ্রহনের জন্য আনজুমান’র সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন ও সদস্য আলহাজ্ব মুহাম্মদ কমরুদ্দিন সবুর ফ্লাইটযোগে ঢাকা যাবেন।
শেয়ার
  •  
  •  
  •  
  •