আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাঃ জিঃ আঃ)
আজ রাজধানী ঢাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী ‘২১ এর জশনে জুলুছ নেতৃত্ব দিচ্ছেন
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট’র ব্যবস্থাপনায় দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসূল (দঃ) রাহনুমায়ে শরিয়ত ও তরিক্বত হযরতুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাঃ জিঃ আঃ) আজ ৯ রবিউল আউয়াল, ১৭ অক্টোবর ২০২১ রবিবার রাজধানী ঢাকায় ঐতিহাসিক পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী(দঃ)-২০২১ ইং এর জশ্নে জুলুছ নেতৃত¦ দিচ্ছেন স্বাস্থ্য বিধি অনুসরন করে উক্ত জুলুছ সকাল ১০টায় ঢাকা মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা হতে আরম্ভ হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ এভিনিউ, আসাদ গেইট, মিরপুর রোড, সোবহান বাগ, কলাবাগান, সাইন্স ল্যাবরেটরী হয়ে ঝিগাতলা, সাত মসজিদ রোড, মোহাম্মদপুর বাসস্টান্ড, শিয়া মসজিদ, রিং রোড, শ্যামলী হয়ে পুনরায় কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা ময়দানে বেলা ১২টায় জমায়েত, মাহফিল এবং মাহফিল শেষে নামাজে যোহর ও দো’য়া অনুষ্ঠিত হবে। এছাড়াও, হুজর কেবলায়ে আলম’র ইমামতিতে আছর, মাগরিব ও এশা মোহাম্মদপুরস্থ খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী(দঃ) – ২০২১ ইং এর জশনে জুলুছ ও মাহফিলে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন ও সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন পীরভাহই ও সুন্নী জনতাকে আহবান জানিয়েছেন।