দরবারে আলীয়া কাদেরিয়া সিরিকোট শরীফের একনিষ্ট খাদেম শহীদ আহমেদ’র ইন্তেকালে
আনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ’র শোক প্রকাশ
দরবারে আলীয়া কাদেরিয়া সিরিকোট শরীফের একনিষ্ট খাদেম ও পাকিস্তানের করাচী গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ শহীদ আহমেদ কাদেরী একটি হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ নভেম্বর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। পরদিন ১১ নভেম্বর বাদ নামাজে যোহর আওলাদে রাসূল আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ আহমদ শাহ্ মাদ্দাজিল্লুহুল আলীর ইমামতিতে আওরঙ্গ টাউনস্থ সেকটর-৫ এ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
মরহুমের ইন্তেকালে- আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, ভাইস প্রেসিডেন্ট এ.কিউ.আই চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আমির হোসেন সোহেল, সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মুহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুল আলম, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর কাজী শামসুর রহমান, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ (কমিশনার), জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মুফতি ছৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, আনজুমান ট্রাষ্ট’র সদস্য মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ তৈয়বুর রহমান, শেখ নাছির উদ্দিন আহমেদ, আবদুল মোনাফ সিকদার, মুহাম্মদ কমরুদ্দিন সবুর, মুহাম্মদ আবদুল হাই মাসুম, আশেক রসুল খাঁন বাবু, লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহীম, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুল হক খান, চট্টগ্রাম মহানগর’র সভাপতি তসকীর আহমেদ, সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, ওরস সাব-কমিটির যুগ্ম আহবায়ক মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্না, মুহাম্মদ জয়নাল আবেদীন, উত্তর জেলার সম্পাদক এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন চৌধুরী দক্ষিণ জেলার সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ, জামেয়ার আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শিক্ষকবৃন্দ, আনজুমাস সিকিউরিটি ফোর্সের সদস্যবৃন্দ, পীরভাই প্রমুখ মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরিশেষে, মাশায়েখে হযরাতে কেরামের সদকায় মহান আল্লাহ রাব্বুল আলমীন যেন মরহুমকে জান্নাতের উচুঁ মকাম দান করেন এ কামনা করে সালাত-সালাম, মিলাদ ক্বিয়াম ও মুনাজাত করা হয়।